অনলাইন মার্কেটপ্লেস এবং নিজস্ব ই-কমার্স ওয়েবসাইট দুইটিই প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ সেলিং চ্যানেল।

 

বিক্রেতা হিসেবে আসলে মার্কেটপ্লেস বা নিজস্ব ই-কমার্স সাইটের মধ্যে কোনটি বেটার বা সুবিধাজনক (একটিকে বেছে নেয়া) সেই চিন্তা না করাই ভাল। দুটিরই আলাদা সুবিধা অসুবিধা আছে।

যেমন মার্কেটপ্লেসে ট্রাফিক বেশি, বিক্রির সুযোগ বেশি আবার মার্কেটপ্লেসের কমিশন আছে, মার্কেটপ্লেসে বিক্রেতার ব্র্যান্ডিং করে না, বিক্রিত পণ্যের টাকা নিয়ে হয়রানির অভিযোগ থাকে মাঝেমধ্যে। এরকমটাই নিয়ম।

নিজস্ব ই-কমার্স সাইটে ট্রাফিক আনা, ট্রাস্ট ফ্যাক্টর এবং নিয়মিত বিক্রি অনেক চ্যালেঞ্জিং আবার সেখানে নিজের মত ব্র্যান্ডিং করা যায়, নিজের মত করে সব পরিচালনা করা যায়। নিজের সাইট বানানো এবং মেইনটেনেন্সের ঝামেলা এবং খরচও আরেকটি বিষয়।

উদ্যোক্তা/ বিক্রেতা হিসেবে সব মিডিয়ামই ব্যবহার করা উচিত।

 

অনলাইনে যারা প্রথম প্রথম কেনাকাটা করতে আসেন তারা হয়তো মার্কেটপ্লেস বা বড় ব্র্যান্ড সাইটগুলোর উপরে বেশি নির্ভর করেন ছোট বা কম পরিচিত সাইটের চেয়ে। তবে নিয়মিত ক্রেতারা যেখানে ভাল প্রোডাক্ট এবং সার্ভিস পান সেটিই বেছে নেন।

 

 

নিজের একটি অনলাইন ব্যবসা হোক আজই

(Visited 287 times, 1 visits today)
1

Comments