দেশ-বিদেশের ইকমার্স খবরাখবর সম্বলিত সাপ্তাহিক আয়োজন স্টোরিয়া ইকমার্স ডাইজেস্ট। ইকমার্সের আলোচিত খবর, পত্রিকার লিংক, ইভেন্টের লিংক, সাক্ষাৎকার এখন পাবেন এক জায়গাতেই। চলুন এবার দেখে নেই এক নজরে গত ৭ দিনে ঘটে যাওয়া এবং আসছে সপ্তাহের ইকমার্সের হালচাল।

আলোচিত ইকমার্স খবরঃ

  • সহজ ও নিরাপদে পণ্য-সেবা ক্রয় ও লেনদেন নিশ্চিতে সর্বাধুনিক ‘অনলাইন পেমেন্ট গেটওয়ে’ সুবিধা চালু করেছে সাউথইস্ট ব্যাংক লিমিটেড (এসইবিএল)। বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এই সেবার উদ্বোধন অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এস এম মঈন উদ্দিন চৌধুরী জানান, গ্রাহকরা যাতে সহজ, নিরাপদ, সুরক্ষিত ও সহজ উপায়ে অনলাইনে কেনাকাটা ও লেনদেন করতে পারে তা নিশ্চিতে এই সেবা চালু করা হয়েছে। মাস্টারকার্ড বাংলাদেশের সহযোগিতায় চালু হওয়া পেমেন্ট গেটওয়েটিকে প্রযুক্তিগতভাবে ‘সর্বাধুনিক’ হিসেবে অভিহিত করে তিনি।
    বিস্তারিত পাবেন এখানে
  • ব্যাংকিং সেবার বাইরে থাকা গ্রাহকদের আর্থিক সেবা দিতে মাস্টারকার্ড ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সঙ্গে মিলে মোবাইল ফোন অপারেটর বাংলালিংক চালু করতে যাচ্ছে নতুন প্রিপেইড কার্ড। এই কার্ড ব্যবহার করে শীর্ষ ই-কমার্স সাইটগুলো থেকে একহাজার ৫০০ টাকা মূল্যের ডিসকাউন্ট ভাউচার ও দেশজুড়ে একহাজার ৭০০ আউটলেট থেকে এক্সক্লুসিভ ডিসকাউন্ট সুবিধা নিতে পারবেন বাংলালিংক গ্রাহকরা। খবর এখানে
  • বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম দারাজ ডট কম ফিউচার লিডারশিপ প্রোগ্রামের উদ্যোগ নিয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পরবর্তী বিজনেস লিডার হিসেবে তৈরি করতে এবং শিক্ষার্থীদের সকল সামর্থ্য, অর্জিত জ্ঞান ও সুপ্ত প্রতিভাকে বাস্তবে প্রমাণের সুযোগ করে দিতে এই প্রোগ্রাম শুরু করেছে। গত বৃহস্পতিবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত দারাজ ফিউচার লিডারশীপ প্রোগ্রাম (ডিএফএলপি) এর বিজয়ী দলকে ৩০,০০০ টাকা অর্থ পুরস্কার দেওয়া হয়েছে। বিস্তারিত পড়ুন
  • গত ২১ মে ২০১৭ দেশসেরা মোবাইল অপারেটর গ্রামীণফোন এবার ই-কমার্স ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ই-ক্যাবের সদস্য হিসেবে নিবন্ধন করেছে। ই-ক্যাব সভাপতি রাজীব আহমেদ এপ্রসঙ্গে বলেন, একটি ব্যবসায়ীক সংগঠন হিসেবে আমরা চাই দেশে যারা ই-কমার্স ব্যবসায় আসবে আমরা তাদের অভিনন্দন জানাবো। গ্রামীণফোনকেও আমরা অভিনন্দন জানিয়েছি। খবরে প্রকাশ
  • সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যবসার ক্ষেত্রে এখনো পরিণত হননি ক্রেতা বা বিক্রেতা কেউই। অনেক ভুঁইফোঁড় বিক্রেতা যেমন আছেন, তেমনি অনেক ক্রেতা আছেন যাঁরা ভুয়া অর্ডার দেন। এতে করে উদ্যোক্তার সময় ও অর্থ—দুই-ই নষ্ট হয়। ফলে ক্রেতা ও বিক্রেতার মধ্যে তৈরি হয় আস্থার সংকট। বিশেষজ্ঞ মতামত হচ্ছে ই-কমার্স খাতকে শক্তিশালী করতে হলে শুধু ফেসবুককেন্দ্রিক হলে চলবে না। এর সঙ্গে সঙ্গে নিজস্ব ওয়েবসাইটও তৈরি করতে হবে। ‘ফেসবুকভিত্তিক ব্যবসায় ঝুঁকছেন নারীরা’ শিরোনামে আজ প্রথম আলোতে প্রকাশিত হয়েছে একটি ফিচার
  • শেষ করবো একটি শোক সংবাদ দিয়ে। প্রাণ আরএফএল গ্রুপের নিজস্ব ই-কমার্স মার্কেটপ্লেস অথবা ডট কম এর হেড অফ অপারেশন্স জনাব আহসানুল আলম গত ২৫ মে ২০১৭ অফিসের লিফটে এক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। জনাব আহসানুল আলমের ক্যারিয়ার এবং অথবা ডট কমের পরিকল্পনা নিয়ে কিছুদিন আগে ফিউচার স্টার্ট আপে প্রকাশিত হয়েছিল এই সাক্ষাতকারটি

এই ছিল সপ্তাহের ই-কমার্সের হালচাল। আগামী শুক্রবার নতুন সপ্তাহের খবরাখবর নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আর আপনাদের নিজেদের কোন অনলাইন শপের ইভেন্ট নিউজ বা কোন চালু অফার থাকলে তা আমাদের কে জানাতে পারেন এখানে। সবার ছুটি আনন্দে কাটুক।

(Visited 153 times, 1 visits today)
2

Comments