দেশ-বিদেশের ইকমার্স খবরাখবর সম্বলিত সাপ্তাহিক আয়োজন স্টোরিয়া ইকমার্স ডাইজেস্ট। ইকমার্সের আলোচিত খবর, পত্রিকার লিংক, ইভেন্টের লিংক, সাক্ষাৎকার এখন পাবেন এক জায়গাতেই। চলুন এবার দেখে নেই এক নজরে গত ৭ দিনে ঘটে যাওয়া এবং আসছে সপ্তাহের ইকমার্সের হালচাল।

আলোচিত ইকমার্স খবরঃ

  • দেশের জনপ্রিয় হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমির সর্বশেষ ফ্ল্যাগশিপ ডিভাইস ‘এমআই সিক্স’র জন্য প্রি-অর্ডারের সুযোগ এনেছে রবির ই-কমার্স পোর্টাল রবি শপ। বুধবার অপারেটরটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দেশে একমাত্র রবি শপই গ্রাহকদের জন্য এ সুযোগ এনেছে। রবি শপে প্রি-অর্ডার করে দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এবং বিনামূল্যে ‘এমআই ব্যান্ড টু’ পাবেন গ্রাহকরা। পাশাপাশি ১০ জিবি ইন্টারনেট ডেটা উপভোগ করতে পারবেন তারা। মোবাইলটির বিস্তারিত এবং প্রি-অর্ডার প্রক্রিয়া জানুন বিডিনিউজের খবরে
  • সুপরিচিত অনলাইন গ্রোসারি শপ ডিরেক্ট ফ্রেস তাদের ওয়েবসাইটে অনলাইন পেমেন্টের সুবিধা সংযুক্ত করলো। এখন থেকে ক্রেতা সাধারণ চাইলে অনলাইনে পেমেন্টের মাধ্যমে কেনাকাটা করতে পারবে। পেমেন্ট গেইটওয়ে পার্টনার হিসেবে তাদের সাথে থাকছে দেশের বহুল প্রচলিত এসএসএল কমার্স। সম্প্রতি এই দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। খবর দেখুন এখানে
  • সম্প্রতি দেশের অন্যতম বৃহৎ মার্কেটপ্লেস দারাজ ডট কম তাদের ইমেইল মার্কেটিং ক্যাম্পেইন নিয়ে ব্যাপক সমালোচনায় পরেছে। ইমেইলে দফায় দফায় বাংলা বানান ভূল গ্রাহককে বিরক্ত করেছে। এছাড়াও দেশের নায়িকা এবং মডেলদের নাম দিয়ে সস্তা ইমেইল মার্কেটিং করা এবং অশোভন ইমেইল কন্টেন্টের জন্য ই-ক্যাব গ্রুপ সহ সর্বমহলে সমালোচিত হচ্ছে প্রতিষ্ঠানটি। দারাজের ইমেইল ক্যাম্পেইনের দুটি নমুনা দেখুন এখানে
  • পাঁচ মাস ধরে আলোচনা, একের পর এক উপস্থাপনা ও অসংখ্য পর্ষদসভার পর জানা গেল ভারতের ই-কমার্স ইতিহাসের বৃহত্তম একীভবন চুক্তিটি হচ্ছে না। স্ন্যাপডিল ও ফ্লিপকার্ট একীভূতকরণের আলোচনা বাতিল ঘোষিত হয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে। সম্প্রতি স্ন্যাপডিল অ্যাক্সিস ব্যাংকের কাছে নিজেদের অনলাইন ওয়ালেট ব্যবসা ‘ফ্রিচার্জ’ বিক্রির বিষয়ে ৬ কোটি ডলারের চুক্তি সম্পন্ন করেছে। এই অর্থ এবং ব্যাংকে গচ্ছিত নগদ তহবিলের সুবাদে প্রতিষ্ঠানটি আরো কমপক্ষে চার বছর নিজেদের কার্যক্রম চালিয়ে নেয়ার আশা করছে। বিস্তারিত বনিকবার্তার খবরে
  • স্ন্যাপডিল ও ফ্লিপকার্ট একীভূতকরণের চুক্তি বাতিল হওয়াতে বিপাকে পরেছে স্ন্যাপডিলের কর্মীরা। চুক্তি বাতিল এবং সফট ব্যাংকের বিনিয়োগ বাতিলের সম্ভাবনায় কোম্পানিটি ৮০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনায় আছে। স্ন্যাপডিলে বর্তমানে ১২০০ কর্মী চাকুরিরত আছে। উল্লেখ্য, এক বছর আগেও স্ন্যাপডিলের ৯০০০ কর্মী ছিল। বিস্তারিত পড়ুন এখানে
  • বহুল আলোচিত স্ন্যাপডিল ও ফ্লিপকার্ট একীভূতকরণের চুক্তি পণ্ড হলেও ফ্লিপকার্ট ও ইবে ইন্ডিয়ার কার্যক্রম একীভূতকরণ সম্পন্ন হয়েছে। ইবে ডট ইন এখন ফ্লিপকার্ট গ্রুপ কোম্পানি নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হবে। ফ্লিপকার্টের পক্ষ থেকে গত মঙ্গলবার একীভূতকরণ সম্পন্নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিস্তারিত পড়ুন বনিকবার্তার খবরে
  • ই-কমার্স জায়ান্ট অ্যামাজন পুরা মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে ‘জবস ফেয়ার’ এর আয়োজন করেছে। অ্যামাজনের পক্ষ থেকে জানানো হয়েছে ২০১৮ এর মধ্যে ১ লক্ষ ৩০ হাজার কর্মী নিয়োগের লক্ষ্যমাত্র স্থির করা হয়েছে। চলতি মাসেই ৫০ হাজার কর্মী নিয়োগ করবে তারা। সেই উপলক্ষে ভোর হতে না হতেই আমেরিকার বিভিন্ন এলাকায় লম্বা লাইন দিচ্ছেন হাজার হাজার চাকুরি প্রত্যাশী। বিস্তারিত পড়ুন এখানে
  • ব্যবহারকারীর বাড়ি পর্যন্ত নিজেদের সেবা বাড়াতে কয়েক বছর ধরেই নানা চেষ্টা চালিয়ে আসছে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। সম্প্রতি ব্যবহারকারীর বাড়ির লবিও নিজেদের আওতায় নিয়ে আসার পদক্ষেপ নিয়েছে অ্যামাজন। চলতি সপ্তাহে ‘দ্য হাব’ নামে নতুন এই প্রকল্প উন্মোচন করেছে অ্যামাজন। প্রকল্প অনুযায়ী ‘অ্যামাজন লকার’ বিভিন্ন আপ্যার্টমেন্ট ভবন আর হাউজিং কমপ্লেক্সগুলোতে বসানো হবে। ব্যবহারকারী এই লকার থেকে নিজের প্রয়োজনীয় ডেলিভারি সংগ্রহ করতে পারবেন। বিস্তারিত এখানে
  • অ্যামাজনের প্রতিষ্ঠাতা এবং সিইও জেফ বেজোস। মাইক্রোসফটের বিল গেটসকে টপকে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি হয়ে মাত্র একদিন টিকে ছিলেন জেফ বেজোস। ফোর্বসের হিসাব অনুযায়ী বেজোসের মোট সম্পদমূল্য ৯১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার। বিশেষজ্ঞ মতামত বিশ্বের প্রথম ‘ট্রিলিয়ন’ ডলার কোম্পানি হতে যাচ্ছে তার কোম্পানি অ্যামাজন। সম্প্রতি তার উপরে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে ইত্তেফাকে। পড়তে ক্লিক করুন এখানে
  • শুরু হয়েছে যে কোন ব্যবসার ট্রেড লাইসেন্স নবায়ন করার সময়। ট্রেড লাইসেন্স এর মেয়াদ জুলাই মাসের ১ তারিখ থেকে শুরু হয়ে পরের বছরের জুন মাসের ৩১ তারিখ শেষ হয়। তাই জুলাই মাসের ১ তারিখ থেকে সেপ্টেম্বরের ৩০ তারিখের মধ্যে নবায়ন ফি দিয়ে আপনাকে লাইসেন্স নবায়ন করে নিতে হবে। ই-কমার্স ব্যবসায়ীদেরও এই সময়ের মধ্যে ট্রেড লাইসেন্স নবায়ন করতে হবে। ট্রেড লাইসেন্স এর বিস্তারিত এবং কিভাবে নবায়ন করবেন জানতে পড়ুন এই ব্লগ আর্টিকেলটি।

এই ছিল গেল সপ্তাহের ই-কমার্সের হালচাল। আগামী শুক্রবার নতুন সপ্তাহের খবরাখবর নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আর আপনাদের নিজেদের কোন অনলাইন শপের ইভেন্ট নিউজ বা কোন চালু অফার থাকলে তা আমাদের কে জানাতে পারেন এখানে। সবার ছুটি আনন্দে কাটুক।

(Visited 169 times, 1 visits today)
0

Comments