দেশ-বিদেশের ইকমার্স খবরাখবর সম্বলিত সাপ্তাহিক আয়োজন স্টোরিয়া ইকমার্স ডাইজেস্ট। ইকমার্সের আলোচিত খবর, পত্রিকার লিংক, ইভেন্টের লিংক, সাক্ষাৎকার এখন পাবেন এক জায়গাতেই। চলুন এবার দেখে নেই এক নজরে গত ৭ দিনে ঘটে যাওয়া এবং আসছে সপ্তাহের ইকমার্সের হালচাল।

আলোচিত ইকমার্স খবরঃ

  • প্রতিশ্রুতি দেওয়া সময়ের মধ্যে পণ্য সরবরাহে ব্যর্থ হওয়ায় ই-কমার্স পোর্টাল চালডাল.কমকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সাইদ ইসলাম নামের এক গ্রাহক চালডাল.কমের বিরুদ্ধে প্রতারণা এবং ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ করলে শুনানী শেষে অভিযুক্ত প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার অধিদপ্তর। বিস্তারিত প্রিয় ডট কমের খবরে
  • ভবিষ্যতে একসাথে কাজ করার দৃঢ় ইচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশি ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ এবং মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড। প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি স্মার্টফোনে বিভিন্ন অ্যাপের মাধ্যমে গ্রাহকদের সেবাদান এবং রবির ই-কমার্স নেটওয়ার্কের মাধ্যমে ওয়ালটনের বিভিন্ন পণ্য বিক্রির বিষয়েও আলোচনা হয়। বিস্তারিত এনটিভির খবরে
  • আগামী ১৮ আগষ্ট ২০১৭ তারিখে বিশ্বস্ত অনলাইন শপিং সাইট প্রিয়শপ ডটকম নিয়ে আসছে ‘Colorful Friday – Powered By: Mastercard’! ইভেন্ট। সেই উপলক্ষ্যে নানা আয়োজনের মধ্যে থাকছে সর্বোচ্চ ৯০% পর্যন্ত ডিসকাউন্ট! এছাড়া মাস্টারকার্ডে পেমেন্ট করলেই নিশ্চিত ২০% ডিসকাউন্ট এবং ৩০০ টাকার ক্যাশ ভাউচার। বিকাশে পেমেন্ট করলেই ২০% ক্যাশব্যাক। এছাড়া সাউথইস্ট ব্যাংকের গেটওয়ে ব্যবহার করে পেমেন্ট করলে ১০% অতিরিক্ত ছাড়। বিস্তারিত দেখুন এই ইভেন্টের ফেসবুক পেইজে
  • দেশের অন্যতম বড় অনলাইন মার্কেটপ্লেস আজকের ডিল এ চলছে BOGO offer। এই অফারের আওতায় আজকের ডিল এর বাছাই করা ২ হাজারের বেশি পণ্য রয়েছে একটি কিনলে আরেকটি ফ্রি অফার। সীমিত সময়ের BOGO offer পেতে ভিজিট করতে হবে এখানে
  • বিভিন্ন প্রতিষ্ঠিত কোম্পানির মোড়কে ভুয়া ফোনগুলো ফেসবুকসহ বিভিন্ন অনলাইন শপগুলোতে যেমন বিক্রি হচ্ছে, একইভাবে বিক্রি হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন অভিজাত শপিং সেন্টারগুলোতে। তবে এসব অভিযোগ অস্বীকার করে ই-কমার্স সাইটগুলো বলছে, কোনো ধরনের ভুয়া ফোন যাতে তাদের প্ল্যাটফর্মে না ঢুকতে পারে, সে বিষয়ে তারা সবসময় সচেতন থাকেন। ই-কমার্স সাইট বাগডুম.কমের অ্যাসিস্ট্যান্ট বিজনেস ডেভলপার বলেন, মোবাইল কোম্পানিগুলোর সাথে সরাসরি চুক্তির ভিত্তিতে বাগডুম মোবাইল বিক্রি করে। কোনো ধরনের ভুয়া ফোন গ্রাহক প্রমাণ করতে পারলে, বাগডুম তার পূর্ণ দায়িত্ব নিতে রাজি আছে। বিস্তারিত এখানে
  • সম্প্রতি সফটব্যাংক ভারতীয় ই-কমার্স প্রতিষ্ঠান ফ্লিপকার্টে বিশাল অংকের বিনিয়োগ ঘোষনা করেছে। ধারণা করা হচ্ছে বিনিয়োগের পরিমান প্রায় ২.৫ বিলিয়ন ডলার। এর ফলে সফটব্যাংকই এখন ফ্লিপকার্টের সবচেয়ে বড় শেয়ারহোল্ডারে পরিনত হলো। যে কোন ভারতীয় টেক কোম্পানির জন্য এটিই সবচেয়ে বড় প্রাইভেট বিনিয়োগ। ফ্লিপকার্টের দুই প্রতিষ্ঠাতা বিনি এবং শচীন এই বিনিয়োগ চুক্তিকে ফ্লিপকার্ট এবং ভারতের জন্য ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন। বিস্তারতিত টেকইনএশিয়ার প্রতিবেদনে
  • দিন দশেক আগে বিল গেটসকে হটিয়ে কয়েক ঘণ্টার জন্য বিশ্বের শীর্ষ ধনী হয়েছিলেন জেফ বেজোস। তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান আমাজনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী। বিশ্লেষকেরা বলছেন, কয়েক বছর ধরে যে হারে জেফ বেজোসের সম্পদ বেড়েছে তাতে ভবিষ্যতে স্থায়ীভাবে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির মর্যাদা তাঁর দখলেই থাকবে। স্বাভাবিকভাবে বেজোসের সম্পদ, ব্যক্তিজীবন, ব্যবসায়িক উদ্যোগ, মানবকল্যাণে উদ্যোগ—সবকিছু নিয়ে বিশ্ব গণমাধ্যম ও সাধারণ মানুষের বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। সম্প্রতি প্রথম আলোতে প্রকাশিত জেফ বেজোসের উপর বিস্তারিত প্রতিবেদন পড়ুন এখানে
  • কুরবানীর ঈদকে সামনে রেখে আগস্ট মাস জুড়ে ঢাকার বিভিন্ন এলাকায় চলছে ছোট বড় অনলাইন প্রতিষ্ঠানের পোশাক এবং ফ্যাশন সামগ্রী পণ্য নিয়ে মেলা, প্রদর্শনী এবং ইভেন্ট। ঢাকা শহরজুড়ে চলমান এই ধরণের ইভেন্টগুলোর খোঁজ জানুন এখানে
  • শুরু হয়েছে যে কোন ব্যবসার ট্রেড লাইসেন্স নবায়ন করার সময়। ট্রেড লাইসেন্স এর মেয়াদ জুলাই মাসের ১ তারিখ থেকে শুরু হয়ে পরের বছরের জুন মাসের ৩১ তারিখ শেষ হয়। তাই জুলাই মাসের ১ তারিখ থেকে সেপ্টেম্বরের ৩০ তারিখের মধ্যে নবায়ন ফি দিয়ে আপনাকে লাইসেন্স নবায়ন করে নিতে হবে। ই-কমার্স ব্যবসায়ীদেরও এই সময়ের মধ্যে ট্রেড লাইসেন্স নবায়ন করতে হবে। ট্রেড লাইসেন্স এর বিস্তারিত এবং কিভাবে নবায়ন করবেন জানতে পড়ুন এই ব্লগ আর্টিকেলটি।

এই ছিল গেল সপ্তাহের ই-কমার্সের হালচাল। আগামী শুক্রবার নতুন সপ্তাহের খবরাখবর নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আর আপনাদের নিজেদের কোন অনলাইন শপের ইভেন্ট নিউজ বা কোন চালু অফার থাকলে তা আমাদের কে জানাতে পারেন এখানে। সবার ছুটি আনন্দে কাটুক।

(Visited 186 times, 1 visits today)
0

Comments