দেশ-বিদেশের ইকমার্স খবরাখবর সম্বলিত সাপ্তাহিক আয়োজন স্টোরিয়া ইকমার্স ডাইজেস্ট। ইকমার্সের আলোচিত খবর, পত্রিকার লিংক, ইভেন্টের লিংক, সাক্ষাৎকার এখন পাবেন এক জায়গাতেই। চলুন এবার দেখে নেই এক নজরে গত ৭ দিনে ঘটে যাওয়া এবং আসছে সপ্তাহের ইকমার্সের হালচাল।

আলোচিত ইকমার্স খবরঃ

  • মোবাইলফোন অপারেটর বাংলালিংক বাংলালিংক ই-শপ নামে একটি ই-কমার্স সাইট চালু করেছে। এই সাইট থেকে ব্যান্ডল অফারসহ হ্যান্ডসেট ক্রয়, পছন্দের ডাটা প্যাক কেনা, পছন্দের নম্বর ক্রয়, রিচার্জ করা, একসেসরিজ ক্রয়সহ আরও অনেক ধরনের সেবা পাওয়া যাবে। বাংলালিংকের হেড অব ই-বিজনেস রাশেদ মোসলেম বলেন, বাংলালিংক ই-শপ বাংলালিংক জন্য ডিজিটালাইজেশনের দিকে আরও একটি দৃঢ় পদক্ষেপ। সরবরাহ ও অবকাঠামোগত সাহায্যের মাধ্যমে বাংলাদেশে ই-কমার্স শিল্পকে তুলে ধরা আমাদের লক্ষ্য। খবরে বিস্তারিত।
  • চেইন সুপার শপ স্বপ্নের গ্রাহকদের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও পণ্য কেনা সহজ-সাশ্রয়ী করতে একটি কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড বাজারে এনেছে প্রযুক্তিভিত্তিক লেনদেন সেবা প্রদানকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান মাস্টারকার্ড। বৃহস্পতিবার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠান থেকে ইবিএলের সহযোগিতায় ‘টাইটানিয়াম গ্রোসারি ক্রেডিট কার্ড’ নামে এই কো-ব্র্যান্ডেড কার্ড চালুর ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি ‘কিকশা’ ও ‘প্রিয়শপে’ অনলাইন শপিং-এ দেড় হাজার টাকার ই-কমার্স ডিসকাউন্ট কুপন পাবেন এই কার্ড ব্যবহারকারীরা। বিস্তারিত দেখুন খবরে
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর এক টুইটে বহুল জনপ্রিয় ই-কমার্স সাইট অ্যামাজন ডট কম হারালো ৫৭০ কোটি ডলার। গত বুধবার টুইটারে অ্যামাজন ডটকমের সমালোচনা করে এক টুইট করেন ট্রাম্প। অ্যামাজন করদাতা খুচরা বিক্রেতাদের ক্ষতি করছেন—টুইটে এটা বলার পরই শেয়ারের মূল্য কমতে শুরু করে অ্যামাজনের। ট্রাম্পের এ মন্তব্যের দুই ঘণ্টার মধ্যে প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য কমে যায় ১.২ শতাংশ। একপর্যায়ে সামগ্রিকভাবে প্রতিষ্ঠানটি শেয়ারবাজার থেকে হারায় ৫৭০ কোটি ডলার। অবশ্য ট্রাম্পের টুইটের প্রতিবাদ জানিয়েছে অ্যামাজন। বিশ্বের সেরা এই ই-কমার্স সাইটের পক্ষ থেকে বলা হয়েছে, এই প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রজুড়ে গ্রাহক চাহিদা মেটাতে ৫০ হাজারের বেশি চাকরি সৃষ্টি করেছে। বিস্তারিত প্রথম আলোর খবরে
  • ইন্দোনেশিয়ার জনপ্রিয় ই-কমার্স মার্কেটপ্লেস টকোপিডিয়ায় বিনিয়োগ করলো চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবা। টেকটিউন্সের খবরে জানা গেছে আলিবাবা প্রতিষ্ঠানটিতে ১.১ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। ইতিপূর্বে ২০১৪ এ টকোপিডিয়া সফটব্যাংক থেকেও ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ নিয়েছে। বিস্তারিত পড়ুন এখানে
  • ঈদ উপলক্ষে আবারো শুরু হয়েছে জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস আজকের ডিল এর ‘ক্যাশ ব্যাক উৎসব’। চলবে ২৫ আগস্ট পর্যন্ত। আজকের ডিল এ ২০,০০০ ঈদ পণ্যর উপর থাকছে ৫০% পর্যন্ত ক্যাশব্যাক অফার! ভিজিট করতে হবে এখানে
  • ১৯ ও ২০ আগস্ট সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে দেশের অন্যতম মার্কেটপ্লেস বাগডুম ঈদ ফিয়েস্তা মেলা। মেলা চলবে সরাসরি বাগডুম অফিসে।পারফিউম, ঘড়ি, কসমেটিকস, শাড়ি, টপস্, ট্রিমার, টি-শার্ট ব্যাগ সহ ১০০০এর উপর  প্রোডাক্টের সাথে থাকবে আকর্ষণীয় ডিস্কাউন্ট। বিস্তারিত বাগডুমের ফেসবুক ইভেন্টে
  • কুরবানীর ঈদকে সামনে রেখে আগস্ট মাস জুড়ে ঢাকার বিভিন্ন এলাকায় চলছে ছোট বড় অনলাইন প্রতিষ্ঠানের পোশাক এবং ফ্যাশন সামগ্রী পণ্য নিয়ে মেলা, প্রদর্শনী এবং ইভেন্ট। ঢাকা শহরজুড়ে চলমান এই ধরণের ইভেন্টগুলোর খোঁজ জানুন এখানে
  • শুরু হয়েছে যে কোন ব্যবসার ট্রেড লাইসেন্স নবায়ন করার সময়। ট্রেড লাইসেন্স এর মেয়াদ জুলাই মাসের ১ তারিখ থেকে শুরু হয়ে পরের বছরের জুন মাসের ৩১ তারিখ শেষ হয়। তাই জুলাই মাসের ১ তারিখ থেকে সেপ্টেম্বরের ৩০ তারিখের মধ্যে নবায়ন ফি দিয়ে আপনাকে লাইসেন্স নবায়ন করে নিতে হবে। ই-কমার্স ব্যবসায়ীদেরও এই সময়ের মধ্যে ট্রেড লাইসেন্স নবায়ন করতে হবে। ট্রেড লাইসেন্স এর বিস্তারিত এবং কিভাবে নবায়ন করবেন জানতে পড়ুন এই ব্লগ আর্টিকেলটি।

এই ছিল গেল সপ্তাহের ই-কমার্সের হালচাল। আগামী শুক্রবার নতুন সপ্তাহের খবরাখবর নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আর আপনাদের নিজেদের কোন অনলাইন শপের ইভেন্ট নিউজ বা কোন চালু অফার থাকলে তা আমাদের কে জানাতে পারেন এখানে। সবার ছুটি আনন্দে কাটুক।

(Visited 156 times, 1 visits today)
0

Comments