সপ্তাহজুড়ে কি ব্লগ কি ফেসবুক, কি ওয়েবসাইট সব জায়গা জুড়েই আছে ইকমার্স আলোচনায়। স্টোরিয়া থেকে প্রতি সপ্তাহে আমাদের চেষ্টা থাকবে সব আলোচিত খবর, পত্রিকার লিংক, ইভেন্টের লিংক, সাক্ষাৎকার এক জায়গায় নিয়ে আসতে। এ সপ্তাহের আয়োজনে থাকছে মার্চ এর ১০ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত চলা উল্লেখযোগ্য ঘটনাবলী ও ইভেন্টের খবরাখবর।

সপ্তাহের আলোচিত ইকমার্স খবর

  • ই-কমার্স খাতের প্রতিনিধি হিসেবে শীর্ষ ব্যবসায়ী সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) এর পরিচালক পদে নির্বাচন করবেন শমী কায়সার।ই-কমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ই-ক্যাব) এফবিসিসিআইয়ের ২০১৭-২০১৯ সেশনের নির্বাচনে অংশগ্রহণ করতে শমী কায়সারকে এই মনোনয়ন দিয়েছে। সম্প্রতি সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয় ।খাতটি হতে দেশের শীর্ষ ব্যবসায়ী পর্ষদে এই প্রথম কোনো প্রতিনিধি নির্বাচন করবেন। খবরটির বিস্তারিত পাবেন এই লিংকে
  •  বিশ্বখ্যাত পেমেন্ট গেটওয়ে প্রোভাইডার VISA র সাথে চুক্তি স্বাক্ষর করেছে ইকমার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ(ইক্যাব)। বাংলাদেশের ইকমার্স খাতে ইলেক্ট্রনিক পেমেন্ট কে উৎসাহিত করতে এই উদ্যোগ নিঃসন্দেহে সুফল বয়ে আনবে সব ধরনের ইকমার্স উদ্যোক্তাদের জন্যে। খবরটির বিস্তারিত পাবেন এই লিংকে
  • ফেইসবুক অ্যাকাউন্ট খুলতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা পাসপোর্ট প্রদর্শন বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পুলিশ।সোশ্যাল মিডিয়ায় অপরাধমূলক কার্যক্রম ঠেকাতে ফেইসবুকের সহায়তা চেয়েছে এটিসহ কিছু অনুরোধ করেছে পুলিশ।সাইবার অপরাধ তদন্তে সহায়তা, জঙ্গি প্রোপাগান্ডা, নারী নির্যাতন এবং ধর্মীয় উস্কানিমূলক প্রচারণা পুলিশকে জানানোর বিষয়ও রয়েছে প্রস্তাবে।ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে তিন দিনব্যাপী চিফস অব পুলিশ কনফারেন্সের দ্বিতীয় দিনে সোমবার ফেইসবুকের সেইফটি ম্যানেজার বিক্রম লাংগেহ’র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করে পুলিশ। বৈঠকে এসব প্রস্তাব দেয়া হয়। দেশের ইকমার্স খ্যাত যেহেতু বিশাল অংশে ফেসবুক নির্ভর তাই এর প্রভাব ইকমার্স খাতে পড়বে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। বিস্তারিত পড়ে নিন এই লিংক থেকে

    তবে শেষ খবরে জানা গেছে ফেসবুক বাংলাদেশ পুলিশের এই আহবান অস্বীকার করেছে। এই ধরনের চুক্তি তাদের পলিসির পরিপন্থী বলে তারা এই ধরনের কোন চুক্তি বাংলাদেশ পুলিশের সাথে করবেনা বলে জানিয়ে দিয়েছে। এই প্রসঙ্গে পুলিশের আইজিপির বক্তব্য শুনুন এই লিংকে

  • অনলাইন কেনাকাটায় সাধারণ মানুষকে আরও বেশি সংযুক্ত করতে প্রিয়শপ ডটকম আয়োজন করেছিল ‘শপ অ্যান্ড উইন’ ক্যাম্পেইন। ওই ক্যাম্পেইনে বিজয়ীদের পুরস্কার তুলে দিয়েছে প্রতিষ্ঠানটি। এই অফারের বিস্তারিত পাবেন এখানে

চলছে মাসজুড়ে ইভেন্ট

  • রাজধানীতে ‘ফেইসবুক মার্কেটিং সামিট-২০১৭’ আয়োজন করছে ওনিয়ন টাইগার লিমিটেড। আগামী ২৫ মার্চ রাজধানীর ইএমকে সেন্টারে দিনব্যাপী সম্মেলনটি অনুষ্ঠিত হবে।আয়োজনের রিসার্চ পার্টনার হিসেবে থাকছে সেন্টার ফর ই-কমার্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট (সার্ড)।সামিটটি সেদিন সকাল ৯টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।সামিটে ফেইসবুক ব্যবহার করে পণ্য ও সেবার বিপণন বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ের অভিজ্ঞরা কথা বলবেন। মোট ছয়টি সেশনে এই সামিট হবে। ইভেন্টের বিস্তারিত পাবেন ফেসবুকের এই লিংকে
  • সারা দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অংশগ্রহণে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী জাতীয় এসএমই মেলা-২০১৭। মার্চ ১৫ তারিখ থেকে রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা শুরু হবে। শিল্প মন্ত্রণালয়ের অধীন ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন পঞ্চমবারের মতো এ মেলার আয়োজন করেছে।
    আয়োজকেরা জানিয়েছেন, পাঁচ দিনের এ মেলায় সারা দেশের ২০০ এসএমই প্রতিষ্ঠানের ২১৬টি স্টল থাকবে। এসব স্টলে উদ্যোক্তাদের নিজেদের তৈরি দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রি হবে। ইভেন্টের বিস্তারিত পাবেন এই লিংকে
  • অস্থির সব ডিল নিয়ে চলছে daraz.com.bd এর ফ্ল্যাশ সেল উইক। চলবে ১৮ মার্চ পর্যন্ত। চোখ রাখুন এই লিংকে
  • বৈশাখকে সামনে রেখে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মেয়ে নেটওয়ার্ক’ আয়োজিত দেশি উদ্যোগের মেলা “রাঙতা”। প্রাণের টানে শখ ও স্বাতন্ত্র‍্যকে পুঁজি করে ২০১৩-তে রাঙতার পথচলা শুরু। চার বছরে তার কলেবর বাড়লেও মূল সুরটি রয়ে গেছে আগের মতোই। বরাবরের মতো এবারও মেলাতে অংশগ্রহণ করছেন মেয়ে নেটওয়ার্কের উদ্যোক্তা শাখা “হুটহাট”-এর উদ্যোক্তারা। সেই সাথে যোগ দিয়েছেন হুটহাটের বাইরে থেকে অল্প কিছু সমমনা উদ্যোগও। মেয়ের নিজস্ব স্টলসহ মোট ২২টি স্টলে থাকছে গাছপালা, নতুন-পুরাতন বই, হরেক রকম খাবার, দেশীয় তাঁতের শাড়ি, হাতে বানানো গয়না, পেপারক্রাফট, রংতুলিতে আঁকা পোশাক, নির্ভরযোগ্য কসমেটিকস, আদিবাসীদের নিজস্ব খাবার আর পোশাক, দেশি জামদানি আর কাতান, নিজস্ব নকশার হরেক পদের পোশাক আর চামড়াজাত পণ্য।ধানমন্ডির মাইডাস সেন্টারে ২৪ এবং ২৫ মার্চ দুইদিন সকাল ১১ টা থেকে রাত ১১ পর্যন্ত চলবে মেলা। ইভেন্টের বিস্তারিত পাবেন ফেসবুকের ইভেন্ট লিংকে। 
  • ৫০-৮০% পর্যন্ত ছাড়! শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ফেসবুক লাইভের মাধ্যমে ক্রেতাদের কাছে আকর্ষণীয় সব প্রোডাক্ট নিয়ে হাজির হচ্ছে দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস আজকের ডিল। সন্ধ্যা ৭.০০ টা থেকে রাত ১০.০০ টা পর্যন্ত চলবে ‘লাইভ শপিং’ এই অনুষ্ঠান টি। চোখ রাখুন আজকের ডিল এর ফেসবুক ফ্যান পেজে!

সব মিলিয়ে এই ছিল চলতি সপ্তাহের হালচাল।  আগামী সপ্তাহে আরও আরও আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হবো এই আশাই রাখছি। আর আপনাদের নিজেদের কোন অনলাইন শপের কোন চালু অফার থাকলে তা আমাদের কে জানাতে পারেন। আমরা আমাদের সাপ্তাহিক আয়োজনে সেই অফারগুলোকে উল্লেখ করে দিবো। সবার ছুটি আনন্দে কাটুক।

(Visited 186 times, 1 visits today)
1

Comments