* জমে উঠেছে অনলাইনে কুরবানীর পশুর কেনাবেচা * ই-কমার্স প্লাটফর্ম ‘কী দরকার’ বন্ধ করে দিয়েছে গ্রামীণফোন * ই-কমার্সের উন্নয়নে মোবাইল ফোন অপারেটরগুলোর সহায়ক ভূমিকা পালনে ই-ক্যাব ও অ্যাটটবের মধ্যে সমঝোতা

দেশ-বিদেশের ইকমার্স খবরাখবর সম্বলিত সাপ্তাহিক আয়োজন স্টোরিয়া ইকমার্স ডাইজেস্ট। ইকমার্সের আলোচিত খবর, পত্রিকার লিংক, ইভেন্টের লিংক, সাক্ষাৎকার এখন পাবেন এক জায়গাতেই। চলুন এবার দেখে নেই এক নজরে গত ৭ দিনে ঘটে যাওয়া এবং আসছে সপ্তাহের ইকমার্সের হালচাল।

আলোচিত ইকমার্স খবরঃ

  • গত ১৯ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে ই-ক্যাব এবং এটুআই এর আয়োজনে Expanding e-commerce in Rural Area শীর্ষক একটি অনুষ্ঠান পরিচালিত হয়। গ্রাম পর্যায়ে ই-কমার্সকে ছড়িয়ে দেবার ব্যপারে বিভিন্ন আইডিয়া এবং সেগুলোর বাস্তবায়নের ব্যাপারে অংশগ্রহনকারীরা আলোচনা করেন। এই আয়োজন নিয়ে ই-ক্যাব প্রেসিডেন্ট রাজিব আহমেদের পোস্ট
  • ই-কমার্সের উন্নয়নে মোবাইল ফোন অপারেটরগুলোর সহায়ক ভূমিকা পালনে দুই খাতের সংগঠন ই-ক্যাব ও অ্যাটটবের মধ্যে সমঝোতা হয়েছে। রাজধানীর গুলশানে অ্যামটব সচিবালয়ে বৃহস্পতিবার এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ই-ক্যাব সভাপতি রাজিব আহমেদ এবং অ্যামটব মহাসচিব টি আই এম নূরুল কবীর নিজ নিজ সংগঠনের পক্ষে এতে স্বাক্ষর করেন। বিস্তারিত টেকশহরের খবরে
  • রাজধানীতে কোরবানির হাটে এখনো পুরোদমে পশু কেনাবেচা শুরু না হলেও ইতোমধ্যে জমে উঠেছে অনলাইন কোরবানির হাট। অনলাইনে কোরবানির পশু বিক্রির সাথে জড়িতরা বলেছেন, প্রতি বছরই অনলাইনে কোরবানির পশু বিক্রির সংখ্যা বাড়ছে। যারা হাটে গিয়ে দরদাম করে কোরবানির পশু কেনার ঝক্কিঝামেলা পোহাতে চান না তারা অনলাইনে কেনেন। এছাড়া প্রবাসীরাও এখন অনলাইনে পশু কেনার দিকে ঝুঁকছেন। অনলাইনে কোরবানির পশু বিক্রি করছে সাদেক এগ্রো, আমারদেশ ই-শপ, বিক্রয় ডট কম, বেঙ্গল মিট, অথবা ডট কম সহ আরো কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠান। এ নিয়ে দুটি প্রতিবেদন পড়ুন ইত্তেফাকে এবং ঢাকা ট্রিবিউনে। অনলাইনে কুরবানীর পশু বিক্রির খবর নিয়ে মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিবেদন দেখুন এখানে
  • কয়েক বছর আগে থেকেই অনলাইনে কোরবানির গবাদিপশু বিক্রি চোখে পড়ার মতোই বেড়েছে এবং ক্রেতা সাধারণের আস্থার জায়গা করে নিয়েছে মাংস উৎপাদনকারী প্রতিষ্ঠান বেঙ্গল মিট। এবার দেশে অনেকটা প্রথম হিসেবে অনলাইনে কেনা পশু কোরবানি করে দেবে বেঙ্গল মিট। ‘কোরবানির ফুল সার্ভিস’ নামের একটি সেবায় এবার প্রতিষ্ঠানটি কোরবানি দিয়ে প্রক্রিয়াজাত করে মাংস বাসায় পৌঁছে দেবে বেঙ্গল মিট। বিস্তারিত পড়ুন টেকশহরে
  • প্রাণ আর এফ এল এর সহযোগী অনলাইন প্রতিষ্ঠান অথবা ডট কম নিয়ে এসেছে ঈদ উপলক্ষ্যে ‘কুরবানীর কাট কাট অফার’ যেখানে পাওয়া যাবে ছুড়ি, চাকু, চাপাতি থেকে শুরু করে কুরবানীর জন্য প্রয়োজনীয় সকল উপকরণ। পাওয়া যাবে সর্বোচ্চ ৫১% পর্যন্ত ছাড়। ১০ আগস্ট থেকে শুরু হওয়া অফারগুলো চলবে ২৭ আগস্ট পর্যন্ত। ভিজিট করতে হবে এখানে
  • প্রতিষ্ঠার তিন বছর পূর্তি উপলক্ষ্যে ফ্রি হোম ডেলিভারিসহ পণ্য কেনাকাটায় ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে দেশের অন্যতম অনলাইন মার্কেটপ্লেস দারাজ ডট কম। ২০ থেকে ২৬ আগস্ট পর্যন্ত প্রায় এক লাখ পণ্যে এ ছাড় দেওয়া হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় প্রতিষ্ঠানটি। এছাড়াও সীমিত স্টকে মাত্র ৩ টাকায় দেওয়া হবে ইউনিলিভার ‘পিওর ইট’, ফিজেট স্পিনার, ছেলেদের ঘড়ি, ক্যাম্পিং গিয়ার ট্রিমার পণ্য। দেখুন এখানে
  • ক্রেতারা এখন থেকে প্রাণ এর ফ্রুট ড্রিংক, বেকারি, কার্বনেটেড বেভারেজ, মসলা, কনফেকশনারী, বিস্কুট, চিপস এবং ডেইরিসহ বিভিন্ন পণ্য অনলাইন মার্কেটপ্লেস দারাজ থেকে কিনতে পারবেন। এ লক্ষ্যে দারাজ বাংলাদেশ লিমিটেডের বনানীস্থ ঢাকা হেড অফিসে প্রাণ ফুডস লিমিটেড ও দারাজ বাংলাদেশের মধ্যে সম্প্রতি এক চুক্তিস্বাক্ষরিত হয়। বিস্তারিত এখানে
  • ই-কমার্স প্লাটফর্ম ‘কী দরকার’ বন্ধ করে দিয়েছে গ্রামীণফোন। স্থানীয় ই-কমার্স উদ্যোক্তাদের পণ্যের ব্যাপক প্রসারের উদ্দেশ্য নিয়ে চালু করা এই উদ্যোগের ডোমেইন নেইম এখন বিক্রির জন্য উম্মুক্ত রয়েছে। ২০১৬ সালের মাঝামাঝি সময়ে চালু করা এই প্লাটফর্মে শতাধিক ই-কমার্স উদ্যোগ যুক্ত হয়েছিল। অপারেটরটির ডিজিটাল সেবা সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নিজেদের সরাসরি ই-কমার্স ব্যবসা জিপি শপের দিকে মনযোগ ও প্রসার বাড়াতেই ওই প্লাটফর্মটি বন্ধ করে দেয়া হয়েছে। টেকশহরের খবরে বিস্তারিত পড়ুন।
  • বাংলাদেশে অনলাইনে কেনাবেচা দ্রুত এগিয়ে যাচ্ছে। প্রতিদিনই অনলাইন প্লাটফর্মে যুক্ত হচ্ছেন তরুণ উদ্যোক্তা এবং রিটেইল বিজনেসগুলো। বিনিয়োগ এবং অবকাঠামোগত কিছু সমস্যা থাকলেও এই খাতে বাড়ছে লেনদেনের পরিমান, বাড়ছে কর্মসংস্থান। বাংলাদেশের ই-কমার্স নিয়ে তথ্যভিত্তিক একটি প্রতিবেদন করে ইংরেজী পত্রিকা ইন্ডেপেন্ডেন্ট। পড়ুন এখানে
  • কুরবানীর ঈদকে সামনে রেখে আগস্ট মাস জুড়ে ঢাকার বিভিন্ন এলাকায় চলছে ছোট বড় অনলাইন প্রতিষ্ঠানের পোশাক এবং ফ্যাশন সামগ্রী পণ্য নিয়ে মেলা, প্রদর্শনী এবং ইভেন্ট। ঢাকা শহরজুড়ে চলমান এই ধরণের ইভেন্টগুলোর খোঁজ জানুন এখানে
  • শুরু হয়েছে যে কোন ব্যবসার ট্রেড লাইসেন্স নবায়ন করার সময়। ট্রেড লাইসেন্স এর মেয়াদ জুলাই মাসের ১ তারিখ থেকে শুরু হয়ে পরের বছরের জুন মাসের ৩১ তারিখ শেষ হয়। তাই জুলাই মাসের ১ তারিখ থেকে সেপ্টেম্বরের ৩০ তারিখের মধ্যে নবায়ন ফি দিয়ে আপনাকে লাইসেন্স নবায়ন করে নিতে হবে। ই-কমার্স ব্যবসায়ীদেরও এই সময়ের মধ্যে ট্রেড লাইসেন্স নবায়ন করতে হবে। ট্রেড লাইসেন্স এর বিস্তারিত এবং কিভাবে নবায়ন করবেন জানতে পড়ুন এই ব্লগ আর্টিকেলটি।

এই ছিল গেল সপ্তাহের ই-কমার্সের হালচাল। আগামী শুক্রবার নতুন সপ্তাহের খবরাখবর নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আর আপনাদের নিজেদের কোন অনলাইন শপের ইভেন্ট নিউজ বা কোন চালু অফার থাকলে তা আমাদের কে জানাতে পারেন এখানে। সবার ছুটি আনন্দে কাটুক।

(Visited 197 times, 1 visits today)
0

Comments