* বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে পেপালের কার্যক্রম শুরু ১৯ অক্টোবর  * স্টোরিয়ায় যুক্ত হলো পণ্য ডেলিভারির ব্যবস্থা * দেশে এবং বিদেশে অনলাইন কেনাকাটায় প্রতারণার খবর *

দেশ-বিদেশের ই-কমার্স খবরাখবর সম্বলিত সাপ্তাহিক আয়োজন স্টোরিয়া ই-কমার্স ডাইজেস্ট। ই-কমার্সের আলোচিত খবর, পত্রিকার লিংক, ইভেন্টের লিংক, সাক্ষাৎকার এখন পাবেন এক জায়গাতেই। চলুন এবার দেখে নেই এক নজরে গত ৭ দিনে ঘটে যাওয়া এবং আসছে সপ্তাহের ই-কমার্সের হালচাল।

আলোচিত ই-কমার্স খবরঃ

  • অর্থ স্থানান্তরের অনলাইন প্ল্যাটফর্ম পেপাল বাংলাদেশে চালু হচ্ছে ১৯ অক্টোবর। বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৭–এর দ্বিতীয় দিন পেপাল সেবা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সোনালী, রূপালী ব্যাংকসহ নয়টি ব্যাংকে পেপাল সেবা পাওয়া যাবে। বেশ কিছুদিন ধরেই পেপাল কর্তৃপক্ষ বাজার যাচাইসহ নানা পরীক্ষা চালিয়েছে। সম্ভাবনাময় বাংলাদেশের কথা ভেবে বাংলাদেশে পুরোপুরি পেপাল সেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। বিস্তারিত প্রথমআলোর খবরে
  • দেশের অনলাইন ব্যবসার প্রচারণার বড় অংশজুড়ে আছে ফেইসবুক। ফেইসবুকের ‘বুস্ট ইওর বিজনেস’ (#BoostYourBusiness) এর আওতায় আগামী ছয় মাসে প্রশিক্ষণের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স (এলআইসিটি) প্রকল্প থেকে তথ্যপ্রযুক্তির ওপর প্রশিক্ষণপ্রাপ্ত ১০ হাজার তরুণ-তরুণী নেওয়া হবে। সোমবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিস্তারিত এখানে
  • গত ১০ অক্টোবর স্পেশালাইজড ই-কমার্স প্লাটফর্ম স্টোরিয়া (www.storrea.com) এবং চালডালের অঙ্গ প্রতিষ্ঠান গো গো বাংলা লজিস্টিক্স (www.gogobangla.com) এর মধ্যে অনলাইনে বিক্রিত পণ্যের ডেলিভারির একটি চুক্তিস্বাক্ষর হয়েছে। এতে স্টোরিয়া প্লাটফর্ম ব্যবহারকারী অনলাইন বিক্রেতারা গো গো বাংলা লজিস্টিক্সের মাধ্যমে পণ্য ডেলিভারির ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবেন। চালডালের বনানী কার্যালয়ে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করেন স্টোরিয়া লিমিটেডের প্রধান নির্বাহী মো. আল আরমান এবং চালডাল লিমিটেডের ডিরেক্টর অব পার্টনারশিপস এইচ ইউ শাহেদ। বিস্তারিত এনটিভির পোর্টালে
  • আগামী ১৯ অক্টোবর ব্যাসিস সফট এক্সপো ২০১৭ তে বাংলাদেশে পেপাল সার্ভিস উন্মুক্ত করা হবে ইতিমধ্যে মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী ঘোষণা দিয়েছেন। তবুও বাংলাদেশে পেপালের সার্ভিস চালু নিয়ে সন্দেহ, তর্ক বিতর্ক চলছেই। ঢাকা ট্রিবিউনের নিউজে প্রকাশ করা হয়েছে পেপাল আপাতত আংশিক কাজ করবে। শুধুমাত্র অর্থ গ্রহণের জন্য কাজ করবে যেন দেশের বাইরে থেকে ফ্রিল্যান্সারদের পেমেন্ট, ই-কমার্স পেমেন্ট বা রেমিটেন্স গ্রহণ করা যায়। তবে পেপাল ব্যবহার করে দেশের বাইরে টাকা পাঠানো বা অনলাইনে কেনাকাটার সুযোগ থাকবেনা। বিস্তারিত পড়ুন এখানে
  • অনলাইন ক্লাসিফাইড সাইট বিক্রয় ডট কমকে ব্যবহার করে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারক চক্রের দুই সক্রিয় সদস্যকে চট্টগ্রামের পাঠানটুলি এলাকা থেকে আটক করেছে পুলিশ। তারা বিক্রয় ডট কমে বিভিন্ন নামে আইডি খুলে বিভিন্ন মোবাইল, ক্যামেরা, ল্যাপটপের ছবির বিজ্ঞাপন দিয়ে অনলাইনের ক্রেতাদের প্রলুব্ধ করে এবং অরিজিনাল পণ্য বিক্রির নামে বিকাশে এবং এসএ পরিবহনে টাকা আদায় করে পুরাতন এবং নকল পণ্য সরবরাহ করে। ই-কমার্স সংশ্লিষ্টদের অভিমত অনলাইনে কেনাকাটায় আরো সচেতনতা প্রয়োজন। বিস্তারিত পড়ুন এখানে
  • এদিকে ভারতের দিল্লিতে ঘটেছে ক্রেতা সেজে প্রতারণার ঘটনা। দিল্লির বাসিন্দা একুশ বছর বয়সী শিবম চোপড়া ভারতে অ্যামাজন থেকে গত এপ্রিল-মে মাসে অনলাইনে মোট ১৬৬টি দামী মোবাইল ফোনে অর্ডার করে সেই ডেলিভারি হওয়া বাক্সগুলো খালি ছিল এই দাবি করে অ্যামাজনের কাছ থেকে সে হাতিয়ে নেয় প্রায় আধা কোটি টাকা। যদিও শেষ রক্ষা হয়নি। অ্যামাজনের অভিযোগের প্রেক্ষিতে দিল্লি পুলিশের কাছে এই সপ্তাহে ধরা পরে সে। চাঞ্চল্যকর এই ঘটনার বিস্তারতি জানুন বিবিসি বাংলার খবরে
  • বৈশ্বিক গবেষণা এবং উন্নয়ন খাতে ১ হাজার ৫০০ কোটি ডলার বিনিয়োগ করবে চীনভিত্তিক ই-কমার্স জায়ান্ট আলিবাবা। আগামী তিন বছরে এ অর্থ বিনিয়োগ করা হবে। পরবর্তী প্রজন্মের প্রযুক্তি উন্নয়ন এবং সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এ বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। আলিবাবা একাডেমি ফর ডিসকোভারি, অ্যাডভেঞ্চার, মোমেন্টাম এবং আউটলুক (ডিএএমও) প্রোগ্রামের আওতায় বিনিয়োগের এ অর্থ ব্যয় করবে। বিস্তারিত পড়ুন বনিকবার্তায়

এই ছিল গেল সপ্তাহের ই-কমার্সের হালচাল। আগামী শুক্রবার নতুন সপ্তাহের খবরাখবর নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আর আপনাদের নিজেদের কোন অনলাইন শপের ইভেন্ট নিউজ বা কোন চালু অফার থাকলে তা আমাদের কে জানাতে পারেন এখানে। সবার ছুটি আনন্দে কাটুক।

(Visited 242 times, 1 visits today)
0

Comments