* ফেসবুকের নিউজফিডে পরিবর্তনের ইঙ্গিত, ফেসবুকের উপর নির্ভরশীল ব্যবসাপ্রতিষ্ঠানগুলো আতঙ্কে  * ৬ষ্ঠ জাতীয় এসএমই মেলা ২০১৮র ঘোষণা * চলছে আজকেরডিলের ক্যাশব্যাক উৎসব * টেক জায়ান্ট অ্যামাজনের বেশকিছু খবরের আপডেট * 

দেশ-বিদেশের ই-কমার্স খবরাখবর সম্বলিত সাপ্তাহিক আয়োজন স্টোরিয়া ই-কমার্স ডাইজেস্ট। ই-কমার্সের আলোচিত খবর, পত্রিকার লিংক, ইভেন্টের লিংক, সাক্ষাৎকার এখন পাবেন এক জায়গাতেই। চলুন এবার দেখে নেই এক নজরে গত ৭ দিনে ঘটে যাওয়া এবং আসছে সপ্তাহের ই-কমার্সের হালচাল।

আলোচিত ই-কমার্স খবরঃ

  • বিনা পয়সায় কোনো কিছু সরাসরি আর প্রচার না করার ইঙ্গিত দিয়েছে ফেসবুক। যাঁরা ফেসবুকে পেজ তৈরি করে বিভিন্ন স্টোরি বা খবর প্রচার করেন, সেসব পোস্ট পৃথকভাবে এক্সপ্লোর ফিডে থাকবে। তবে এক্সপ্লোর ফিডগুলো নিউজফিডে দেখাবে না এমনটাই চিন্তা করছে ফেসবুক কর্তৃপক্ষ। প্রক্রিয়াটি ছয়টি দেশে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। পেজের বিভিন্ন স্টোরি মূল ফিড থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি বড় ধরনের পরিবর্তন। পেজ পোস্টগুলো এক্সপ্লোর ফিডে সরিয়ে দেওয়ায় প্রকাশকদের পোস্টের ‘অর্গানিক রিচ’ দুই তৃতীয়াংশ কমে গেছে। বিষয়টি নিয়ে ফেসবুকের ওপর নির্ভরশীল অনেক প্রতিষ্ঠান আতঙ্কে রয়েছে। বিস্তারিত পড়ুন প্রথম আলোর খবরে
  • ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং স্থানীয় এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের উদ্যেশ্যে এসএমই ফাউন্ডেশন আয়োজন করতে যাচ্ছে ‘৬ষ্ঠ জাতীয় এসএমই মেলা ২০১৮’। মেলা অনুষ্ঠিত হবে ১৩-১৭ মার্চ ২০১৮ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। মেলায় অংশগ্রহনে আগ্রহী উদ্যোক্তাদের নির্ধারিত ফর্মের মাধ্যমে আবেদন করার ঘোষণা দেয়া হয়েছে। আবেদনের শেষ সময় ১৫ জানুয়ারি ২০১৮। বিস্তারিত দেখুন এসএমই ফাউন্ডেশনের ফেসবুক পোস্টে
  • আবারো শুরু হলো জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস আজকেরডিল ‘ক্যাশ ব্যাক উৎসব’! গত ২৩ অক্টোবর থেকে শুরু হওয়া এই অফার চলবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত। ২ লক্ষ প্রোডাক্টের উপর বিক্যাশ পেমেন্টে থাকছে ২০-৫০% ক্যাশব্যাক। অফারটি নেয়ার জন্য ভিজিট করতে হবে এখানে
  • ই কমার্স মার্কেটপ্লেস ‘দারাজ’য়ের আয়োজনে ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হল ট্রেসেমি ধামাকা ফ্যাশন শো। ‘দারাজ ফ্যাশন উইক ২০১৭’ উপলক্ষ্যে প্রথমবারের মতো আয়োজিত এই ফ্যাশন শো’র লক্ষ্য ছিল দারাজ থেকে কেনা পণ্য এখন সারা দেশের মানুষ দোরগেড়ায় ডেলিভারি নিতে পারবেন। বিস্তারিত পড়ুন এখানে
  • এই সপ্তাহে ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের বেশকিছু সংবাদ আছে। অ্যামাজন তাদের সাইটে ওয়াইন বিক্রি বন্ধ করার ঘোষণা দিয়েছে। ২০১২ সালে প্রথম ‘অ্যামাজন ওয়াইন’ নামে মার্কেটপ্লেইসে এই পণ্যের বিক্রি শুরু করে প্রতিষ্ঠানটি। চলতি বছরের ৩১ ডিসেম্বর এই সেবা বন্ধ করা হবে। তবে অ্যামাজন ফ্রেশ, প্রাইম নাও এবং হোল ফুডস মার্কেটস থেকে ওয়াইন কেনা চালিয়ে যেতে পারবেন গ্রাহক। বিস্তারিত এখানে
  • দ্বিতীয় প্রধান কার্যালয় বানাতে উত্তর আমেরিকার বিভিন্ন শহর ও অঞ্চল থেকে ২৩৮টি প্রস্তাব পেয়েছে অ্যামাজন। নতুন কার্যালয়টির নির্মাণ ব্যয় বলা হয়েছে ৫০০ কোটি মার্কিন ডলার। শহর থেকে শহরে এবং অঙ্গরাজ্যগুলোতে কর কমাতে এমন উদ্যোগ নিয়েছে অ্যামাজন। এর মাধ্যমে নতুন ৫০ হাজার চাকুরি তৈরি হবে বলেও জানানো হয়। বিস্তারিত জানুন বিডিনিউজ২৪ এর সংবাদে
  • গ্রাহকের বাড়ির সামনের দরজা খুলে ঘরের ভেতর পণ্য সরবরাহ করতে পারবেন অ্যামাজনের সরবরাহকারী ব্যক্তি, এমন সেবা চালু করছে ই-কমার্স জায়ান্ট প্রতিষ্ঠানটি। ‘অ্যামাজন কি’ নামের এই সেবায় পণ্য সরবরাহকারী ব্যক্তি স্মার্টফোন অ্যাপ দিয়ে গ্রাহকের বাড়ির সামনের দরজা খুলতে পারবেন বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। এই সেবার জন্য একটি স্মার্ট লক ও ক্লাউড ক্যাম ক্যামেরা থাকতে হবে গ্রাহকের। সরবরাহকারী পণ্যের বারকোড স্ক্যান করবেন। একবার সেটি অনলাইনে যাচাই হলে ক্যামেরাতে ফুটেজ রেকর্ডিং শুরু হবে এবং সরবরাহকারী ব্যক্তি অ্যাপ দিয়ে দরজা আনলক করতে পারবেন। এ ক্ষেত্রে গ্রাহক সরবরাহ লাইভ দেখার বা সংক্ষিপ্ত ভিডিও দেখার অপশনও বাছাই করতে পারবেন। বিস্তারিত এখানে পড়ুন।
  • তৃতীয় প্রান্তিকে ওয়াল স্ট্রিট বিশ্লেষকদের প্রত্যাশা ছাড়িয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যামাজন। এর ফলে গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য সাত শতাংশের বেশি বেড়ে যায়। সেই সুবাদে একদিনেই অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের পকেটে যোগ হয়েছে ৬২৪ কোটি ডলার। তৃতীয় প্রান্তিকে অ্যামাজনের আয় হয়েছে ৪৩৭০ কোটি ডলার যার মধ্যে শুধু উত্তর আমেরিকাতেই প্রতিষ্ঠানটির আয় হয়েছে ২৫৪০ কোটি ডলার। ২০১৬ সালের তুলনায় এই প্রান্তিকে অ্যামাজনের আয় বেড়েছে ৩৪ শতাংশ। তুর্থ প্রান্তিকে ৫৬০০ থেকে ৬০৫০ কোটি ডলার আয়ের আশা প্রকাশ করেছে অ্যামাজন। বিস্তারিত বিডিনিউজ২৪ এর সংবাদে
  • আমাদের প্রতিবেশি দেশ ভারতের স্টার্ট আপ ইকোসিস্টেমকে তৃতীয় বৃহত্তম ধরা হয়ে থাকে যার মধ্যে বেশিরভাগই ই-কমার্স সংক্রান্ত উদ্যোগ। তবে ৭৭% ভেঞ্চার ক্যাপিটালের জড়িপে ভারতীয় স্টার্ট আপগুলোর মাঝে যতেষ্ঠ নতুনত্বের অভাব রয়েছে প্রযুক্তির ব্যবহার এবং বিজনেস মডেলের ক্ষেত্রে। এবং তাদের আশংকা আগামী ৫ বছরে এগুলোর ৯০ শতাংশ ঝরে যেতে পারে। বাংলাদেশের ই-কমার্স উদ্যোগগুলোর মধ্যেও নতুনত্ব না আসলে একই পরিনতি হতে পারে। ভারতীয় স্টার্ট আপগুলোর উপরে বিশ্লেষণী প্রতিবেদনটি পড়ুন এখানে
  • মার্কেটিং বিষয়ের সফল প্রফেসর হিসেবে পরিচিত প্রফেসর ড. মীজানুর রহমান। সম্প্রতি বিজনেস নিউজ পোর্টাল অর্থসূচকের মুখোমুখি হয়েছিলেন তিনি। কথা বলেছেন মার্কেটিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে। তার সাক্ষাতকারে রয়েছে উদ্যোক্তাদের মার্কেটিং তথা ব্যবসা জানার এবং শেখার অনেক উপাদান। বিস্তারিত পড়ুন এখানে

এই ছিল গেল সপ্তাহের ই-কমার্সের হালচাল। আগামী শুক্রবার নতুন সপ্তাহের খবরাখবর নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আর আপনাদের নিজেদের কোন অনলাইন শপের ইভেন্ট নিউজ বা কোন চালু অফার থাকলে তা আমাদের কে জানাতে পারেন এখানে। সবার ছুটি আনন্দে কাটুক।

(Visited 210 times, 1 visits today)
0

Comments