* ই-কমার্স ক্যাটাগরিতে ‘সাউথ এশিয়ান বিজনেস অ্যাওয়ার্ড’ পেল আজকেরডিল  * আন্তঃব্যাংক ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফারের উদ্বোধন, ই-কমার্স খাতে সুফল পাওয়ার আশা * বিশ্বের শীর্ষ ধনী এখন অ্যামাজনের জেফ বেজোস  * ইবে কিনলো ভারতীয় ই-কমার্স প্রতিষ্ঠান ফ্লিপকার্টের শেয়ার * 

দেশ-বিদেশের ই-কমার্স খবরাখবর সম্বলিত সাপ্তাহিক আয়োজন স্টোরিয়া ই-কমার্স ডাইজেস্ট। ই-কমার্সের আলোচিত খবর, পত্রিকার লিংক, ইভেন্টের লিংক, সাক্ষাৎকার এখন পাবেন এক জায়গাতেই। চলুন এবার দেখে নেই এক নজরে গত ৭ দিনে ঘটে যাওয়া এবং আসছে সপ্তাহের ই-কমার্সের হালচাল।

আলোচিত ই-কমার্স খবরঃ 

  • ই-কমার্স মার্কেটপ্লেস আজকেরডিল ডট কম ‘সাউথ এশিয়ান বিজনেস অ্যাওয়ার্ড’ পেয়েছে। গত ২৯ অক্টোবর সাউথ এশিয়ান পার্টনারশিপ সামিট ও ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেসের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার ঘোষণা ও প্রদান করা হয়। ই-কমার্স ক্যাটাগরিতে ‘বেস্ট ই-কমার্স সাইট ইন বাংলাদেশ’ হিসেবে ঘোষিত হয় আজকেরডিলের নাম। বিস্তারিত টেকশহরের খবরে
  • গত ২৮ অক্টোবর ২০১৭ বাংলাদেশ ই-কমার্স এসোসিয়েশন (ই-ক্যাব) ফেসবুক গ্রুপের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এসোসিয়েশনের এবং গ্রুপের সদস্যদের পক্ষ থেকে কেক কেটে উদযাপন করা হয়। মেম্বার এবং নন মেম্বারদের উপস্থিতে দিনটিকে জমজমাট ভাবে পালন করা হয়। উল্লেক্ষ্য ই-ক্যাবের ফেসবুক গ্রুপে ১ লক্ষ ৩০ হাজারের অধিক মেম্বার আছে এবং এটি ই-কমার্স ব্যবসা সংক্রান্ত সবচেয়ে জনপ্রিয় গ্রুপ। বিস্তারিত এখানে
  • আবারো শুরু হলো জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস আজকেরডিল ‘ক্যাশ ব্যাক উৎসব’! গত ২৩ অক্টোবর থেকে শুরু হওয়া এই অফার চলবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত। ২ লক্ষ প্রোডাক্টের উপর বিক্যাশ পেমেন্টে থাকছে ২০-৫০% ক্যাশব্যাক। অফারটি নেয়ার জন্য ভিজিট করতে হবে এখানে
  • ডিসকাউন্টের খবর জানাতে যাত্রা শুরু করলো ডিসকাউন্ট প্ল্যাটফর্ম অফারএইজ ডট কম। সেখানে দেশের বিভিন্ন অনলাইন শপ, জনপ্রিয় ব্র্যান্ড, রেস্তোরাঁ, হোটেল, বিউটিশপ, বিনোদনকেন্দ্রগুলোর ছাড়ের খবর জানা যাবে। অনলাইনে কেনাকাটার সময় গেট কোড বা গেট ডিলে ক্লিক করে পছন্দের অফারটি পাওয়া যায়। অফলাইনে কেনাকাটার সময় প্রিন্ট কুপন নিয়ে ছাড় পাওয়া যায়। বিস্তারিত এখানে
  • অনলাইনে বিজ্ঞাপন দিয়ে বিক্রয় ডটকমে পণ্য বিক্রি বা কেনার সুবিধা পান সাধারণ ব্যবহারকারী। সম্প্রতি বাইসাইকেল ও অটোমোবাইল বিক্রির জন্য আরএফএল অটোস ও দুরন্ত ব্র্যান্ডকে এ প্ল্যাটফর্মে এনেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি রাজধানীর ডেইলি স্টার সেন্টারে এক অনুষ্ঠানে এ নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। বিস্তারিত এখানে পড়ুন।
  • বিপিএল ২০১৭ তে রাজশাহী কিংস এর অনলাইন রিটেইল পার্টনার হয়েছে বাগডুম ডট কম। বাগডুমে পাওয়া যাবে রাজশাহী কিংসের যে কোন ব্রান্ডেড সামগ্রী। ভিজিট করতে হবে এই ঠিকানায়
  • এখন থেকে এক ব্যাংকের গ্রাহক চাইলেই কয়েক সেকেন্ডের মধ্যে অন্য ব্যাংকের গ্রাহকের কাছে অর্থ পাঠাতে পারবেন। ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহক ইচ্ছে করলে এই সুযোগ নিতে পারবেন। বৃহস্পতিবার (২ নভেম্বর) ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ-এনপিএসবির মাধ্যমে আন্তঃব্যাংক ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফারের উদ্বোধন করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ই-কমার্স বা ঘরে বসে অনলাইনে পণ্য ও সেবা ক্রয়-বিক্রয়ের সুযোগ অনেকগুন বাড়বে যা ই-কমার্সভিত্তিক নতুন নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে এ খাতের ব্যাপক প্রসারে সহায়ক হবে। বিস্তারিত বাংলাট্রিবিউনের খবরে
  • ফোর্বস ম্যাগাজিনের সর্বশেষ জারিপে বিশ্বের শীর্ষ ধনীর অবস্থানে আছেন ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তার বর্তমান সম্পদের পরিমাণ ৯০ দশমিক ৭ বিলিয়ন ডলার বা সাত লাখ সাড়ে ৩১ হাজার কোটি টাকা। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসকে পিছনে ফেলেছেন ৫৩ বছর বয়েসী অ্যামাজনের বর্তমান এই প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। গত ২৬ অক্টোবর ওয়াল স্ট্রিটে লেনদেন শেষ হওয়ার পর হালনাগাদ তথ্যে জানা যায় অ্যামাজনের শেয়ার মূল্য ২ দশমিক ৪ শতাংশ বেড়েছে, আর তাতেই অ্যামাজনের ১৭ শতাংশ শেয়ারের মালিক বেজোস উঠে গেছেন শীর্ষে। বিস্তারিত এখানে
  • বিশ্বজুড়ে অ্যামাজন ডটকম ইনকরপোরেটেডের ব্যবসা কার্যক্রম ক্রমেই সম্প্রসারিত হচ্ছে। একই সঙ্গে বাড়ছে ই-কমার্স প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা। চলতি বছরের তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) শেষে তাদের কর্মীর সংখ্যা ৫ লাখ ৪১ হাজার ৯০০ জনে পৌঁছেছে। গত তিন মাসে প্রতিষ্ঠানটি দেড় লাখের বেশি কর্মী নিয়োগ করেছে। প্রতিষ্ঠানটি এরই মধ্যে তার দ্বিতীয় সদর দপ্তর চালুর কথা ঘোষণা করেছে এবং এটি চালু হলে সেখানে আরো ৫০ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বিস্তারিত জানুন এখানে
  • বহুজাতিক ই-কমার্স কোম্পানি ইবে ইনকরপোরেশন ভারতের বাজারে ব্যবসা জোরদার করতে ভারতীয় ই-কমার্স কোম্পানি ফ্লিপকার্টের ৫ দশমিক ৪ শতাংশ শেয়ার কিনেছে। চুক্তি অনুযায়ী, ইবে তাদের ভারতীয় কার্যক্রম ১৬ কোটি ৭০ লাখ ডলারে ফ্লিপকার্টের কাছে বিক্রি করেছে। ফ্লিপকার্টের কাছে ইবে ইন্ডিয়ার কার্যক্রম বিক্রির পর ভারতীয় প্রতিষ্ঠানটিতে ৫০ কোটি ডলার বিনিয়োগের মাধ্যমে ৫ দশমিক ৪ শতাংশ শেয়ার কিনেছে ইবে। বিস্তারিত বণিকবার্তার সংবাদে
  • সর্বশেষ প্রান্তিকের আয় ঠিক আগের প্রান্তিকের তুলনায় ৬১ শতাংশ বেড়েছে, গতকাল বৃহস্পতিবার এক ঘোষণায় এ তথ্য প্রকাশ করেছে চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবা। প্রতিষ্ঠানটি জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে মোট ৫৫১২ কোটি ইউয়ান বা ৮৩৪ কোটি ডলার আয় করেছে। বিস্তারিত এখানে পড়ুন।
  • মার্কেটিং বিষয়ের সফল প্রফেসর হিসেবে পরিচিত প্রফেসর ড. মীজানুর রহমান। সম্প্রতি বিজনেস নিউজ পোর্টাল অর্থসূচকের মুখোমুখি হয়েছিলেন তিনি। কথা বলেছেন মার্কেটিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে। তার সাক্ষাতকারে রয়েছে উদ্যোক্তাদের মার্কেটিং তথা ব্যবসা জানার এবং শেখার অনেক উপাদান। বিস্তারিত পড়ুন এখানে

এই ছিল গেল সপ্তাহের ই-কমার্সের হালচাল। আগামী শুক্রবার নতুন সপ্তাহের খবরাখবর নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আর আপনাদের নিজেদের কোন অনলাইন শপের ইভেন্ট নিউজ বা কোন চালু অফার থাকলে তা আমাদের কে জানাতে পারেন এখানে। সবার ছুটি আনন্দে কাটুক।

(Visited 208 times, 1 visits today)
0

Comments