আরও একটি সপ্তাহ চলে গেলো বেশ নীরবেই। এই পুরো মাস জুড়েই চলছে নানারকম বাহারি পণ্যের পসরা নিয়ে অনলাইন উদ্যোক্তাদের মেলা। স্টোরিয়া থেকে প্রতি সপ্তাহে আমাদের চেষ্টা আছে ইকমার্সের আলোচিত খবর, পত্রিকার লিংক, ইভেন্টের লিংক, সাক্ষাৎকার এক জায়গায় নিয়ে আসার। এ সপ্তাহের আয়োজনে আমরা তুলে এনেছি মার্চ এর ১৮ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত চলা উল্লেখযোগ্য ঘটনাবলী ও ইভেন্টের খবরাখবর।

সপ্তাহের আলোচিত ইকমার্স খবর

  • দেশের অভ্যন্তরে এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সম্ভাবনাময় খাতগুলোর মধ্যে ই-কমার্স অন্যতম। লজিস্টিক, পেমেন্ট ও বিনিয়োগ নিয়ে পদক্ষেপ নিলেই বাংলাদেশের ই-কমার্স খাতে ৩৫ থেকে ৪০ শতাংশ প্রবৃদ্ধি হবে।

    আফ্রিকা, লাতিন আমেরিকা ও এশিয়ার ই-কমার্স খাতের উপর পরিচালিত জরিপের খসড়া তুলে ধরার জন্য বেসিস আয়োজিত গোলটেবিল বৈঠকে আলোচকরা এই তথ্য জানিয়েছেন।

    আগামী মাসে সুইজারল্যান্ডে জাতিসংঘ আয়োজিত ই-কমার্স সপ্তাহ অনুষ্ঠানে এই গোলটেবিল বৈঠকের প্রস্তাবনাগুলো তুলে হবে। এর মাধ্যমে বাংলাদেশের ই-কমার্স খাতের উন্নয়নে নানা পদক্ষেপে আন্তর্জাতিক সহযোগিতা আসবে বলে ধারণা করা হচ্ছে। এ সংক্রান্ত খবর বিস্তারিত জানতে পারবেন এখানে

  • সপ্তাহজুড়ে ফেসবুকের বিভিন্ন গ্রুপে ও সংশ্লিষ্ট মহলে চলছে পেপ্যাল এর বাংলাদেশে আগমন সংক্রান্ত খবরাখবর। সরাসরি পেপ্যাল নয়, সোনালী ব্যাংকের সঙ্গে  চালু হচ্ছে জুমের সেবা। কেন্দ্রীয় ব্যাংক পেপ্যালের সেবা চালুর অনুমোদন দিলেও সোনালী ব্যাংকের সঙ্গে সরাসরি সেবা কার্যক্রম হবে জুমের।জুমের আর্থিক লেনদেন সেবা বাংলাদেশে চালু আছে অনেক দিন হতেই। তবে সোনালী ব্যাংকের সঙ্গে চুক্তিতে জুমের সেবার পরিধি ঠিক কতটুকু আর কীভাবে বাড়বে তা জানা যায়নি।

    ফ্রিল্যান্সাররা যেভাবে সরাসরি পেপ্যালকে চেয়ে আসছেন সেভাবে চালুর বিষয়টি এই পেপ্যাল-সোনালী ব্যাংক চুক্তির সঙ্গে আপাতত সম্পর্কিত নয় বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট একাধিক সূত্র। এ সংক্রান্ত খবর বিস্তারিত জানতে পারবেন এখানে

  • দেশের প্রত্যন্ত অঞ্চলে ই-কমার্স সেবা ছড়িয়ে দিতে সহযোগী ই-কমার্স (অ্যাসিসটেড ই-কমার্স) মডেল নিয়ে কাজ শুরু করেছে অনলাইন মার্কেটপ্লেস ‘আজকের ডিল ডটকম ও রিটেইল সেবাদাতা প্রতিষ্ঠান ‘পেওয়েল’। গত রোববার রাজধানীর বেসিস সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রত্যন্ত অঞ্চলে যৌথভাবে ই-কমার্স সেবা বাড়ানোর ঘোষণা দেয় প্রতিষ্ঠান দুটি।  আজকের ডিল ডটকমের চেয়ারম্যান ফাহিম মাশরুর বলেন, যাঁদের কাছে ইন্টারনেট সেবা নেই, তাঁদের কাছে ই-কমার্স সেবা পৌঁছাতে এই সহযোগী ই-কমার্স উদ্যোগ। দেশের বিভিন্ন অঞ্চলে পেওয়েলের দুই হাজারের বেশি এজেন্টের মাধ্যমে এ সেবা দেওয়া হবে। ওই এজেন্টদের কাছে থাকবে বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশন। ওই অ্যাপ দিয়ে তাঁরা ক্রেতার হয়ে পণ্যের ফরমাশ দিতে পারবেন। পণ্য সরবরাহ ও অর্থ লেনদেন করবেন ওই এজেন্ট। এটিকে বলা হচ্ছে সহযোগী ই-কমার্স সেবা। এখানে ক্রেতাকে অনলাইনের পণ্য কিনতে সহযোগিতা করছেন এজেন্ট। এ সংক্রান্ত খবর বিস্তারিত জানতে পারবেন এখানে
  • অনলাইনে বিক্রির জন্য বড় বড় ব্র্যান্ডের তালিকায় শামিল হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর রবি। রবি ইশপে পাওয়া যাবে স্যামসাঙ ও অ্যাপল এর স্মার্টফোন ছাড়াও ওয়ালটন, ম্যাক্সিমাস ও সিম্ফনির কম দামের চলতি স্মার্টফোনগুলোও। রবি ইশপের লিংকঃ https://shop.robi.com.bd/
  • এরকমই আরেকটি বড় নাম এই সপ্তাহে ইকমার্সের জয়যাত্রায় শামিল হবে বলে আভাস পাওয়া গেছে ইক্যাব প্রেসিডেন্ট রাজীব আহমেদ এর ফেসবুকের পোস্টের বরাতে।
  • চাকরি খুঁজবো না চাকরি দেব(https://www.facebook.com/groups/uddokta)  গ্রুপের আয়োজনে প্রতিবারের মত এবারও আয়োজিত হতে যাচ্ছে উদ্যোক্তা সম্মাননা। আবেদন করার জন্যে বিস্তারিত পাবেন এই লিংকে। উদ্যোক্তা নিজেও মনোয়নকারী হতে পারবেন। প্রাথমিক ভাবে নির্বাচিতদের সঙ্গে বাড়তি তথ্যের জন্য যোগাযোগ করা হবে। একটি জুরি প্যানেল চূড়ান্ত বিচার করবেন। একজনকে নুরুল কাদের সম্মাননা, একজনকে ইউসুফ চৌধুরী সম্মাননা, ক্যাটাগরি ভিত্তিতে কয়েকজনকে সম্মাননা ও নবীন উদ্যোক্তা স্মারক দেওয়া হবে।

মাসজুড়ে ইভেন্ট

  • বিশ্ব নারী দিবস উদযাপনে এবারের ইক্যাবের আয়োজনটা শুধু একটিউদযাপন নয়। ইকমার্সের মাধ্যমে যেসকল নারীরা স্বাবলম্বী হয়েছেন এবং লড়াই চালিয়ে যাচ্ছেন তাদের নিয়ে ইক্যাব ও ইক্যাব ইয়্যুথ ফোরাম এবার আয়োজন করতে যাচ্ছে ” SSLCOMMERZ presents Empowering women through e-Commerce Entrepreneurship”

    আগামী ২৪ই মার্চ শুক্রবার, কৃষিবিদ ইস্টিটিউট অডিটোরিয়াম (কে আই বি অডিটোরিয়াম), খামারবাড়ি তে ইক্যাব দিনব্যাপি ইকমার্সের নারীদের নিয়ে করতে যাচ্ছে নানা আয়োজন। ইভেন্টের বিস্তারিত পাবেন এই লিংকে

  • রাজধানীতে ‘ফেইসবুক মার্কেটিং সামিট-২০১৭’ আয়োজন করছে ওনিয়ন টাইগার লিমিটেড। আগামী ২৫ মার্চ রাজধানীর ইএমকে সেন্টারে দিনব্যাপী সম্মেলনটি অনুষ্ঠিত হবে।আয়োজনের রিসার্চ পার্টনার হিসেবে থাকছে সেন্টার ফর ই-কমার্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট (সার্ড)।সামিটটি সেদিন সকাল ৯টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।সামিটে ফেইসবুক ব্যবহার করে পণ্য ও সেবার বিপণন বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ের অভিজ্ঞরা কথা বলবেন। মোট ছয়টি সেশনে এই সামিট হবে। ইভেন্টের বিস্তারিত পাবেন ফেসবুকের এই লিংকে
  • বৈশাখকে সামনে রেখে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মেয়ে নেটওয়ার্ক’ আয়োজিত দেশি উদ্যোগের মেলা “রাঙতা“। প্রাণের টানে শখ ও স্বাতন্ত্র‍্যকে পুঁজি করে ২০১৩-তে রাঙতার পথচলা শুরু। চার বছরে তার কলেবর বাড়লেও মূল সুরটি রয়ে গেছে আগের মতোই। বরাবরের মতো এবারও মেলাতে অংশগ্রহণ করছেন মেয়ে নেটওয়ার্কের উদ্যোক্তা শাখা “হুটহাট”-এর উদ্যোক্তারা। সেই সাথে যোগ দিয়েছেন হুটহাটের বাইরে থেকে অল্প কিছু সমমনা উদ্যোগও। মেয়ের নিজস্ব স্টলসহ মোট ২২টি স্টলে থাকছে গাছপালা, নতুন-পুরাতন বই, হরেক রকম খাবার, দেশীয় তাঁতের শাড়ি, হাতে বানানো গয়না, পেপারক্রাফট, রংতুলিতে আঁকা পোশাক, নির্ভরযোগ্য কসমেটিকস, আদিবাসীদের নিজস্ব খাবার আর পোশাক, দেশি জামদানি আর কাতান, নিজস্ব নকশার হরেক পদের পোশাক আর চামড়াজাত পণ্য।ধানমন্ডির মাইডাস সেন্টারে ২৪ এবং ২৫ মার্চ দুইদিন সকাল ১১ টা থেকে রাত ১১ পর্যন্ত চলবে মেলা। ইভেন্টের বিস্তারিত পাবেন ফেসবুকের ইভেন্ট লিংকে

সব মিলিয়ে এই ছিল চলতি সপ্তাহের হালচাল।  আগামী সপ্তাহে আরও আরও আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হবো এই আশাই রাখছি। আর আপনাদের নিজেদের কোন অনলাইন শপের কোন চালু অফার থাকলে তা আমাদের কে জানাতে পারেন। আমরা আমাদের সাপ্তাহিক আয়োজনে সেই অফারগুলোকে উল্লেখ করে দিবো। সবার ছুটি আনন্দে কাটুক। সবাইকে স্বাধীনতা দিবসের আগাম শুভেচ্ছা।

(Visited 223 times, 1 visits today)
0

Comments