দেশ-বিদেশের ই-কমার্স খবরাখবর নিয়ে স্টোরিয়ার সাপ্তাহিক আয়োজন “ই-কমার্স ডাইজেস্ট“। ই-কমার্সের আলোচিত খবর, পত্রিকার লিংক, ইভেন্টের লিংক, সাক্ষাৎকার এখন পাবেন এক জায়গাতেই। চলুন এবার দেখে নেই এক নজরে গত ৭ দিনে ঘটে যাওয়া এবং আসছে সপ্তাহের ই-কমার্সের হালচাল।

আলোচিত ই-কমার্স খবরঃ 

  • দেশে ই-কমার্স কুরিয়ার এবং অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান পাঠাও-এ ২০ লাখ ডলার বিনিয়োগ করেছে পরিবহন সেবাদাতা ইন্দোনেশীয় প্রতিষ্ঠান গো-জ্যাক। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট পরিচয় প্রকাশ না করা দুই ব্যক্তির বরাতে এমন খবর প্রকাশ করেছে এশিয়ার বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক সংবাদ সাইট ডিলস্ট্রিটএশিয়া। তবে এ ব্যাপারে সরাসরি মন্তব্য করতে পাঠাও বা গো-জ্যাকের দ্বায়িত্বশীল কেউ রাজি হননি। বিস্তারিত বিডিনিউজে
  • অনলাইনভিত্তিক কেনাকাটার ব্যবস্থা ই-কমার্সের প্রসারে অভ্যন্তরীণ স্বার্থ সুরক্ষা নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন এফবিসিসিআই এর নেত্রীবৃন্দ। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘ই-কমার্স ও অভ্যন্তরীণ সুরক্ষা: বাংলাদেশ পরিপ্রেক্ষিত’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন কারিগরি নানা সংকটের মধ্য দিয়েই ই-কমার্স এগিয়ে চলছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে প্রতিযোগিতার অভাব এবং বাজার ব্যর্থতার সুযোগে ই-কমার্স দ্রুত বেড়ে উঠছে। কিন্তু বাজার ব্যর্থতা নিরসন বা ভোক্তার স্বার্থ রক্ষায় সরকারের ই-কমার্স বিষয়ে কার্যকর কোনও নীতিমালা নেই। বিস্তারিত বাংলাট্রিবিউনের খবরে
  • অনলাইন মার্কেটপ্লেস আজকের ডিল এ প্রতি শনিবার থাকছে “শনিবারের বউনি অফার”। আকর্ষণীয় এই বউনি অফারের আওতা থেকে আজকের ডিল এর বাছাই করা ২০ হাজারের বেশি পণ্য ৫০%  ছাড়ে কেনা যাবে। ইলেক্ট্রনিক্স, মোবাইল, পোশাক, জুতা, ঘড়ি, গ্যাজেট আইটেম, ঘর সাজানোর জিনিস সহ আরো নানা ধরণের পণ্যের সমারোহ থাকছে এই অফারে। বিকাশে পেমেন্টের ক্ষেত্রে ২০% ক্যাশব্যাকও থাকছে। ভিজিট করতে হবে এখানে

Storrea-Ajkerdeal-Ad

  • পশ্চিমা বিশ্বের উৎসব থ্যাংঙ্কস গিভিং ডে ও ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে অনলাইনে রেকর্ডসংখ্যক বেচাকেনা হয়েছে। বিভিন্ন পণ্যের ওপরে ছাড় থাকায় ক্রেতারা অনলাইন থেকে মোট ৫.৩ বিলিয়ন ডলারের পণ্য কিনেছেন। মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন রেকর্ড পরিমাণ বিক্রির কথা জানালেও তারা এ সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করেনি। তবে অ্যামাজনের দেওয়া তথ্য মতে, গত বছরের তুলনায় এ বছর মোবাইল ফোন থেকে অর্ডার পাওয়ার হার ৫০ শতাংশরও বেশি বৃদ্ধি পেয়েছে। বিস্তারিত অর্থসূচকের খবরে
  • ব্ল্যাক ফ্রাইডেতে বিক্রি বেড়ে যাওয়ায় ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও সিইও জেফ বেজোসের নিট সম্পদের পরিমাণ ১৭০ কোটি বেড়ে ১০ হাজার কোটি ডলারের মাইলফলক ছাড়িয়ে গেছে। ব্ল্যাক ফ্রাইডেতে অনলাইনে বিক্রির পরিমাণ কয়েকগুণ বেড়ে যাওয়ায় অ্যামাজনের প্রতি শেয়ারের দর ২ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ হাজার ১৮৬ ডলারে পৌঁছেছে। বিশ্বের শীর্ষ ধণী জেফ বেজোস আধুনিক যুগের প্রথম ব্যক্তি যার নিট সম্পদের পরিমাণ ১০ হাজার কোটি ডলার ছাড়িয়েছে। বিস্তারিত বণিকবার্তার খবরে
  • ক্রেজি ব্ল্যাক ফ্রাইডে ফেস্ট উপলক্ষে সম্প্রতি ধানমন্ডির রাপা প্লাজা আরাজ রেস্টুরেন্ট অ্যান্ড ব্যাংকোয়েট হলে এক জাঁকজমক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হলো ই-কমার্স প্রতিষ্ঠান দ্যা মল বিডির আয়োজিত তিন দিনের মেলা। এই মেলাতেই উদ্ভোধন করা হলো এ প্রতিষ্ঠানের ভি.আই.পি কার্ড। দ্যা মল লিমিটেড এর সকল কাস্টমারকে দেওয়া হবে এবং এই কার্ড ব্যবহারের মাধ্যমে বিভিন্ন পার্লার, ফ্যাশন হাউজ, রেস্টুরেন্টসহ নানা জায়গায় বিশেষ ছাড় পেয়ে থাকবেন ব্যবহারকারীরা। বিস্তারিত প্রিয়ডটকমের খবরে
  • ভারতের শীর্ষ অনলাইন মার্কেটপ্লেস ফ্লিপকার্টের প্রতিষ্ঠাতা ও সংস্থার অন্যান্য আধিকারিকদের বিরুদ্ধে ৯.৯৬ কোটি টাকা প্রতারণার অভিযোগে মামলা করেছেন এক ব্যবসায়ী।ওই ব্যবসায়ী সি-স্টোর কোম্পানির মালিক নবীন কুমার। ল্যাপটপ সরবরাহ বাবদ তার সি-স্টোর কোম্পানির বকেয়া অর্থ না দেওয়ার কারণেই এই অভিযোগ দায়ের হয়েছে। বিস্তারিত পড়ুন এখানে
  • গত সপ্তাহে ব্ল্যাক ফ্রাইডে সেলের ডামাডোলের মাঝেই ইতালি আর জার্মানিতে ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের কর্মীরা ধর্মঘট পালন করেছেন। পারিশ্রমিক নিয়ে ইতালিতে অ্যামাজনের প্রধাণ কেন্দ্র পিয়াসেনজাতে পাঁচ শতাধিক কর্মী ধর্মঘট করেন। এছাড়াও জার্মানিতে পারিশ্রমিক আর কাজের অবস্থা নিয়ে ছয়টি ওয়্যারহাউসে কর্মীরা ধর্মঘট করেছেন। বিস্তারিত এখানে
  • আর্থিক খাতে প্রযুক্তির ব্যবহার দ্রুতই বাড়ছে। ফলে ঘরে বসেই গ্রাহকরা যেমন আর্থিক সেবা পাচ্ছেন, আবার এ খাতে ঝুঁকিও সমান তালে বাড়ছে। তবে সব মিলিয়ে গ্রাহকদের জন্য আর্থিক সেবার মান ও গতি দুইই বেড়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ডঃ আতিউর রহমান জাকার্তায় একটি আন্তর্জাতিক সম্মেলনে ‘নয়া অর্থনীতিতে আর্থিক খাত ও জনসম্পদ’ বিষয়ে বক্তব্য দেন যা ইত্তেফাকে প্রকাশিত হয়। বিস্তারিত পড়ুন এখানে

এই ছিল গেল সপ্তাহের ই-কমার্সের হালচাল। আগামী শুক্রবার নতুন সপ্তাহের খবরাখবর নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আর আপনাদের নিজেদের কোন অনলাইন শপের ইভেন্ট নিউজ বা কোন চালু অফার থাকলে তা আমাদের কে জানাতে পারেন এখানে। সবার ছুটি আনন্দে কাটুক।

(Visited 138 times, 1 visits today)
0

Comments