দেশ-বিদেশের ই-কমার্স খবরাখবর নিয়ে স্টোরিয়ার সাপ্তাহিক আয়োজন “ই-কমার্স ডাইজেস্ট“। ই-কমার্সের আলোচিত খবর, পত্রিকার লিংক, ইভেন্টের লিংক, সাক্ষাৎকার এখন পাবেন এক জায়গাতেই। চলুন এবার দেখে নেই এক নজরে গত ৭ দিনে ঘটে যাওয়া এবং আসছে সপ্তাহের ই-কমার্সের হালচাল।

আলোচিত ই-কমার্স খবরঃ 

  • দেশে প্রথমবারের মত ‘বাংলা ভয়েজ সার্চ’ চালু করেছে অনলাইন মার্কেট প্লেস আজকের ডিল ডটকম। এর অাওতায় এখন থেকে আজকের ডিলে প্রোডাক্ট খুঁজতে আর টাইপ করার ঝামেলা পোহাতে হবে না। বাংলা ভয়েজ কমান্ডের মাধ্যমেই মিলবে কাঙ্খিত পণ্য। এর পাশাপাশি ইংরেজি ভয়েজ সার্চেও মিলবে পণ্য। এই সার্ভিসটি গত ৬ ডিসেম্বর ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭ তে উদ্বোধন করা হয়। বাংলা ভয়েস সার্চ এনাবেলড সার্ভিস পেতে হলে আজকেরডিল ‘মোবাইল অ্যাপ’ গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করতে হবে। বিস্তারিত জানুন এখানে
  • শপারু নামে নতুন একটি অনলাইন মার্কেটপ্লেস নিয়ে আসছে গ্রামীণফোন। এই মার্কেটপ্লেসের বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও ভেতরে ভেতরে এ নিয়ে কাজ চলছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রামীণফোনের এই অনলাইন মার্কেটপ্লেস চালু হলে যেকোনো বিক্রেতা শপারুতে নিবন্ধিত হতে পারবেন। শপারু তাদের পণ্য ক্রেতাদের কাছে পৌঁছে দেয়া এবং লেনদেন সম্পন্ন করতে সহায়তা করবে। উল্লেখ্য ২০১৬ সালে ই-কমার্স ব্যবসায় নামার উদ্যোগ নিয়েছিল দেশের জনপ্রিয় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। সেই সময়ে ‘কী দরকার’ নামে একটি ই-কমার্সভিত্তিক ওয়েবসাইট খুলেছিল প্রতিষ্ঠানটি। তবে সাফল্যের আলো দেখার আগেই তার বন্ধ হয়ে যায়। বিস্তারিত প্রিয় ডট কমের খবরে। ফিউচার স্টার্ট আপেও পড়তে পারেন বিস্তারিত
  • অনলাইন মার্কেটপ্লেস আজকের ডিল এ প্রতি শনিবার থাকছে “শনিবারের বউনি অফার”। আকর্ষণীয় এই বউনি অফারের আওতা থেকে আজকের ডিল এর বাছাই করা ২০ হাজারের বেশি পণ্য ৫০%  ছাড়ে কেনা যাবে। ইলেক্ট্রনিক্স, মোবাইল, পোশাক, জুতা, ঘড়ি, গ্যাজেট আইটেম, ঘর সাজানোর জিনিস সহ আরো নানা ধরণের পণ্যের সমারোহ থাকছে এই অফারে। বিকাশে পেমেন্টের ক্ষেত্রে ২০% ক্যাশব্যাকও থাকছে। ভিজিট করতে হবে এখানে

Storrea-Ajkerdeal-Ad

  • ই-কমার্স মার্কেটপ্লেস দারাজের সবচেয়ে বড় সেলস ক্যাম্পেইন ফাটাফাটি ফ্রাইডেতে এবছর রেকর্ড পরিমাণ বিক্রি হয়েছে অনলাইনে। ১৭ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত রকমারী আকর্ষনীয় ডিল দিয়ে উদযাপন করা হয় ফাটাফাটি ফ্রাইডে ২০১৭। ক্যাম্পেইন চলাকালীন সময়ে মোট অর্ডার পড়েছে প্রায় দেড় লাখ, যাতে পণ্য সংখ্যা ছিল তিন লাখেরও বেশি। গতবছরের ফাটাফাটি ফ্রাইডের তুলনায় ৮ গুণ বেশি অর্ডার পড়েছে এবার। বিস্তারিত টেকজুমের খবরে
  • ৬ ডিসেম্বর ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭ এর প্রথম দিনে অনুষ্ঠিত হলো “গ্রো ইওর বিজনেস ইউজিং ফেইসবুক” শীর্ষক সেমিনার। অনলাইনে ক্ষুদ্র এবং মাঝারী উদ্যোক্তারা ফেসবুককে কাজে লাগিয়ে কিভাবে তাদের ব্যবসা বৃদ্ধি করতে পারেন, সে বিষয়ে বিশেষভাবে আলোকপাত করা হয় সেমিনারটিতে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফেইসবুকের বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার কুশাগ্রা সাগর। বিস্তারিত এখানে
  • বর্তমানে ই-কমার্সভিত্তিক ওয়েবসাইটে ক্লাউড সার্ভিস ব্যবহার করলে ব্যবসায়িকভাবে লাভবান হওয়া সম্ভব। এতে করে সাইটে একত্রে অনেক ভিজিটর প্রবেশ করলেও সাইট ডাউন জনিত সমস্যায় পড়তে হবে না। ডিজিটাল ওয়ার্ল্ডের প্রথম দিনে ‘ক্লাউড সার্ভিস ফর ই-কমার্স এন্টারপ্রেনারশিপ’ শীর্ষক সেমিনার বক্তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। বিস্তারিত এখানে
  • মাত্র ১৬ টাকায় ১৬টি হোম ডেলিভারি দিচ্ছে ই-কমার্স কুরিয়ার কোম্পানি ‘টিকটক’। বিজয়ের মাস উপলক্ষ্যে ই-কমার্স ব্যবসায়ীদের জন্য হোম ডেলিভারি সেবা প্রদানকারী এ প্রতিষ্ঠানটি অফারটি দিয়েছে। তথ্যপ্রযুক্তির সব থেকে বড় আয়োজন “ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭” আসরে এ ঘোষণা দেয় ’টিকটক’। বিস্তারিত জানুন এখানে
  • দেশের অন্যতম শীর্ষ লাইফস্টাইল অনলাইন শপ বাগডুম ডট কম। সম্প্রতি রাজধানীর গুলশানে বাগডুম এর প্রধান কার্যালয়ে লাইফস্টাইল ই-কমার্স প্রতিষ্ঠানটির শুরু, বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও নানান দিক নিয়ে টেকজুমডটটিভির সাথে আলাপ করেন প্রতিষ্ঠানটির সিইও মিরাজুল হক। সাক্ষাতকারটি পড়ুন এখানে
  • দেশে প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে বাজার ব্যবস্থাপনায়ও এসেছে বৈপ্লবিক পরিবর্তন। যানজট এড়াতে বা সময় বাঁচাতে অনেকেই তাই কেনাকাটা করছেন অনলাইনে। বর্তমানে ই কমার্সের মাধ্যমে লেনদেন কয়েক বছরের মধ্যে ৮ থেকে ১০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে মনে করেন এ খাতের সঙ্গে সংশ্লিষ্টরা। দেশের অনলাইন বাণিজ্যের অবস্থা এবং সম্ভাবনা নিয়ে সময় নিউজের প্রতিবেদন পড়ুন এখানে
  • আর্থিক খাতে প্রযুক্তির ব্যবহার দ্রুতই বাড়ছে। ফলে ঘরে বসেই গ্রাহকরা যেমন আর্থিক সেবা পাচ্ছেন, আবার এ খাতে ঝুঁকিও সমান তালে বাড়ছে। তবে সব মিলিয়ে গ্রাহকদের জন্য আর্থিক সেবার মান ও গতি দুইই বেড়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ডঃ আতিউর রহমান জাকার্তায় একটি আন্তর্জাতিক সম্মেলনে ‘নয়া অর্থনীতিতে আর্থিক খাত ও জনসম্পদ’ বিষয়ে বক্তব্য দেন যা ইত্তেফাকে প্রকাশিত হয়। বিস্তারিত পড়ুন এখানে

এই ছিল গেল সপ্তাহের ই-কমার্সের হালচাল। আগামী শুক্রবার নতুন সপ্তাহের খবরাখবর নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আর আপনাদের নিজেদের কোন অনলাইন শপের ইভেন্ট নিউজ বা কোন চালু অফার থাকলে তা আমাদের কে জানাতে পারেন এখানে। সবার ছুটি আনন্দে কাটুক।

(Visited 183 times, 1 visits today)
0

Comments