কি চলছে ই-কমার্সে সর্বশেষ? দেশ-বিদেশের ই-কমার্স খবরাখবর নিয়ে স্টোরিয়ার সাপ্তাহিক আয়োজন “ই-কমার্স ডাইজেস্ট”। ই-কমার্সের আলোচিত খবর, পত্রিকার লিংক, ইভেন্টের লিংক, সাক্ষাৎকার এখন পাবেন এক জায়গাতেই। চলুন এবার দেখে নেই এক নজরে গত ৭ দিনে ঘটে যাওয়া এবং আসছে সপ্তাহের ই-কমার্সের হালচাল।

আলোচিত ই-কমার্স খবরঃ 

  • আগামী ১৬ই ফেব্রুয়ারি, ২০১৮ হতে যাচ্ছে ই-ক্যাবের বনভোজন এবং তৃতীয় বার্ষিক সাধারণ সভা। ঢাকার অদূরে গাজীপুরের কালিয়াকৈর এ “রাঙ্গামাটি ওয়াটারফ্রনট রিসোর্ট” এ হবে এবারের আয়োজন। উপস্থিত থাকবেন মাননীয় আইসিটি মন্ত্রী জনাব মোস্তফা জব্বার এবং ই-ক্যাব সভাপতি শমী কায়সার। বিস্তারিত এখানে দেখুন।
  • সরকারের নগদ সহায়তা পাওয়ার তালিকায় নতুন করে যোগ হয়েছে ই-কমার্স। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ হতে দেয়া সার্কুলারে এ সহায়তা পেতে সফটওয়্যার, আইটিইএস ও হার্ডওয়্যারের আওতাভুক্ত পণ্য বা সেবার তালিকায় ই-কমার্সও জায়গা পেয়েছে। তবে এই আওতায় খাতের বিবরণ ও নীতি এখনো জানানো হয়নি। বিস্তারিত জানুন এখানে
  • জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস আজকের ডিলে চলছে ভ্যালেন্টাইন উৎসবে বিকাশ পেমেন্ট ৩০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক! সর্বোচ্চ ক্যাশব্যাক পাওয়া যাবে ৪০০ টাকা পর্যন্ত। এই উৎসব চলবে আগামী ১৬ ফেব্রুয়ারী পর্যন্ত। অফারের আওতায় ঢাকার মধ্যে ডেলিভারী চার্জ মাত্র ২৫ টাকা ও ঢাকার বাহিরে ডেলিভারী চার্জ মাত্র ৪৫ টাকা। বিস্তারিত দেখুন

Storrea-Ajkerdeal-Ad

  • বৈশ্বিক ই-কমার্স সুবিধা চালুর মধ্য দিয়ে গত ৮ ফেব্রুয়ারী ৬ বছরে পা রাখল ই-কমার্স সাইট প্রিয়শপ ডটকম। এই সেবার মাধ্যমে প্রিয়শপ গ্লোবাল ডোমেইন থেকে আলিবাবা গ্রুপের তাওবাও ও টি-মল ডটকম প্ল্যাটফর্মের পণ্য কেনা যাবে। এতে দেশি মুদ্রা ও পেমেন্ট পদ্ধতি ব্যবহার করা যাবে। বিস্তারিত প্রথম আলোর খবরে
  • বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে দ্বিতীয়বারের মত ‘ভ্যালেন্টাইনস ডে ক্যাম্পেইন’ নিয়ে এলো অনলাইন শপিং প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ। চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। নানা ধরণের পণ্যে আকর্ষণীয় মূল্যছাড় নিয়ে হাজির হয়েছে এই সেলস ইভেন্টটি।ক্যাম্পেইন চলাকালে, প্রতিদিন মধ্যরাতে আনলক হবে বিশেষ ক্যাটাগোরির বিশেষ ডিল। বিস্তারিত জানুন
  • সম্প্রতি অনলাইন মার্কেটপ্লেস আজকের ডিল, দারাজ এবং কিকসার সাথে চুক্তি সম্পন্ন করেছে এস্কোয়ার ইলেক্ট্রনিক্স লিমিটেড। এখন থেকে শার্প এবং জেনারেল ব্র্যান্ডের অরিজিনাল ইলেক্ট্রনিক্স পণ্য পাওয়া যাবে এই মার্কেটপ্লেসগুলোতে। দেখুন এখানে

এই ছিল গেল সপ্তাহের ই-কমার্সের হালচাল। আগামী শুক্রবার নতুন সপ্তাহের খবরাখবর নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আর আপনাদের নিজেদের কোন অনলাইন শপের ইভেন্ট নিউজ বা কোন চালু অফার থাকলে তা আমাদের কে জানাতে পারেন এখানে। সবার ছুটি আনন্দে কাটুক।

 

নিজের একটি অনলাইন ব্যবসা হোক আজই

(Visited 98 times, 1 visits today)
0

Comments