কি চলছে ই-কমার্সে সর্বশেষ? দেশ-বিদেশের ই-কমার্স খবরাখবর নিয়ে স্টোরিয়ার সাপ্তাহিক আয়োজন “ই-কমার্স ডাইজেস্ট”। ই-কমার্সের আলোচিত খবর, পত্রিকার লিংক, ইভেন্টের লিংক, সাক্ষাৎকার এখন পাবেন এক জায়গাতেই। চলুন এবার দেখে নেই এক নজরে গত ৭ দিনে ঘটে যাওয়া এবং আসছে সপ্তাহের ই-কমার্সের হালচাল।

আলোচিত ই-কমার্স খবরঃ 

  • বেসিস ই-কমার্স অ্যালায়েন্সের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক হলেন বেসিস পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল। তিনি বলেন, নতুন কমিটির সদস্যরা বাংলাদেশের ই-কমার্স খাতের উন্নতিকল্পে প্রতিজ্ঞাবদ্ধ, জোটবদ্ধভাবে কাজ করে যাবে নতুন ই-কমার্স অ্যালায়েন্স। এ কমিটি ই-কমার্স নীতিমালা, পেমেন্টসহ বিভিন্ন চ্যালেঞ্জ সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। কমিটির আরো বিস্তারিত জানুন এখানে
  • সম্প্রতি রকেট ইন্টারনেটের এশিয়ার কার্যক্রম এশিয়া প্যাসিফিক ইন্টারনেট গ্রুপ (এপিএসিআইজি) বন্ধ হয়ে যাচ্ছে এই ধরণের খবর প্রচারিত হয়। উদ্ভুত পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই বাংলাদেশে গ্রুপটির অন্যতম ভেঞ্চার দারাজের গন্তব্য নিয়েও প্রশ্ন তৈরি হয়। তবে খবরটিকে ভুয়া এবং ভিত্তিহীন বলে জানিয়েছে রকেট ইন্টারনেট এবং দারাজ। বিস্তারিত এখানে
  • ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার উদ্যোগকে এগিয়ে নিতে বাংলাদেশেও মার্কেটপ্লেস সুবিধা নিয়ে আসতে চায় ফেইসবুক। মাছরাঙ্গা টিভির বিজিনেস রিপোর্টকে দেয়া সাক্ষাৎকারে ফেইসবুকের দক্ষিণ এশিয় কর্মসূচী প্রধান রিতেশ মেহতা জানান এতে উদ্যোক্তারা সহজেই নিজেদের পণ্য ফেইসবুক ব্যবহার করে আগ্রহী গ্রাহকদের কাছে পৌঁছুতে পারবেন। যে কেউ ব্যবহৃত পণ্যও কিনতে বা বেচতে পারবে। তবে কবে নাগাদ বাংলাদেশে ফেসবুক মার্কেটপ্লেস চালু হবে সে ব্যাপারে কোন দিনক্ষণ উল্লেখ করেন নি। প্রতিবেদনটি দেখুন এখানে

Storrea-Ajkerdeal-Ad

  • ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ই-ক্যাব) এর বয়স প্রায় ৪ বছর হয়ে গেল। সম্প্রতি ই-ক্যাব গ্লোবাল ই-কমার্স অ্যাসোসিয়েশনের সদস্যপদ লাভ করেছে। গ্লোবাল ই-কমার্স অ্যাসোসিয়েশনগুলোর সাথে ক্রস বর্ডার রিলেশনশিপ স্থাপন করে দেশের ই-কমার্স খাতকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায় ই-ক্যাব। বিস্তারিত এখানে
  • জাপানের অন্যতম একটি সোশ্যাল বিজনেস ব্র্যান্ড ও এশিয়ার এক নম্বর অ্যাপারেল ব্র্যান্ড গ্রামীণ ইউনিক্লো সম্প্রতি দেশে অনলাইনে পণ্য বিক্রি শুরু করেছে। নিজেদের ওয়েবসাইটের পাশাপাশি দেশের স্বনামধন্য মার্কেটপ্লেসগুলোর সাথে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে আজকের ডিল এবং বাগডুমের সাইটেও পাওয়া যাবে গ্রামীণ ইউনিক্লোর পণ্য। বিস্তারিত এখানে
  • আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ই-কমার্স ব্যবসায় নারীদের অগ্রগামীতা নিয়ে একটি প্রতিবেদন করেছে ইংরেজী দৈনিক ডেইলি স্টার। প্রতিবেদনে বলা হয় দেশের অর্ধেকের বেশি অনলাইন ব্যবসাই পরিচালনা করছেন নারীরা। তাদের বেশিরভাগই ফেসবুকের মাধ্যমে পণ্য বিক্রি করছেন। বিস্তারিত পড়ুন এখানে
  • ফোর্বস ম্যাগাজিনের ২০১৮ সালের বৈশ্বিক বিলিয়নিয়ারদের তালিকায় শীর্ষে আছেন ই-কমার্স জায়ান্ট আমাজনের প্রতিষ্ঠাতা ও সিইও জেফ বেজোস। তার উপরে একটি প্রতিবেদন পড়ুন প্রথম আলোতে

এই ছিল গেল সপ্তাহের ই-কমার্সের হালচাল। আগামী শুক্রবার নতুন সপ্তাহের খবরাখবর নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আর আপনাদের নিজেদের কোন অনলাইন শপের ইভেন্ট নিউজ বা কোন চালু অফার থাকলে তা আমাদের কে জানাতে পারেন এখানে। সবার ছুটি আনন্দে কাটুক।

নিজের একটি অনলাইন ব্যবসা হোক আজই

(Visited 214 times, 1 visits today)
0

Comments