দেশ-বিদেশের ইকমার্স খবরাখবর সম্বলিত সাপ্তাহিক আয়োজন স্টোরিয়া ইকমার্স ডাইজেস্ট। ইকমার্সের আলোচিত খবর, পত্রিকার লিংক, ইভেন্টের লিংক, সাক্ষাৎকার এখন পাবেন এক জায়গাতেই। চলুন এবার দেখে নেই এক নজরে গত ৭ দিনে ঘটে যাওয়া এবং আসছে সপ্তাহের ইকমার্সের হালচাল।

আলোচিত ইকমার্স খবরঃ

  • শুরু করি ব্যতিক্রমী একটি খবর দিয়ে। ই-কমার্স জায়ান্ট আম্যাজন ইন্ডিয়ার সাথে প্রায় ৭০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে বেঙ্গালুরুতে গ্রেফতার হলেন বঙ্গতনয়া দীপান্বিতা ঘোষ! অভিনব কৌশলে প্রতারণার বিস্তারিত পড়ুন এখানে
  • আগামী ১৪ মে এফবিসিসিআই নির্বাচনে ২০১৭-২০১৯ মেয়াদে পরিচালক পদে সম্মিলিত গণতান্ত্রিক ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল থেকে লড়ছেন অভিনেত্রী শমী কায়সার। ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (eCab) থেকে এফবিসিসিআইর সাধারণ পরিষদের সদস্য ও ভোটার হয়েছেন তিনি। সম্প্রতি সোনারগাঁও হোটেলে নির্বাচনী সভায় প্যানেল সদস্যদের পরিচয় পর্বে তিনি বলেন, “আমাদের অনলাইন ব্যবসায়ীদের জন্য কোনো পলিসি নেই। আমি এ ব্যাপারে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করতে চাই।” খবরে বিস্তারিত।
  • “চাকরি খুঁজব না চাকরি দেব” গ্রুপের উদ্যোগে প্রতিবছর দেশের নবীন-প্রবীন উদ্যোক্তাদেরকে সম্মাননা প্রদান করা হয়। ২০১৬ সালের উদ্যোক্তা সম্মাননা এবং গ্রুপের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ১৩ মে শনিবার ঢাকার ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে। বিস্তারিত দেখুন ইভেন্টে
  • দেশে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটছে। প্রযুক্তি ব্যবহারের সঙ্গে বাড়ছে আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যাও। তার পরও ব্যবসায়িক লেনদেনের সিংহভাগই হচ্ছে নগদে। ‘বেটার দ্যান ক্যাশ অ্যালায়েন্স’ এর তথ্য অনুযায়ী দেশের ব্যবসায়িক লেনদেনের ৯৭ শতাংশই হচ্ছে নগদে। দেশে অনলাইন কেনাকাটার সিংহভাগও ‘ক্যাশ অন ডেলিভারি’ পদ্ধতিতে সম্পন্ন হয়ে থাকে। স্বচ্ছতা এড়াতেই লেনদেনে এখনো নগদ পদ্ধতির প্রাধান্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি আর্থিক জ্ঞানের অভাবকেও এর কারণ হিসেবে দেখছেন তারা। বিস্তারিত পড়ুন এখানে
  • অনলাইন মার্কেটপ্লেস আজকের ডিল ডটকম থেকে পণ্য কিনে মোবাইল পেমেন্ট সার্ভিস শিওর ক্যাশের মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারবে গ্রাহকরা। সম্প্রতি প্রতিষ্ঠান দুটি পরস্পর এই সেবা দিতে একটি চুক্তি সই করেছে। খবরে বিস্তারিত।
  • ঢাকা ও চট্টগ্রামের পর এবার সিলেট ও শ্রীঙ্গলে যাত্রা শুরু করলো দেশের অন্যতম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ লিমিটেড। চলতি বছরের মধ্যে কুমিল্লা, বগুড়া, রাজশাহী, খুলনা, বরিশালসহ আরও ২০টি জেলায় সেবা শুরু করতে যাচ্ছে দারাজ বাংলাদেশ লিমিটেড। পত্রিকার খবর এখানে
  • মার্কিন মুলুকে চালু হচ্ছে চীনের ডিজিটাল পেমেন্ট জায়ান্ট আলিপে। ই-কমার্স জায়ান্ট আলিবাবার আওতাধীন আলিপে যুক্তরাষ্ট্রে ফার্স্ট ডাটা সার্ভিসের আওতায় কাজ করবে। এ বিষয়ে দুটি প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি হয়েছে। বিস্তারিত আছে এখানে
  • ভারতের ই-কমার্স খাতে বিনিয়োগের ক্ষেত্রে আরো সক্রিয় হয়ে উঠছে টোকিওভিত্তিক বহুজাতিক টেলিকমিউনিকেশন ও ইন্টারনেট সেবা বিনিয়োগ প্রতিষ্ঠান সফটব্যাংক। গত কয়েক বছরে দেশটির ই-কমার্স খাতে প্রায় ২০০ কোটি ডলার বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি। ভারতের ই-কমার্স খাত নিয়ে সফটব্যাংকের সবচেয়ে উচ্চাভিলাষী পরিকল্পনা হলো, স্ন্যাপডিল ও ফ্লিপকার্টের একীভূতকরণ। এ প্রক্রিয়ায় কনসলিডেটর (একীভূতকরণ প্রক্রিয়ার মধ্যস্থতাকারী) হিসেবে ভূমিকা রাখতে যাচ্ছে সফটব্যাংক। বিস্তারিত পড়ুন এখানে
  • ভারতে নতুন সাতটি ফুলফিলমেন্ট সেন্টার (FC) স্থাপনের মাধ্যমে চলতি বছর মজুদ সক্ষমতা দ্বিগুণ করবে অ্যামাজন ইন্ডিয়া। এর মধ্য দিয়ে ভারতে পাঁচ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানানো হয়েছে প্রতিষ্ঠানটির তরফ থেকে। বনিকবার্তার খবর পড়ে নিন।

এই ছিল সপ্তাহের ই-কমার্সের হালচাল। আগামী শুক্রবার নতুন সপ্তাহের খবরাখবর নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আর আপনাদের নিজেদের কোন অনলাইন শপের ইভেন্ট নিউজ বা কোন চালু অফার থাকলে তা আমাদের কে জানাতে পারেন এখানে। সবার ছুটি আনন্দে কাটুক।

(Visited 151 times, 1 visits today)
0

Comments