বাংলাদেশের অনলাইন উদ্যোক্তারা স্টোরিয়াতে স্টোর খোলার সময় বেশ কিছু সুনির্দিষ্ট ঝামেলায় পড়েন। যেহেতু তারা অনেক ক্ষেত্রেই টেকনিক্যাল জ্ঞান রাখেন না তাই সেসব সমস্যা সমাধানে তাদেরকে বেশ বেগ পেতে হয়। তাদের কে সাহায্যের হাত বাড়িয়ে দিতেই আমাদের এই নতুন প্রচেষ্টা; “এসো নিজে করি” সিরিজ।

আগের পর্বগুলো পড়ুন এখানেঃ
এসো নিজে করিঃ পর্ব ১ (কিভাবে অনলাইন স্টোর তৈরি করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ২( কিভাবে লোগো ও ব্যানার আপলোড করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ৩(কিভাবে ওয়েবসাইটের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমের সংযোগ করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ৪(কিভাবে প্রোডাক্ট ক্যাটাগরি তৈরি করবেন(সাব ক্যাটাগরি সহ)?)

এসো নিজে করিঃ পর্ব ৫ (কিভাবে প্রোডাক্ট আপলোড করবেন)

এসো নিজে করিঃ পর্ব ৬ (কিভাবে প্রোডাক্ট ভ্যারিয়ান্ট ব্যবহার করবেন? ভ্যারিয়ান্ট ইনভেন্টরি, প্রাইসিং সহ)

এসো নিজে করিঃ পর্ব ৭(কিভাবে প্রোডাক্ট ইনভেন্টরি ম্যানেজ করবেন?)

 

 

অনলাইন মার্চেন্ট এর জন্য সবচেয়ে গুরুত্বপুর্ণ হল কাস্টমারের কাছে ডেলিভারি দেয়া। আপনাকে অবশ্যই আপনার কাস্টমারদের ডেলিভারি চার্জের ইন্সট্রাকশন সহ ডেলিভারির কয়েকটি অপশন দিতে হবে। Storrea তার ব্যবসায়ীদের এই ব্যাপারে সাহায্য করে থাকে। নিচে বর্তমানে ব্যবহৃত কয়েকটি ডেলিভারি মেথড এবং সেগুলো এক্টিভেশনের ধাপগুলো দেয়া হলঃ

ধাপ ১ঃ আপনার স্টোরের এডমিন প্যানেল এ লগ ইন করুন।

ধাপ ২ঃ ড্যাশবোর্ড থেকে Settings menu যা উপরের Navigation এ পাবেন সেখানে যান।

    Navigation -> Settings -> Shipping methods

36

এখানে আপনি ৩টি ডেলিভারি মেথড পাবেনঃ

১। ফ্রি শিপিংঃ

যদি গ্রাহকের অর্ডার কিছু শর্ত পূর্ণ করে তাহলে আপনি তাদের কে পণ্যটি ফ্রি ডেলিভারি দিতে পারেন যদি আপনি চান। উদাহরণঃ যদি আপনার গ্রাহক ৫০০ টাকার উপরে বা ৫ কেজি ওজনের বেশি পণ্য অর্ডার করে তাহলে আপনি আপনার গ্রাহক কে ফ্রি ডেলিভারি দিবেন। এর জন্য শর্ত গুলি আপনি সেট করে দিতে পারেন। কিভাবে করবেনঃ

১.১ এটি এক্টিভ করতে শিপিং মেথড এর ডান পাশে এক্টিভ বাটনে ক্লিক করুন।

 

37

 

১.২ ফ্রি ডেলিভারির শর্তগুলি এবং যদি কোন বিশেষ নির্দেশনা থেকে থাকে তা সেট করে দিন। এটি অটোমেটিকালি আপনার স্টোর এ দেখা যাবে এবং কোন গ্রাহক যদি শর্তগুলি পূর্ণ করে তাহলে কোন ডেলিভারি চার্জ তার মূল এমাউন্টের সাথে যোগ হবেনা।

২। স্টোর পিক-আপঃ

এ মেথডটি যেসব ব্যবসায়ীদের দোকান বা পিক-আপ পয়েন্ট সার্ভিস আছে তাদের জন্য উপকারী। ব্যবসায়ীরা এ মেথডটি এক্টিভ করে দিতে পারেন এবং গ্রাহকদের জন্য কিছু নির্দেশনা দিয়ে রাখতে পারেন যে কিভাবে পিক-আপ পয়েন্ট থেকে পণ্য নিতে হবে। কাস্টমার স্টোর পিক-আপ অপশনটি সিলেক্ট করবে এবং নিজেরা দোকান থেকে পণ্য বুঝে নিবে। এক্ষেত্রে কোন পিক-আপ চার্জ প্রযোজ্য নয়। কিভাবে করতে হবেঃ

২.১ এটি এক্টিভ করতে শিপিং মেথড এর ডান পাশে এক্টিভ বাটনে ক্লিক করুন।

38

২.২ ব্যবসায়ীদের জন্য কোন নির্দেশনা থাকলে তা দিন এবং মেথডটি আপডেট করুন। এখন মেথডটি আপনার স্টোরের চেক-আউট পেজ এ দেখা যাবে।

৩। স্ট্যান্ডার্ড শিপিং/ডেলিভারি মেথডঃ

এখানে আপনাকে লোকেশন এর উপর ভিত্তি করে বিভিন্ন ডেলিভারি চার্জ় সেট করতে হবে। কিভাবে তা করতে হবে সেই সম্পর্কিত সকল তথ্য এই আর্টিকেল এ পাবেন

কিভাবে লোকেশন/জায়গা অনুসারে শিপিং রেট এড করবেনঃ

৩.১ঃ শিপিং মেথড এর ডান পাশে এক্টিভ বাটনের ক্লিক করুন।

39

৩.২ঃ ‘Add New Shipping rates’ বাটনটি ক্লিক করুন স্ট্যান্ডার্ড শিপিং চার্জ সেট করার জন্য।

40

এবার আপনার ব্যবসার পলিসি অনুযায়ী সেট করে ফেলুন কোন অঞ্চলের জন্যে কত শিপিং রেট রাখবেন।

চাই নিজের অনলাইন স্টোর

 

 

 

(Visited 499 times, 1 visits today)
1

Comments