বাংলাদেশের অনলাইন উদ্যোক্তারা স্টোরিয়াতে স্টোর খোলার সময় বেশ কিছু সুনির্দিষ্ট ঝামেলায় পড়েন। যেহেতু তারা অনেক ক্ষেত্রেই টেকনিক্যাল জ্ঞান রাখেন না তাই সেসব সমস্যা সমাধানে তাদেরকে বেশ বেগ পেতে হয়। তাদের কে সাহায্যের হাত বাড়িয়ে দিতেই আমাদের এই নতুন প্রচেষ্টা; “এসো নিজে করি” সিরিজ।

আগের পর্বগুলো পড়ুন এখানেঃ
এসো নিজে করিঃ পর্ব ১ (কিভাবে অনলাইন স্টোর তৈরি করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ২( কিভাবে লোগো ও ব্যানার আপলোড করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ৩(কিভাবে ওয়েবসাইটের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমের সংযোগ করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ৪(কিভাবে প্রোডাক্ট ক্যাটাগরি তৈরি করবেন(সাব ক্যাটাগরি সহ)?)

এসো নিজে করিঃ পর্ব ৫ (কিভাবে প্রোডাক্ট আপলোড করবেন)

এসো নিজে করিঃ পর্ব ৬ (কিভাবে প্রোডাক্ট ভ্যারিয়ান্ট ব্যবহার করবেন? ভ্যারিয়ান্ট ইনভেন্টরি, প্রাইসিং সহ)

এসো নিজে করিঃ পর্ব ৭(কিভাবে প্রোডাক্ট ইনভেন্টরি ম্যানেজ করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ৮(কিভাবে শিপিং মেথড কনফিগারেশন করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ৯(কিভাবে পেমেন্ট মেথড সেটাপ করবেন?)

ইনভয়েস বিলিং এর অন্যতম পার্ট হল ট্যাক্স রেট এড করা। আমাদের এলগোরিদম আপনাকে প্রি-কনফিগার্ড ট্যাক্স রেট তৈরি করতে সাহায্য করে। যখনি কোনো গ্রাহক আপনার প্রোডাক্ট অর্ডার করবে তখুনি তা আপনার বিলের সাথে যুক্ত হয়ে যাবে। ট্যাক্স কনফিগারেশন করা খুব সহজ Storrea তে, নিচের ধাপ গুলো অনুসরণ করতে হবেঃ

ধাপ-১ :আপনার স্টোর এর ব্যাক এন্ড/ এডমিন প্যানেল এ লগ ইন করুন।

ধাপ-২ : এরপর মেনুর ‘Tax Rate’ লেখা অপশনে ক্লিক করুন যা আপনার স্ক্রিনের বাম পাশে থাকবে।

ধাপ-৩ : ধাপ ২ শেষ হলে একটি নতুন উইন্ডো খুলবে যা দেখতে নিচের ছবিটির মত হবে।

tax-1

‘Tax rate’ টাইটেলের নিচে ‘Name’ এর জায়গায় ট্যাক্সের ধরনের নাম লিখতে হবে। যেমনঃ Value added tax, Import duty tax, Duty tax, ইত্যাদি। এরপর ট্যাক্সের রেট লিখুন এবং ‘Add New Tax Rate’ বাটনে ক্লিক করুন।

tax-2

ট্যাক্স এড করার পর তা ‘All Tax Rate’ এ যোগ হবে।

tax-3

একইভাবে আপনি অন্যান্য ট্যাক্স এড করতে পারবেন।

tax-4

প্রোডাক্টের সাথে ট্যাক্স এড করা হয়ে গেলে গ্রাহকরা কোন কিছু অর্ডার করার সাথে সাথে তা অর্ডার ইনভয়েস এর সাথে যোগ হয়ে যাবে।

প্রোডাক্টের সাথে ট্যাক্স যুক্তকরনঃ
যখনি কোন প্রোডাক্ট স্টোরে এড করা হবে তখুনি সাথে ত্যক্স যোগ করে দিতে পারবেন। এটি আপনি পরেও করতে পারবেন এবং তা করার জন্য প্রথমে মেনু থেকে ‘Product’ অপশন এ গিয়ে ‘All Product’ অপশন সিলেক্ট করতে হবে।

tax-6

যে আইটেম এর সাথে ট্যাক্স যোগ করতে চান সেই আইটেম টি সিলেক্ট করুন এবং যখন নতুন উইন্ডো খুলবে তখন নিচের সেগমেন্ট টি তে স্ক্রোল করে যান।

tax-7

যে ট্যাক্স রেটটি যোগ করতে চান সেটি ‘Tax Rate’ ফিল্ডের নিচে যোগ করুন এবং উপরের উইন্ডোর ডান দিকের ‘Update Product’ এ ক্লিক করুন (অপশনটি পাওয়ার জন্য স্ক্রোল করুন)।

tax-8

ট্যাক্স রেটটি এখন বিলিং ইনভয়েস এ দেখা যাবে (যখনি আপনার কাস্টমার প্রোডাক্টটি কিনতে চাবে)।

 

চাই নিজের অনলাইন স্টোর

(Visited 360 times, 1 visits today)
0

Comments