বাংলাদেশের অনলাইন উদ্যোক্তারা স্টোরিয়াতে স্টোর খোলার সময় বেশ কিছু সুনির্দিষ্ট ঝামেলায় পড়েন। যেহেতু তারা অনেক ক্ষেত্রেই টেকনিক্যাল জ্ঞান রাখেন না তাই সেসব সমস্যা সমাধানে তাদেরকে বেশ বেগ পেতে হয়। তাদের কে সাহায্যের হাত বাড়িয়ে দিতেই আমাদের এই নতুন প্রচেষ্টা; “এসো নিজে করি” সিরিজ।

আগের পোস্টগুলো পড়ুন এখানেঃ
এসো নিজে করিঃ পর্ব ১ (কিভাবে অনলাইন স্টোর তৈরি করবেন?)

এসো নিজে করি ঃ পর্ব ২( কিভাবে লোগো ও ব্যানার আপলোড করবেন?)

এসো নিজে করি ঃ পর্ব ৩(কিভাবে ওয়েবসাইটের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমের সংযোগ করবেন?)

 

প্রোডাক্ট ক্যাটাগরাইজ করা যেকোন  ই-কমারস সাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। কাস্টমারদের সময় নেই আপনার সব প্রোডাক্ট ঘেটে দেখার। Storrea আপনাকে দিচ্ছে খুব সহজেই প্রোডাক্ট ক্যাটাগরাইজ করার সুযোগ।

আমরা এখানে প্যারেন্ট ক্যাটাগরি এবং সাব-ক্যাটাগরি দুটো নিয়েই আলোচনা করব।

প্রথম ধাপঃ

Storrea সাইট আপনার সাইটের এডমিন প্যানেলে লগিন করুন।

দ্বিতীয় ধাপঃ

ড্যাশবোর্ডে এসে Product অপশনটি বের করুন এবং সেখানে থেকে প্রোডাক্ট ক্যাটাগরিতে ক্লিক করুন। এখানে আপনাকে একটি Table দেখানো হবে। যদি আপনার কোন ক্যাটাগরি অ্যাসাইন করা না থাকে তাহলে এটি খালি দেখাবে।

5

 

কিভাবে প্যারেন্ট ক্যাটাগরি তৈরি করবেন

প্রথম ধাপঃ উপরে ডান কর্নারে থাকা Add New Product Category” বাটনে ক্লিক করুন।

6

ক্লিক করার পর আপনার সামনে এই উইন্ডোটি আসবে।

7

  1. Name Bar –এ ক্যাটাগরির নাম ইনপুট দিন।
  2. এখান থেকে আপনি প্রোডাক্ট ক্যাটাগরি সিলেক্ট করবেন, যদি এটা আপনার প্রথম ইনপুট হয় তাহলে কোন ঝামেলা নেই। কিন্তু আগে থেকে যদি কোন প্রোডাক্ট ক্যাটাগরি তৈরি করা থাকে তাহলে লিস্টে সেটি দেখাবে।নতুন প্যারেন্ট ক্যাটাগরি ক্রিয়েট করার জন্য এটি Default setting এই রাখুন।
  3. আপনি একটি ইমেজ ফাইল এসাইন করতে পারেন যেটি ক্যাটাগরি পেজে নামের পাহে শো করবে। এটা দেয়া বাধ্যতামূলক নয়।
  4. “Create New Product Category” বাটনে ক্লিক করে কাজ শেষ করুন।

 

প্যারেন্ট ক্যাটাগরির সাথে সাব-ক্যাটাগরি সংযুক্ত করবেন কিভাবে

 

Add New Product Category” তে ক্লিক করলে আপনি আপনার অ্যাড করা প্যারেন্ট ক্যাটাগরি দেখতে পাবেন। সেখানে “Parent” অপশনে ক্লিক করে অলরেডি এক্সিস্ট করা যেকোন একটি প্যারেন্ট ক্যাটাগরি সিলেক্ট করুন। তাহলে নতুন ভাবে সংযোজন করা ক্যাটাগরিটি সিলেক্ট করা প্যারেন্ট ক্যাটেগরির আন্ডারে সাব-ক্যাটাগরি হিসেবে থাকবে।

আপনি চাইলে সাব-ক্যাটাগরির আন্ডারে আরো ক্যাটাগরি সংযোজন করতে পারেন।

8

ব্যাস তৈরি হয়ে গেল আপনার স্টোরিয়া স্টোরের ক্যাটাগরি। এবার চাইলে এই ক্যাটগরিগুলো কে দেখাতে পারেন নিজের স্টোরের হেডার মেন্যুতে। যা আমাদের পরবর্তি সিরিজে আলোচনা করা হয়েছে।

চাই নিজের অনলাইন স্টোর

 

 

(Visited 717 times, 1 visits today)
0

Comments