আমাদের অনলাইন উদ্যোক্তারা স্টোরিয়াতে স্টোর খোলার সময় বেশ কিছু সুনির্দিষ্ট ঝামেলায় পড়েন। যেহেতু তারা অনেক ক্ষেত্রেই টেকনিক্যাল জ্ঞান রাখেন না তাই সেসব সমস্যা সমাধানে তাদেরকে বেশ বেগ পেতে হয়। তাদের কে সাহায্যের হাত বাড়িয়ে দিতেই আমাদের এই নতুন প্রচেষ্টা; “এসো নিজে করি” সিরিজ।

আগের পর্বগুলো পড়ুন এখানেঃ
এসো নিজে করিঃ পর্ব ১ (কিভাবে অনলাইন স্টোর তৈরি করবেন?)

এসো নিজে করি ঃ পর্ব ২( কিভাবে লোগো ও ব্যানার আপলোড করবেন?)

এসো নিজে করি ঃ পর্ব ৩(কিভাবে ওয়েবসাইটের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমের সংযোগ করবেন?)

এসো নিজে করি ঃ পর্ব ৪(কিভাবে প্রোডাক্ট ক্যাটাগরি তৈরি করবেন(সাব ক্যাটাগরি সহ)?)

এসো নিজে করি ঃ পর্ব ৫ (কিভাবে প্রোডাক্ট আপলোড করবেন)

এসো নিজে করি ঃ পর্ব ৬ (কিভাবে প্রোডাক্ট ভ্যারিয়ান্ট ব্যবহার করবেন? ভ্যারিয়ান্ট ইনভেন্টরি, প্রাইসিং সহ)

এসো নিজে করি ঃ পর্ব ৭(কিভাবে প্রোডাক্ট ইনভেন্টরি ম্যানেজ করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ৮(কিভাবে শিপিং মেথড কনফিগারেশন করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ৯(কিভাবে পেমেন্ট মেথড সেটাপ করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ১০ (কিভাবে ট্যাক্স রেট কনফিগার করবেন)

এসো নিজে করিঃ পর্ব ১১ (কিভাবে কাস্টম পেজ অ্যাড করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ১২ (কিভাবে About us এবং Terms and Services কনফিগার করবেন?)

 

প্রথম ধাপঃ আপনার স্টোরের এডমিন প্যানেলে প্রবেশ করুন।

দ্বিতীয় ধাপঃ ড্যাশবোর্ডে গিয়ে “Store” এ ক্লিক করে “Navigation” বাটনে ক্লিক করুন।

nav-0

তৃতীয় ধাপঃ আপনার সামনে “Manage Store Navigation” উইন্ডোটি ওপেন হবে। এখান থেকে আপনি Header ও Footer মেনু নিজের মত করে এডিট করার অপশন দেখতে পাবেন।

nav-1nav-2

চতুর্থ ধাপঃ এছাড়াও আপনি চাইলে “Catalog”, ”Home”, ”Product” কিংবা আপনার কাস্টম পেজ যুক্ত করতে পারেন।

nav-3

অপশন (i) আপনাকে ডেফল্ট পেজ যেমন “Catalog”, “Cart” ইত্যাদি অ্যাড করতে দিবে।

অপশন (ii) দিচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি অ্যাড করার সুযোগ।

অপশন (iii) আপনাকে কাস্টম পেজ অ্যাড করতে দিবে।

(Visited 283 times, 1 visits today)
0

Comments