বাংলাদেশের অনলাইন উদ্যোক্তারা স্টোরিয়াতে স্টোর খোলার সময় বেশ কিছু সুনির্দিষ্ট ঝামেলায় পড়েন। যেহেতু তারা অনেক ক্ষেত্রেই টেকনিক্যাল জ্ঞান রাখেন না তাই সেসব সমস্যা সমাধানে তাদেরকে বেশ বেগ পেতে হয়। তাদের কে সাহায্যের হাত বাড়িয়ে দিতেই আমাদের এই নতুন প্রচেষ্টা; “এসো নিজে করি” সিরিজ।

আগের পোস্টগুলো পড়ুন এখানেঃ

এসো নিজে করিঃ পর্ব ১ (কিভাবে অনলাইন স্টোর তৈরি করবেন?)

এসো নিজে করি ঃ পর্ব ২( কিভাবে লোগো ও ব্যানার আপলোড করবেন?)

অনলাইনে বেচাকেনার জন্য সামাজিক মাধ্যম, বিশেষ করে ফেশবুক বেশ জনপ্রিয়তা লাভ করেছে। Storrea আপনাকে দিচ্ছে আপনার ওয়েবসাইটে আপনার বিদ্যমান ফেসবুক পেজটিকে ইন্টিগ্রেট করার সুযোগ।

প্রথম ধাপঃ

Storrea সাইট থেকে আপনার সাইটের এডমিন পেজে লগিন করুন।

1

 

দ্বিতীয় ধাপঃ

ড্যাশবোর্ডে গিয়ে সেখান থেকে Theme Customization এ ক্লিক করুন। Navigation_>Store_>Theme customization.

 

তৃতীয় ধাপঃ

আপনার যদি ফেসবুক ফ্যানপেজ তথা বিজনেস পেজ থেকে থাকে তবে তা সংযুক্ত করুন Theme Customization-> Social media settings থেকে।Theme Customization পেজে এসে একটু স্ক্রল ডাউন করলেই Social medial settings দেখতে পাবেন। ফেসবুক পেজ ছাড়াও আপনার কাছে থাকছে Twitter, Google plus, Pinterest একাউন্ট সংযোগ করার সুযোগ।

4

আপনার যদি শুধু ফেসবুক পেজ থাকে তাহলে বাকি সেটিং গুলো সম্পূর্ণ খালি রেখে থিম আপডেট করুন।

চাই নিজের অনলাইন স্টোর

 

 

(Visited 729 times, 1 visits today)
0

Comments