Google My Business পেইজ ব্যবহার করে কিভাবে আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে গুগলে লিপিবদ্ধ করবেন এবং এই সংক্রান্ত তথ্যাদি বিস্তারিত জেনে নিন।

Google My Business পেইজ কি?

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন হলো গুগল। কেউ যদি আপনার ব্যবসা সম্পর্কিত তথ্য জানতে চান স্বাভাবিকভাবেই তিনি গুগলে সার্চ করেন। Google My Business পেইজ হলো গুগলের একটি ফ্রি টুল বা সার্ভিস যার মাধ্যমে আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে গুগলের তথ্যভান্ডারে তথা ইন্টারনেট জগতে লিপিবদ্ধ করতে পারবেন। Google My Business পেইজের মাধ্যমে আপনার কিছু ব্যবসায়িক তথ্য গুগল থেকে ভেরিফিকেশন করালে গুগল সার্চে এবং গুগল ম্যাপে অনলাইন ভিজিটররা খুব সহজেই আপনার ব্যবসা প্রতিষ্ঠান খুঁজে পাবে এবং বিস্তারিত জানতে পারবে।

storrea google my business page

কেন Google My Business পেইজ ব্যবহার করবেন?

প্রথমত আপনার ব্যবসাকে ইন্টারনেট জগতে তুলে ধরার জন্যই আপনি Google My Business পেইজটি ব্যবহার করবেন। গুগল সার্চ এবং গুগল ম্যাপে আপনার প্রতিষ্ঠান লিপিবদ্ধ থাকবে। আপনার প্রতিষ্ঠানের ঠিকানা, অফিসের সময়সূচী, ফোন নাম্বার, ইমেইল ইত্যাদি তথ্য ভিজিটর খুব সহজেই দেখতে পারবে। গুগল ম্যাপে আপনার প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যাবে খুব সহজেই এবং কিভাবে সেখানে যাওয়া যায় সেই নির্দেশনাও পাওয়া যাবে। সবচেয়ে বড় কথা Google My Business এর মাধ্যমে আপনার প্রতিষ্ঠানটি গুগল কর্তৃক ভেরিফাইড হবে যা আপনার কাস্টমারদেরকে দিবে বাড়তি নির্ভরতা। এছাড়াও এর মাধ্যমে যে কেউ আপনার প্রতিষ্ঠানের রিভিউও করতে পারবে।

কিভাবে গুগলে বিজনেস অ্যাকাউন্ট খুলবেন?

  • গুগলে বিজনেস অ্যাকাউন্ট খোলার জন্য যেতে হবে এই ঠিকানায় https://business.google.com
  • আপনার জিমেইল অ্যাড্রেস দিয়ে সাইন ইন করুন (জিমেইল না থাকলে তৈরি করে নিতে হবে)
  • একটি রেজিস্ট্রেশন ফর্ম আসবে। সেখানে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম, দেশ, ঠিকানা, শহর, পোস্ট কোড, ব্যবসায়িক ফোন নাম্বার, ক্যাটাগরি, ওয়েবসাইটের ঠিকানা দিয়ে Continue বাটন চাপুন

Add a business-google-my-business-storrea

  • একটি কনফার্মেশন চেকবক্স আসবে “I am authorized to manage this business and I agree to the Terms of Service”। এটি চেক করে Continue বাটন চাপুন
  • আপনার Google My Business পেইজটি তৈরি হয়ে যাবে
  • Google My Business পেইজের নিচের দিকে লোকেশনে আপনার প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, ফোন নাম্বার এবং ওয়েবসাইট দেখাবে, লক্ষ্য করুন Status থাকবে Not Published। ইতিমধ্যে আপনি যেই ঠিকানা ব্যবহার করেছেন সেই ঠিকানায় গুগল একটি ভেরিফিকেশন কোড পাঠাবে
  • ভেরিফিকেশন কোডটি ডাকযোগে গুগল সরাসরি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানায় পৌছাবে। কোডটি ভেরিফাই করতে Get Verified লিঙ্কে ক্লিক করুন
  • আপনার সঠিক ভেরিফিকেশন কোডটি দিন এবং Submit বাটন চাপুন
  • ব্যাস, হয়ে গেলো আপনার ভেরিফাইড Google My Business পেইজ

কিভাবে Google My Business পেইজে ব্যবসায়িক তথ্য পরিবর্তন করবেন?

  • Google My Business পেইজের নিচের দিকে আপনার প্রতিষ্ঠানের নামের উপরে ক্লিক করুন, আপনার প্রতিষ্ঠানের ড্যাশবোর্ড আসবে
  • বামপাশের মেনু থেকে Info তে ক্লিক করুন এবং প্রয়োজন মত Office hours, Special hours, Phone, Website এর তথ্য সংযুক্ত বা পরিবর্তন করুন
  • বামপাশের মেনু থেকে Photos এ ক্লিক করুন এবং প্রতিষ্ঠান সংক্রান্ত ছবি আপলোড করুন
  • আপনার ব্যবসায়িক অংশীদারদেরকে বা টিমের অন্য কাউকে Google My Business পেইজে যুক্ত করতে বামপাশের মেনু থেকে Users এ যান এবং সেই ব্যক্তির ইমেইল অ্যাড্রেস এবং Role (Owner/Manager/Communication Manager) সিলেক্ট করে ইনভাইট করুন

আপনার ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে গুগল ম্যাপে যুক্ত করবেন?

  • জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন থাকা অবস্থায় ভিজিট করুন https://www.google.com.bd/maps/
  • আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা সার্চ করে বা ম্যাপে জুম করে সিলেক্ট করুন
  • ঠিকানা সিলেক্ট করে Add a missing place এ ক্লিক করুন
  • Add a place ফর্মে প্রতিষ্ঠানের নাম, ক্যাটাগরি, ফোন, ওয়েবসাইট এবং বিজনেস সময় দিয়ে Submit বাটন চাপুন

google-map-storrea

কিছু দরকারি তথ্য

  • ব্যবসার ক্যাটাগরি সিলেক্ট করার সময় আপনার ব্যবসার সাথে সামঞ্জস্য ক্যাটাগরি সিলেক্ট করুন। ই-কমার্স ব্যবসার ক্ষেত্রে আপনার পণ্য সংশ্লিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, এছাড়াও E-commerce Service নামেও ক্যাটাগরি ব্যবহার করতে পারেন
  • গুগল থেকে ডাকযোগে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানায় ভেরিফিকেশন কোড পাঠানো হবে, তাই সঠিক ঠিকানা ব্যবহার করুন
  • ভেরিফিকেশন পোস্টকোড আপনার ঠিকানায় আসতে সর্বোচ্চ ১৪ দিন সময় লাগতে পারে
  • আপনার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান থাকলে আপনি ভিন্ন ভিন্ন বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন
  • অ্যাকাউন্ট ট্রান্সফার করার জন্য Manage Users থেকে User role ব্যবহার করে Primary Owner পরিবর্তন করুন
  • ইমেইজ ব্যবহারের ক্ষেত্রে Interior, Exterior, At work, Team এবং Identity এই অংশগুলোতে আলাদা আলাদা ছবি আপলোড করতে পারবেন
  • Google My Business পেইজ সংক্রান্ত যে কোন সাপোর্টের জন্য ভিজিট করুন https://support.google.com/business/

 

তবে আর দেরি কেন? উপরের ধাপগুলো মেনে খুব সহজেই নিজের ব্যবসাকে গুগলের কাছে লিপিবদ্ধ করে নিন যেন কাস্টমার চাইলেই গুগল সার্চ বা গুগল ম্যাপে আপনার ব্যবসাকে খুঁজে পেতে পারে।

 

(Visited 3,530 times, 1 visits today)
2

Comments