বাংলাদেশের অনলাইন উদ্যোক্তারা স্টোরিয়াতে স্টোর খোলার সময় বেশ কিছু সুনির্দিষ্ট ঝামেলায় পড়েন। যেহেতু তারা অনেক ক্ষেত্রেই টেকনিক্যাল জ্ঞান রাখেন না তাই সেসব সমস্যা সমাধানে তাদেরকে বেশ বেগ পেতে হয়। তাদের কে সাহায্যের হাত বাড়িয়ে দিতেই আমাদের এই নতুন প্রচেষ্টা; “এসো নিজে করি” সিরিজ।

আগের পর্বগুলো পড়ুন এখানেঃ

এসো নিজে করিঃ পর্ব ১ (কিভাবে অনলাইন স্টোর তৈরি করবেন?)

এসো নিজে করি ঃ পর্ব ২( কিভাবে লোগো ও ব্যানার আপলোড করবেন?)

এসো নিজে করি ঃ পর্ব ৩(কিভাবে ওয়েবসাইটের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমের সংযোগ করবেন?)

এসো নিজে করি ঃ পর্ব ৪(কিভাবে প্রোডাক্ট ক্যাটাগরি তৈরি করবেন(সাব ক্যাটাগরি সহ)?)

এসো নিজে করি ঃ পর্ব ৫ (কিভাবে প্রোডাক্ট আপলোড করবেন)

এসো নিজে করি ঃ পর্ব ৬ (কিভাবে প্রোডাক্ট ভ্যারিয়ান্ট ব্যবহার করবেন? ভ্যারিয়ান্ট ইনভেন্টরি, প্রাইসিং সহ)

এসো নিজে করি ঃ পর্ব ৭(কিভাবে প্রোডাক্ট ইনভেন্টরি ম্যানেজ করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ৮(কিভাবে শিপিং মেথড কনফিগারেশন করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ৯(কিভাবে পেমেন্ট মেথড সেটাপ করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ১০ (কিভাবে ট্যাক্স রেট কনফিগার করবেন)

এসো নিজে করিঃ পর্ব ১১ (কিভাবে কাস্টম পেজ অ্যাড করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ১২ (কিভাবে About us এবং Terms and Services কনফিগার করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ১৩ (কিভাবে ওয়েবসাইটের Header/Footer  নেভিগেশন করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ১৪ (কিভাবে ফেসবুক স্টোর কনফিগার করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ১৫ (কিভাবে সাইটে Live Chat এবং Google Analytics ইন্টিগ্রেট করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ১৬ (কিভাবে সাইটে Popup Window শো করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ১৭ (কিভাবে অর্ডার প্রসেসিং করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ১৮ (কিভাবে বিজনেস রিপোর্ট ব্যবহার করবেন(ভিজিটর ও সেলস রিপোর্টসহ))

এসো নিজে করিঃ পর্ব ১৯ (কিভাবে ওয়েবসাইটে কাস্টমার রেজিস্ট্রেশন করবেন?)

 

প্রথম ধাপঃ ড্যাশবোর্ড থেকে Settings অপশনের ড্রপ ডাউন মেনু থেকে Staff Management অপশনটি ক্লিক করুন।

দ্বিতীয় ধাপঃ Store Staff পেজ থেকে Add New Staff অপশনে ক্লিক করুন।

storrea admin panel

দ্বিতীয় ধাপঃ Store Staff পেজ থেকে Add New Staff অপশনে ক্লিক করুন।

add new start

তৃতীয় ধাপঃ নতুন স্টাফের ইমেইল আইডি এবং তাকে আপনি কি কি পারমিশন দিবেন তার একটি চেকলিস্ট দেখা যাবে। সেখান থেকে আপনার ইচ্ছামত পারমিশন সিলেক্ট করুন। শেষে Send Confirmation Mail অপশনে ক্লিক করুন।

add new staff

স্টোর স্টাফ লিস্টে নতুন স্টাফের নাম দেখা যাবে। সেখানে Edit অপশন থেকে আপনি পারমিশন চাইলে চেঞ্জ করতে পারেন।

store staff

চতুর্থ ধাপঃ আপনার স্টাফ কনফার্মেশন মেইল এ ক্লিক করে কনফার্ম করার পর, স্টোরিয়ার হোম পেজ থেকে Staff login অপশনে গিয়ে আপনার স্টোরে প্রবেশ করতে পারবে।

staff login to store.

 

 

(Visited 108 times, 1 visits today)
0

Comments