বাংলাদেশের অনলাইন উদ্যোক্তারা স্টোরিয়াতে স্টোর খোলার সময় বেশ কিছু সুনির্দিষ্ট ঝামেলায় পড়েন। যেহেতু তারা অনেক ক্ষেত্রেই টেকনিক্যাল জ্ঞান রাখেন না তাই সেসব সমস্যা সমাধানে তাদেরকে বেশ বেগ পেতে হয়। তাদের কে সাহায্যের হাত বাড়িয়ে দিতেই আমাদের এই নতুন প্রচেষ্টা; “এসো নিজে করি” সিরিজ।

আগের পর্বগুলো পড়ুন এখানেঃ

এসো নিজে করিঃ পর্ব ১ (কিভাবে অনলাইন স্টোর তৈরি করবেন?)

এসো নিজে করি ঃ পর্ব ২( কিভাবে লোগো ও ব্যানার আপলোড করবেন?)

এসো নিজে করি ঃ পর্ব ৩(কিভাবে ওয়েবসাইটের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমের সংযোগ করবেন?)

এসো নিজে করি ঃ পর্ব ৪(কিভাবে প্রোডাক্ট ক্যাটাগরি তৈরি করবেন(সাব ক্যাটাগরি সহ)?)

এসো নিজে করি ঃ পর্ব ৫ (কিভাবে প্রোডাক্ট আপলোড করবেন)

এসো নিজে করি ঃ পর্ব ৬ (কিভাবে প্রোডাক্ট ভ্যারিয়ান্ট ব্যবহার করবেন? ভ্যারিয়ান্ট ইনভেন্টরি, প্রাইসিং সহ)

এসো নিজে করি ঃ পর্ব ৭(কিভাবে প্রোডাক্ট ইনভেন্টরি ম্যানেজ করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ৮(কিভাবে শিপিং মেথড কনফিগারেশন করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ৯(কিভাবে পেমেন্ট মেথড সেটাপ করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ১০ (কিভাবে ট্যাক্স রেট কনফিগার করবেন)

এসো নিজে করিঃ পর্ব ১১ (কিভাবে কাস্টম পেজ অ্যাড করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ১২ (কিভাবে About us এবং Terms and Services কনফিগার করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ১৩ (কিভাবে ওয়েবসাইটের Header/Footer  নেভিগেশন করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ১৪ (কিভাবে ফেসবুক স্টোর কনফিগার করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ১৫ (কিভাবে সাইটে Live Chat এবং Google Analytics ইন্টিগ্রেট করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ১৬ (কিভাবে সাইটে Popup Window শো করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ১৭ (কিভাবে অর্ডার প্রসেসিং করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ১৮ (কিভাবে বিজনেস রিপোর্ট ব্যবহার করবেন(ভিজিটর ও সেলস রিপোর্টসহ))

এসো নিজে করিঃ পর্ব ১৯ (কিভাবে ওয়েবসাইটে কাস্টমার রেজিস্ট্রেশন করবেন?)

 

স্টোরিয়া আপনার ই-কমার্স বিজনেস সাইটের জন্য বিভিন্ন রিপোর্ট জেনেরেট করে থাকে। ব্যবসার অতীত,  বর্তমান, ভবিষ্যৎ এর জন্য এই রিপোর্ট গুলো গুরুত্বপূর্ণ। এই ব্লগে ফাইনান্স রিপোর্ট সম্পর্কে বুঝিয়ে বলা হবে।

প্রথম ধাপঃ আপনার সাইটের ড্যাশবোর্ড থেকে Reports অপশনে গিয়ে ড্রপ ডাউন লিস্ট থেকে “Finance Report” অপশনটি ক্লিক করুন।

1

দ্বিতীয় ধাপঃ স্টোরিয়া আপনাকে পাঁচ ধরনের ফাইনান্স রিপোর্ট দিয়ে থাকে। Finance Summary report, Payments Over Time Report, Sales over Time Report, Sales By Report, Payment Method Report ।

Finance Summary Report আপনার গ্রস সেল অর্থাৎ সব মিলিয়ে কত টাকার প্রোডাক্ট বিক্রি হয়েছে, ডিস্কাউন্ট কত টুকু দেয়া হয়েছে, শিপিং চার্জ, ট্যাক্স, সব খরচ ছাড়া আপনার নেট সেলস এবং প্রফিটের হিসাব দিবে। এছাড়াও কয়টি প্রোডাক্টের পেমেন্ট সমপ্নন হয়েছে সেটিও দেখা যাবে।

2

একটি অর্ডার করার পর কিভাবে সেটা আপডেট হয় সেটারও ছবি এড করে দিচ্ছি।

3

নতুন অর্ডারের পরঃ

4

Payments Over Time Report আপনাকে ডেট ধরে বলে দিবে দিনে কয়টি অর্ডার থেকে পেমেন্ট পেয়েছেন।

5

 

6

 

অর্ডার করার পরঃ

7

Sales Over Time Report প্রতিদিন আপনার কত টুকু সেল হল, ডিস্কাউন্ট, শিপিং, ট্যাক্স, নেট সেলস, কস্ট প্রাইস এবং দিন শেষে প্রফিটের হিসাব দিবে।

9

অর্ডার করার পরঃ

10

Payment Method Report থেকে কাস্টমারদের জন্য দেয়া পেমেন্ট মেথড থেকে (ক্যাশ অন ডেলিভারি, বিকাশ, রকেট) কোনটি থেকে কয়টি পেমেন্ট করা হয়েছে সেটা দেখা যাবে।

11

 

এই রিপোর্ট গুলো কাজে লাগিয়ে আপনি ব্যাবসার ফিনান্স অ্যানালাইসিস সঠিকভাবে করতে পারবেন।

 

 

(Visited 134 times, 1 visits today)
0

Comments