বাংলাদেশের অনলাইন উদ্যোক্তারা স্টোরিয়াতে স্টোর খোলার সময় বেশ কিছু সুনির্দিষ্ট ঝামেলায় পড়েন। যেহেতু তারা অনেক ক্ষেত্রেই টেকনিক্যাল জ্ঞান রাখেন না তাই সেসব সমস্যা সমাধানে তাদেরকে বেশ বেগ পেতে হয়। তাদের কে সাহায্যের হাত বাড়িয়ে দিতেই আমাদের এই নতুন প্রচেষ্টা; “এসো নিজে করি” সিরিজ।

আগের পর্বগুলো পড়ুন এখানেঃ

এসো নিজে করিঃ পর্ব ১ (কিভাবে অনলাইন স্টোর তৈরি করবেন?)

এসো নিজে করি ঃ পর্ব ২( কিভাবে লোগো ও ব্যানার আপলোড করবেন?)

এসো নিজে করি ঃ পর্ব ৩(কিভাবে ওয়েবসাইটের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমের সংযোগ করবেন?)

এসো নিজে করি ঃ পর্ব ৪(কিভাবে প্রোডাক্ট ক্যাটাগরি তৈরি করবেন(সাব ক্যাটাগরি সহ)?)

এসো নিজে করি ঃ পর্ব ৫ (কিভাবে প্রোডাক্ট আপলোড করবেন)

এসো নিজে করি ঃ পর্ব ৬ (কিভাবে প্রোডাক্ট ভ্যারিয়ান্ট ব্যবহার করবেন? ভ্যারিয়ান্ট ইনভেন্টরি, প্রাইসিং সহ)

এসো নিজে করি ঃ পর্ব ৭(কিভাবে প্রোডাক্ট ইনভেন্টরি ম্যানেজ করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ৮(কিভাবে শিপিং মেথড কনফিগারেশন করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ৯(কিভাবে পেমেন্ট মেথড সেটাপ করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ১০ (কিভাবে ট্যাক্স রেট কনফিগার করবেন)

এসো নিজে করিঃ পর্ব ১১ (কিভাবে কাস্টম পেজ অ্যাড করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ১২ (কিভাবে About us এবং Terms and Services কনফিগার করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ১৩ (কিভাবে ওয়েবসাইটের Header/Footer  নেভিগেশন করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ১৪ (কিভাবে ফেসবুক স্টোর কনফিগার করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ১৫ (কিভাবে সাইটে Live Chat এবং Google Analytics ইন্টিগ্রেট করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ১৬ (কিভাবে সাইটে Popup Window শো করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ১৭ (কিভাবে অর্ডার প্রসেসিং করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ১৮ (কিভাবে বিজনেস রিপোর্ট ব্যবহার করবেন(ভিজিটর ও সেলস রিপোর্টসহ))

এসো নিজে করিঃ পর্ব ১৯ (কিভাবে ওয়েবসাইটে কাস্টমার রেজিস্ট্রেশন করবেন?)

 

প্রথম ধাপঃ স্টোরের এডমিন প্যানেলে প্রবেশ করুন।

দ্বিতীয় ধাপঃ ড্যাশবোর্ড থেকে Apps অপশনে ক্লিক করে Discount Coupon এ ডাবল ক্লিক করুন।

storrea admin panel

 

তৃতীয় ধাপঃ স্ক্রিনে আপনার পূর্বের তৈরি করা কুপনের লিস্ট (যদি করে থাকেন) এবং নতুন কুপন তৈরি করার অপশনটি দেখা যাবে ( লাল দাগ)। Create New Coupon –এ ক্লিক করুন।

2

চতুর্থ ধাপঃ এখন আপনার সামনে কুপন এর ডিটেইল দেয়ার জন্য একটি ফর্ম আসবে।

discount coupon

জেনেরাল ইনফরমেশন অপশনে কুপনের নাম (সামার/ ইদ/ পুজা), কোড নাম্বার (চাইলে র‍্যান্ডম কোড জেনেরেটর ব্যবহার করতে পারেন), এক্টিভ স্ট্যাটাস সিলেক্ট করতে হবে।

ডেট রেঞ্জে কতদিন কুপনটি এক্টিভ থাকবে সেটি নির্দিষ্ট করে দিতে হবে।

শেষ অপশন হল “ডিস্কাউন্ট অন”। এখানে আপনি ডিস্কাউন্ট টাইপ অপশনে এমাউন্ট অথবা পারসেন্টেজ হিসেবে ডিস্কাউন্ট দিতে পারেন।  ডিস্কাউন্ট অনে ড্রপ ডাউন বক্সে ৫ টি অপশন পাবেন। চাইলে আপনি সব প্রোডাক্ট, অথবা নির্দিষ্ট মুল্যের উপরে ( ধরুন ১০০০ টাকার উপরে অর্ডার) , কোন নির্দিষ্ট কালেকশনে, কোন একটি প্রডাক্টে অথবা পেমেন্ট মেথড (বিকাশ/ রকেট) এর উপরে আপনার ডিস্কাউন্ট কুপনটি এপ্লাই করতে পারেন।

 

4

Create Discount অপশনে ক্লিক করে আপনার কুপনটি সম্পূর্ণ করুন।

শেষ ধাপঃ

ডিস্কাউন্ট কুপন অপশনে এখন আপনার তৈরি করা কুপনটি দেখা যাবে।

5

এখানে খেয়াল রাখতে হবে যে, কুপনটি Case Sensitive ।

স্টোর ফ্রন্ট থেকে চেক আউটে কুপনটি আপ্লাই করার পর তার বিলে পরিবর্তন দেখতে পাবে।

6

এখানে খেয়াল রাখতে হবে যে, কুপনটি Case Sensitive ।

স্টোর ফ্রন্ট থেকে চেক আউটে কুপনটি আপ্লাই করার পর তার বিলে পরিবর্তন দেখতে পাবে।

7

এভাবেই স্টোর থেকে ডিস্কাউন্ট কুপন তৈরি এবং স্টোর ফ্রন্ট থেকে প্রয়োগ করতে হবে।

(Visited 147 times, 1 visits today)
1

Comments