বাংলাদেশের অনলাইন উদ্যোক্তারা স্টোরিয়াতে স্টোর খোলার সময় বেশ কিছু সুনির্দিষ্ট ঝামেলায় পড়েন। যেহেতু তারা অনেক ক্ষেত্রেই টেকনিক্যাল জ্ঞান রাখেন না তাই সেসব সমস্যা সমাধানে তাদেরকে বেশ বেগ পেতে হয়। তাদের কে সাহায্যের হাত বাড়িয়ে দিতেই আমাদের এই নতুন প্রচেষ্টা; “এসো নিজে করি” সিরিজ।

আগের পর্বগুলো পড়ুন এখানেঃ

এসো নিজে করিঃ পর্ব ১ (কিভাবে অনলাইন স্টোর তৈরি করবেন?)

এসো নিজে করি ঃ পর্ব ২( কিভাবে লোগো ও ব্যানার আপলোড করবেন?)

এসো নিজে করি ঃ পর্ব ৩(কিভাবে ওয়েবসাইটের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমের সংযোগ করবেন?)

এসো নিজে করি ঃ পর্ব ৪(কিভাবে প্রোডাক্ট ক্যাটাগরি তৈরি করবেন(সাব ক্যাটাগরি সহ)?)

এসো নিজে করি ঃ পর্ব ৫ (কিভাবে প্রোডাক্ট আপলোড করবেন)

এসো নিজে করি ঃ পর্ব ৬ (কিভাবে প্রোডাক্ট ভ্যারিয়ান্ট ব্যবহার করবেন? ভ্যারিয়ান্ট ইনভেন্টরি, প্রাইসিং সহ)

এসো নিজে করি ঃ পর্ব ৭(কিভাবে প্রোডাক্ট ইনভেন্টরি ম্যানেজ করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ৮(কিভাবে শিপিং মেথড কনফিগারেশন করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ৯(কিভাবে পেমেন্ট মেথড সেটাপ করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ১০ (কিভাবে ট্যাক্স রেট কনফিগার করবেন)

এসো নিজে করিঃ পর্ব ১১ (কিভাবে কাস্টম পেজ অ্যাড করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ১২ (কিভাবে About us এবং Terms and Services কনফিগার করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ১৩ (কিভাবে ওয়েবসাইটের Header/Footer  নেভিগেশন করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ১৪ (কিভাবে ফেসবুক স্টোর কনফিগার করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ১৫ (কিভাবে সাইটে Live Chat এবং Google Analytics ইন্টিগ্রেট করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ১৬ (কিভাবে সাইটে Popup Window শো করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ১৭ (কিভাবে অর্ডার প্রসেসিং করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ১৮ (কিভাবে বিজনেস রিপোর্ট ব্যবহার করবেন(ভিজিটর ও সেলস রিপোর্টসহ))

এসো নিজে করিঃ পর্ব ১৯ (কিভাবে ওয়েবসাইটে কাস্টমার রেজিস্ট্রেশন করবেন?)

প্রথম ধাপঃ আপনার সাইটের ড্যাশবোর্ড থেকে Products অপশনে গিয়ে All Products অপশনে ক্লিক করুন।

all products

 

দ্বিতীয় ধাপঃ এখানে আপনার সাইটের সব প্রডাক্টের লিস্ট দেখতে পাবেন। একদম ডান পাশে থাকা Action বাটনে ক্লিক করলে “Manage Related Products” অপশনটি দেখা যাবে। এখানে ক্লিক করুন।

all products

তৃতীয় ধাপঃ আমি Mi Power bank 10000mAh প্রোডাক্টটি সিলেক্ট করেছি, এভেইলেবল প্রোডাক্ট লিস্ত থেকে সঙ্গতিপূর্ণ প্রোডাক্ট, যেমন একই ব্র্যান্ডের প্রোডাক্ট, একই ধরনের কিছু প্রোডাক্ট সিলেক্ট করেছি।

manage related offer

Add Selected অপশনে ক্লিক করলে পাশের লিস্টে সেগুলো দেখা যাবে।

4

 

চতুর্থ ধাপঃ এবার তো গেলো এডমিন প্যানেলের কাজ। এবার স্টোর ফ্রন্ট থেকে ভেরিফাই করার পালা। আপনার স্টোর সাইট থেকে ঐ প্রোডাক্টির উপর ক্লিক করুন।

5

স্ক্রল ডাউন করে নিচে আসলেই দেখতে পাবেন, সিলেক্ট করা প্রোডাক্ট গুলো Related Product হিসেবে দেখা যাচ্ছে।

6

(Visited 108 times, 1 visits today)
0

Comments