দেশ-বিদেশের ইকমার্স খবরাখবর সম্বলিত সাপ্তাহিক আয়োজন স্টোরিয়া ইকমার্স ডাইজেস্ট। ইকমার্সের আলোচিত খবর, পত্রিকার লিংক, ইভেন্টের লিংক, সাক্ষাৎকার এখন পাবেন এক জায়গাতেই। চলুন এবার দেখে নেই এক নজরে গত ৭ দিনে ঘটে যাওয়া এবং আসছে সপ্তাহের ইকমার্সের হালচাল।

আলোচিত ইকমার্স খবরঃ

  • ঈদে যানজটের ভোগান্তি থেকে রেহাই পেতে ও ব্যস্ত জীবনে সময় বাঁচাতে জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন বাজার। নিত্যনতুন পণ্যের সমাহার, বিভিন্ন ছাড় ও উপহারের কমতি নেই ভার্চুয়াল এ বাজারে। ফলে দিনে দিনে মানুষের আস্থা বাড়ছে অনলাইন শপ বা ই-কমার্স সাইটগুলোতে। শুধু রাজধানীতে নয়, অনলাইনে কেনাকাটা হচ্ছে এখন দেশব্যাপী। ঈদের অনলাইন কেনাকাটা নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয় আমার সংবাদ পোর্টালে
  • এবারের ঈদুল ফিতরকে সামনে রেখে অনলাইনে পণ্য কেনাবেচার ব্যবসা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি জমেছে। গত সপ্তাহ পর্যন্ত অনলাইনে অন্তত ৩০০ কোটি টাকা বিক্রি হয়েছে। ঈদের দিন পর্যন্ত বেচাকেনায় এটি ৫০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন বিক্রেতারা। অন্যান্য সময়ের তুলনায় ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর বিক্রি বেড়েছে প্রায় ৩০ শতাংশ। মোবাইল ব্যাংকিংয়ের সুবাদে এ ক্রয়-বিক্রয় বেশ সহজ এবং তৃণমূলেও ছড়িয়ে গেছে। এবারের ঈদে রেকর্ড পরিমান অনলাইন কেনাবেচার খবর নিয়ে দুইটি প্রতিবেদন পড়ুন বাংলাট্রিবিউন এবং ইত্তেফাকে
  • দেশের অনলাইন ব্যবসায় কোন অংশেই পিছিয়ে নেই নারীরা। নিত্যদিনের কাজের ফাঁকে অনেকেই চালাচ্ছেন নিজের অনলাইন শপ। আবার অনেকে অনলাইন ব্যবসাকেই ফুল টাইম জব হিসেবে গ্রহন করছেন। অনলাইন ব্যবসার প্লাটফর্ম হিসেবে বেশিরভাগ নারীরা ফেসবুক পেইজ বা গ্রুপকেই বেছে নিচ্ছেন। ই-ক্যাবের তথ্যমতে, এফ কমার্স বা ফেসবুকভিত্তিক ব্যবসায়িক পেজের ৫০ ভাগই নারী উদ্যোক্তা। সেই হিসেবে দেশে অনলাইন নারী উদ্যোক্তার সংখ্যা প্রায় ৫ হাজার। অন্যান্য উদ্যোক্তার মতো ঈদে ব্যস্ত সময় পার করছেন অনলাইনভিত্তিক নারী উদ্যোক্তারাও। তাদের নিয়ে একটি প্রতিবেদন পড়ুন দৈনিক আমাদেরসময়ে
  • সম্প্রতি ই-কমার্স জায়ান্ট অ্যামাজন কিনে নিলো মার্কিন সুপারমার্কেট চেইন হোল ফুডস মার্কেট কে। তারা প্রতি শেয়ার ৪২ ডলার দামে পুরো নগদ অর্থে প্রতিষ্ঠানটিকে কিনে নিচ্ছে। এ হিসাবে হোল ফুডস-এর দাম হচ্ছে ১৩৭০ কোটি ডলার। এখানে উল্লেখ্য এটি এখন পর্যন্ত অ্যামাজনের সবচেয়ে বড় ক্রয়চুক্তি। এই ক্রয়ের খবর প্রকাশিত হওয়ার পর, অ্যামাজনের প্রতি শেয়ারমূল্য সাড়ে তিন শতাংশ বেড়ে ৯৯৭.৬৭ ডলারে গিয়ে ঠেকে। বিস্তারিত পড়ুন এখানে
  • সম্পদের দিক থেকে বিশ্বের শীর্ষ ধণী মাইক্রোসফটের বিল গেটস এর আরেকটু কাছে পৌছালেন মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন প্রধান জেফ বেজোস। সম্প্রতি মার্কিন সুপারমার্কেট চেইন হোল ফুডস-কে কেনার ঘোষণা দেওয়ায় শেয়ার বাজারের বদৌলতে বেজোস-এর সম্পদের পরিমাণ বেড়েছে আরও ১৮০ কোটি মার্কিন ডলার। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ বলা হচ্ছে ৮৪৬০ কোটি মার্কিন ডলার, যা বিল গেটস-এর তুলনায় ৫০০ কোটি ডলার কম। ধারণা করা হচ্ছে এই গতিতে ব্যবসা চালিয়ে গেলে বিল গেটসকে অল্প দিনেই পেছনে ফেলবেন বেজোস। বিস্তারিত বিডিনিউজ২৪ এর খবরে
  • ভারতে ই-কমার্স ব্যবসায় মার্কিন জায়ান্ট অ্যামাজন-এর সঙ্গে প্রতিযোগিতায় শক্ত অবস্থান নিচ্ছে দেশটির স্থানীয় প্রতিষ্ঠান ফ্লিপকার্ট। গত ১৫ জুন ইবে’র ভারতীয় ব্যবসা ও ‘ফ্লিপকার্ট’ একত্রীকরণের অনুমোদন দেওয়া হয়েছে। ৫০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে ফ্লিপকার্টের সঙ্গে এক হচ্ছে ইবে। ইতিমধ্যে ভারতের তৃতীয় বৃহত্তম অনলাইন রিটেইল প্রতিষ্ঠান স্ন্যাপডিল-কে কিনতেও কথা চালাচ্ছে ফ্লিপকার্ট। একশ’ কোটি মার্কিন ডলারের এই চুক্তি বাস্তবায়ন হলে অ্যামাজনের চেয়ে ব্যবসায় বেশ খানিকটা এগিয়ে থাকবে প্রতিষ্ঠানটি। বিস্তারিত পড়ুন এখানে
  • অনলাইন ই-কমার্স এবং অফলাইন রিটেইল স্টোর উভয়ের মিশ্রণেই যে ভবিষ্যতে কোন ব্যবসার ভিত্তি তৈরি হবে এ সম্ভাবনার কথা অনায়েশেই বলা যায়। সম্প্রতি ই-কমার্স জায়ান্ট আমাজন কিনলো সুপারমার্কেট চেইন হোল ফুডস মার্কেট কে আর সর্ববৃহৎ রিটেইল জায়ান্ট ওয়ালমার্ট কিনলো ই-কমার্স ভেন্ডর Bonobos কে। এখন দেখার বিষয় অনলাইন আর অফলাইনের মিশ্রণে এবং স্ট্রাটেজিতে কে কার চেয়ে এগিয়ে থাকতে পারে ভবিষ্যতে! এই নিয়ে একটি বিশ্লেষনী লেখা পড়ুন টেকক্রাঞ্চে
  • পঞ্চম অ্যালবাম ‘লটারি’ বাজারে ছাড়তে এবার মেগা কনসার্টের আয়োজন করতে যাচ্ছে ব্যান্ড ‘শূন্য’। আগামী ৮ জুলাই রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠেয় এই কনসার্টের টিকিট মিলবে অনলাইন প্ল্যাটফর্ম দারাজ ডটকমে। খবরে প্রকাশ।
  • চট্টগ্রামেও ইদানীং জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেছে অনলাইনে কেনাকাটা। তবে ঢাকা-সিলেটের তুলনায় চট্টগ্রামে অনলাইন ক্রেতার সংখ্যা কম। কিন্তু এবারের ঈদে ক্রেতাদের কেনাকাটার পরিমাণ বেশ বেড়েছে। চট্টগ্রামের জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্রানো ডট কম এবং সিটিজিশপ ডট কম অন্যতম। চট্টগ্রামের অন্যান্য ব্যবসায়ীদেরও শীঘ্রই অনলাইনে ব্যবসার পরিসর বাড়ানোর পরিকল্পনা আছে। চট্টগ্রামের অনলাইন ব্যবসার হালচাল নিয়ে প্রতিবেদন ছাপা হয়েছে চট্টগ্রামের  দৈনিক আজাদিতে
  • লাইফস্টাইল ই-কমার্স প্লাটফর্ম বাগডুম ডটকম এই ঈদে ক্রেতাদের জন্য নিয়ে এসেছে বাগডুম ঈদ কালেকশন ২০১৭। ঘরে বসেই দর্জিবাড়ি, এক্সটেসি, ইনফিনিটি, লারিভ, ওরিয়ন, এপেক্সসহ বিভিন্ন ব্র্যান্ডের পণ্য কিনতে পারবেন ক্রেতারা। ১ হাজার টাকার উপর ক্রয়ে ফ্রি ডেলিভারি সেবা দিচ্ছে সাইটটি। নির্দিষ্ট কিছু ব্যাংকের কার্ড হোল্ডারদের জন্য নির্বাচিত কিছু ব্র্যান্ডের উপর ১১% ছাড়ও থাকছে। এছাড়া প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য ৫০০ থেকে ৫০০০ টাকার বাগডুম ঈদ গিফট কুপনের ব্যবস্থা থাকছে। পড়ুন এখানে
  • ঘরে বসে অনলাইনে ঈদের কেনাকাটায় বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তাদের ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহারে মূল্য পরিশোধে যেমন ছাড় দিচ্ছে তেমনি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও কেনাকাটার মূল্য পরিশোধের সুবিধা দিচ্ছে বিভিন্ন মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। একাধিক ই-কমার্স উদ্যোক্তার সঙ্গে কথা বলে জানা গেছে, কেনাকাটায় গ্রাহকদের পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে এগিয়ে আছে বিকাশ। অনলাইন কেনাকাটায় বিকাশে থাকছে কমপক্ষে ১০% ক্যাশব্যাক অফার। এরপরেই রকেটের অবস্থান। উৎসব উপলক্ষে এমএফএস  প্রতিষ্ঠানগুলোর লেনদেন বর্তমানে গড়ে ৩০ শতাংশ বেড়েছে বলে জানান উদ্যোক্তারা। বিস্তারিত পড়ুন এই প্রতিবেদনে
  • আলিবাবা গ্রুপ ইতিমধ্যে চীনের সবচেয়ে বড় অনলাইন জায়ান্ট এ পরিনত হয়েছে। সম্প্রতি কোম্পানিটির চীফ ফাইন্যান্সিয়াল অফিসার ম্যাগি উ জানিয়েছেন, আগামী বছরের মধ্যে তাদের আয় ৪৯ শতাংশ বাড়তে পারে। তবে এই বিপুল প্রবৃদ্ধির জন্য আলিবাবাকে মার্কিন অর্থনীতিতে প্রবেশ করতে হবে। আমেরিকার বাজারে আলিবাবার সম্ভাবনা নিয়ে ব্লুমবার্গ অবলম্বনে ফিচার প্রকাশ করেছে বনিকবার্তা
  • ঈদকে সামনে রেখে বিভিন্ন ই-কমার্স সাইটে চলমান ছাড়, অফার, ক্যাশব্যাকের খবর নিয়ে সমকালের প্রতিবেদন পড়ুন এখানে

এই ছিল সপ্তাহের ই-কমার্সের হালচাল। আগামী শুক্রবার নতুন সপ্তাহের খবরাখবর নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আর আপনাদের নিজেদের কোন অনলাইন শপের ইভেন্ট নিউজ বা কোন চালু অফার থাকলে তা আমাদের কে জানাতে পারেন এখানে। সবার ছুটি আনন্দে কাটুক।

(Visited 243 times, 1 visits today)
0

Comments