দেশ-বিদেশের ইকমার্স খবরাখবর সম্বলিত সাপ্তাহিক আয়োজন স্টোরিয়া ইকমার্স ডাইজেস্ট। ইকমার্সের আলোচিত খবর, পত্রিকার লিংক, ইভেন্টের লিংক, সাক্ষাৎকার এখন পাবেন এক জায়গাতেই। ঈদের বিরতির পর আস্তে আস্তে আবার ব্যস্ত হচ্ছে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো, স্টোরিয়াও ফিরে এলো ঈদ পরবর্তী ই-কমার্সের যাবতীয় খবরাখবর নিয়ে।

আলোচিত ইকমার্স খবরঃ

  • বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার ও ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ও ইন্ডাস্ট্রির (এমসিসিআই) যৌথ উদ্যোগে গত ১৪ জুলাই ই-কমার্স পেমেন্টস ও লজিস্টিকস বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সেমিনারে বক্তাগণ বাংলাদেশে ই-কমার্স মার্কেটের অগ্রগতির জন্য প্রয়োজনীয় ই-পেমেন্ট ও লজিস্টিক ফ্রেমওয়ার্ক এর অনুপস্থিতি এবং এক্ষেত্রে করণীয় সম্পর্কে আলোচনা করেন। বিস্তারিত প্রথমআলোর খবরে
  • ই-কমার্সের মাধ্যমে চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের উদ্যোক্তারা। ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার এর আয়োজনে গত সোমবার ‘ই-কমার্সের মাধ্যমে চীনে রফতানি করবেন যেভাবে’ নামক প্রশিক্ষণ কর্মশালায় ২৫ জন উদ্যোক্তা অংশগ্রহন করেন। কর্মশালায় ডিসিসিআই-এর প্রেসিডেন্ট আবুল কাশেম এবং বাংলাদেশে চীনা দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যবিষয়ক কাউন্সেলর লি গুয়াংজুন উপস্থিত ছিলেন। বিস্তারিত পড়ুন এখানে
  • বাংলাদেশের জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ ডটকম নিয়মিত তাদের অনলাইন পার্টনার হিসেবে অন্তর্ভুক্ত করছে দেশের নামিদামি ব্র্যান্ডগুলোকে। সম্প্রতি দারাজ সফলভাবে দেশের অন্যতম শীর্ষস্থানীয় আসবাবপত্র প্রস্তুতকারক ব্র্যান্ড নাদিয়া ফার্ণিচার লিমিটেড এবং ফ্যাশন ব্র্যান্ড জেন্টেল পার্কের সাথে একসঙ্গে কাজ করার চুক্তি করেছে। ফলে এখন থেকে এই দুই ব্র্যান্ডের সকল পণ্য দারাজে পাওয়া যাবে। চুক্তিস্বাক্ষরের খবর পড়ুন টেকজুম এবং বাংলাট্রিবিউনে
  • প্রাণ আরএফএল গ্রু‌পের ই-কমার্স প্র‌তিষ্ঠান অথবা.কমের মাধ্যমে অনলাই‌নে প‌ণ্যের অর্ডার এবং ক্রে‌ডিট কা‌র্ডে অগ্রিম মূল্য প‌রি‌শো‌ধের পরও পণ্য ডে‌লিভারি না করায় ১৭ জুলাই সোমবার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে উকিল নো‌টিশ পাঠিয়েছেন একজন আইনজীবি গ্রাহক। সঠিক পলিসি এবং জবাবদিহিতার অভাবে প্রায়সই বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই ধরণের অভিযোগ পাওয়া যায়, তবে আইনি ব্যবস্থা নেয়ার ঘটনা সম্ভবত এটিই প্রথম। প্রিয় ডট কমের খবরে জানুন বিস্তারিত।
  • জনপ্রিয় ই-কমার্স লজিস্টিক কম্পানি পাঠাও এর বিরুদ্ধে সম্প্রতি ঠিকমতো সেবা দিতে না পারায় তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে এই সেবা ব্যবহারকারীরা। জনপ্রিয়তার কারণে হোক বা জনবলের অভাবে হোক গত মাস তিনেক ধরে পাঠাওয়ের বিরুদ্ধে বাজে কাস্টমার কেয়ার সার্ভিস, পণ্যের ক্ষতিসাধন, পিক আপে গাফিলতি, পেমেন্ট এর সাথে বাড়তি চার্জ সহ সবধরণের অভিযোগই আসছে ই-ক্যাবের ফেসবুক গ্রুপে। সম্প্রতি প্রিয় ডট কমে পাঠাও কুরিয়ারের সেবায় গ্রাহকের ক্ষোভ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
  • বহু প্রতিকুলতার মধ্যেও ব্যাংকের অটোমেটেড টেলার মেশিন (এটিএম) কার্ড ব্যবহারের মাধ্যমে ইলেক্ট্রনিক কমার্স (ই-কমার্স) সাইটগুলোতে কেনাকাটায় পরিমাণ ক্রমান্বয়ে বাড়ছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এটিএম লেনদেন সংক্রান্ত প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে জানানো হয়েছে, সদ্য সমাপ্ত ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) এটিএম কার্ড ব্যবহার করে ই-কমার্স সাইটের কেনাকাটায় লেনদেন হয়েছে ৫৮৭ কোটি টাকা। উল্লেখ্য যে গত ২০১৫-১৬ অর্থবছরে এটিএম কার্ড ব্যবহার করে ই-কমার্স সাইটের কেনাবেচায় লেনদেন হয়েছিল ৩৮২ কোটি টাকা। খবরে বিস্তারিত।
  • বাংলাদেশের অন্যতম লাইফস্টাইল ই-কমার্স প্লাটফর্ম বাগডুম ডটকম এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন মিরাজুল হক। প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা এবং ২০১৪ থেকে সিইও এর দায়িত্ব পালন করা সৈয়দা কামরুন আহমেদের স্থলাভিষিক্ত হন তিনি। এর আগে মিরাজুল হক বাগডুম এর প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) হিসেবে কর্মরত ছিলেন। খবরে প্রকাশ।
  • স্ন্যাপডিল কিনতে দর বাড়াচ্ছে ভারতীয় ই-কমার্স জায়ান্ট ফ্লিপকার্ট। স্ন্যাপডিলের পরিচালনা পর্ষদ ইতিমধ্যে ফ্লিপকার্টের ৮৫ কোটি ডলারে স্ন্যাপডিল কিনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। তবে বিভিন্ন সুত্রে জানা গেছে প্রতিদ্বন্দী প্রতিষ্ঠানটি কিনতে আগামী সপ্তাহে ফ্লিপকার্ট ১০০ কোটি ডলারের সংশোধীত প্রস্তাব পাঠাতে পারে। ফ্লিপকার্ট ও স্ন্যাপডিলের মধ্যে চুক্তিটি সম্পন্ন হলে তা হবে ভারতীয় ই-কমার্স খাতে সবচেয়ে বড় অধিগ্রহণ চুক্তি। এ নিয়ে বিস্তারিত পড়ুন বনিকবার্তায়
  • জাপানীজ ই-কমার্স জায়ান্ট রাকুটেনের সাথে নতুন স্পনসর চুক্তি হয়েছে স্প্যানিস ফুটবল ক্লাব বার্সেলোনার। সম্প্রতি টোকিওর সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন লিওনেল মেসি সহ ক্লাব সংশ্লিষ্টরা। রাকুটেনের সাথে চার বছরের জন্য বার্ষিক ৫৫ মিলিয়ন ইউরোতে চুক্তি হয়েছে বার্সেলোনার। চুক্তিটি ২০২১ সাল পর্যন্ত চলবে। বিস্তারিত পড়ুন ইত্তেফাকের খবরে
  • ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত ভারতের প্রথম ই-কমার্স প্রতিষ্ঠান ফ্যাবমার্ট ডট কমের সহপ্রতিষ্ঠাতা জনাব কে ভাইথিস্বরণ সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়ায় এক সাক্ষাতকারে তার প্রতিষ্ঠানের শুরুর গল্প, বিনিয়োগ, প্রতিযোগিতা এবং বন্ধ হয়ে যাওয়া সহ ভারতীয় ই-কমার্স ইন্ডাস্ট্রির নানান দিক নিয়ে কথা বলেন। ই-কমার্স স্টার্টআপ ইকোসিস্টেম, বিনিয়োগ, কর্মপরিকল্পনা এবং করণীয় সম্পর্কে বিভিন্ন অভিমত দেন। যে কোন ই-কমার্স আগ্রহীর জন্য শিক্ষণীয় সাক্ষাৎকারটি পড়ুন এখানে
  • শুরু হয়েছে যে কোন ব্যবসার ট্রেড লাইসেন্স নবায়ন করার সময়। ট্রেড লাইসেন্স এর মেয়াদ জুলাই মাসের ১ তারিখ থেকে শুরু হয়ে পরের বছরের জুন মাসের ৩১ তারিখ শেষ হয়। তাই জুলাই মাসের ১ তারিখ থেকে সেপ্টেম্বরের ৩০ তারিখের মধ্যে নবায়ন ফি দিয়ে আপনাকে লাইসেন্স নবায়ন করে নিতে হবে। ই-কমার্স ব্যবসায়ীদেরও এই সময়ের মধ্যে ট্রেড লাইসেন্স নবায়ন করতে হবে। ট্রেড লাইসেন্স এর বিস্তারিত এবং কিভাবে নবায়ন করবেন জানতে পড়ুন এই ব্লগ আর্টিকেলটি।

এই ছিল ঈদের পরের ই-কমার্সের হালচাল। আগামী শুক্রবার নতুন সপ্তাহের খবরাখবর নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আর আপনাদের নিজেদের কোন অনলাইন শপের ইভেন্ট নিউজ বা কোন চালু অফার থাকলে তা আমাদের কে জানাতে পারেন এখানে। সবার ছুটি আনন্দে কাটুক।

(Visited 188 times, 1 visits today)
0

Comments