* অনলাইন ব্যবসায় আইন প্রণয়নের ঘোষণা বানিজ্যমন্ত্রীর * এসএসএল কমার্স এবং ভিসার উদ্যোগে অনলাইন কেনাকাটায় বিশেষ ছাড় * ট্রেড লাইসেন্স নবায়নের জন্য বাকি আছে আর ৭ দিন

দেশ-বিদেশের ইকমার্স খবরাখবর সম্বলিত সাপ্তাহিক আয়োজন স্টোরিয়া ইকমার্স ডাইজেস্ট। ইকমার্সের আলোচিত খবর, পত্রিকার লিংক, ইভেন্টের লিংক, সাক্ষাৎকার এখন পাবেন এক জায়গাতেই। চলুন এবার দেখে নেই এক নজরে গত ৭ দিনে ঘটে যাওয়া এবং আসছে সপ্তাহের ইকমার্সের হালচাল।

আলোচিত ইকমার্স খবরঃ

  • দেশের অনলাইন বাজারে ক্রেতার আস্থা অর্জন এবং সর্বসাধারণের কাছে অনলাইন শপিংকে নির্ভরযোগ্য করতে আইন প্রণয়ন এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ করার ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গত মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে ‘এনআরবি বাজার গ্রেট অনলাইন শপিং ফেস্ট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এই ঘোষণা দেন। বিস্তারিত জানুন এখানে
  • ভিসা এবং এসএসএল কমার্স যৌথভাবে নিয়ে এল বিভিন্ন পণ্যসামগ্রী ও সার্ভিসের ওপর ‘অনলাইন ধামাকা’ নামক বিশাল ছাড়ের অফার। এসএসএল কমার্সের পাঁচ পার্টনার ক্যাম্পেইনে অংশগ্রহণ করছে। ক্যাম্পেইন চলবে আগামী ৬ অক্টোবর পর্যন্ত। নির্দিষ্ট ওয়েবসাইটগুলোতে গিয়ে ভিসা কার্ড দিয়ে এসএসএল কমার্সের পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে মূল্য পরিশোধ করলে এই ডিসকাউন্ট অফারটি উপভোগ করা যাবে। বিস্তারিত পড়ুন প্রথম আলোর খবরে
  • রকমারী আকর্ষনীয় ডিল দিয়ে শরৎকাল উদযাপন করতে যাচ্ছে ই-কমার্স সাইট দারাজ। ১৭ই সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া সপ্তাহব্যাপী ‘গ্রেট অটাম সেল’ চলবে একেবারে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। এই বিক্রয় উৎসবে থাকবে ছোট ও বড় অ্যাপ্লায়েন্স, রকমারি স্মার্টফোন, ইলেক্ট্রনিকস পণ্য, কম্পিউটিং, ফ্যাশন, স্বাস্থ্য ও সৌন্দর্য্যসহ নানা ক্যাটাগরির পণ্যে একশ’রও বেশি মেগা ডিল। শরতের উৎসব উদযাপনকে আরও বেশি আনন্দময় করতে পুরো ক্যাম্পেইন জুড়ে গ্রাহকদের জন্য ফ্রি ডেলিভারি সুবিধাও থাকছে। বিস্তারিত এখানে
  • সম্প্রতি অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে Imported Products in Bangladesh নামের একটি অনলাইন ভিত্তিক ‘বাণিজ্যিক’ প্রতিষ্ঠানের বিরুদ্ধে। জানা গেছে ফেসবুকের মেসেজে অর্ডার করতে গিয়ে আগে পেমেন্ট নিয়ে নেয়, এরপর তারা ধরাছোঁয়ার বাইরে চলে যায়। পেমেন্ট করার পর গ্রাহককে ব্লক করা দেয়া হয়। এই ধরণের প্রতারণার ঘটনা প্রায়সই ঘটে থাকে, তাই বিশেষজ্ঞদের মতামত হলো ফেসবুক পেইজ থেকে কেনাকাটার পূর্বে বিক্রেতা এবং তার ব্যবসা সম্পর্কে আরো জেনে সতর্ক হওয়া। বিস্তারিত কালেরকন্ঠে
  • পণ্যের ডেলিভারি চার্জ সংশোধন করেছে জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস আজকের ডিল। এখন থেকে ঢাকার মধ্যে পণ্য ডেলিভারির খরচ ৩৫ টাকা এবং ঢাকার বাইরে ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকার বাইরে ডেলিভারির জন্য সময় লাগবে সর্বোচ্চ ৫ দিন। এছাড়াও জুয়েলারি আইটেমে থাকছে একটি কিনলে আরেকটি ফ্রি অফার। বিস্তারিত দেখুন এখানে
  • প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ই-কমার্স খাতে এখন প্রায় ৫০০০০ লোকের কর্মসংস্থান। ই-ক্যাবের মতে ২০১৬ সালে অনলাইন কেনাকাটায় লেনদেন হয়েছে প্রায় ১০০০ কোটি টাকার যা এই বছরে ১৬০০ কোটি ছাড়াবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু বিপুল সম্ভাবনাময় এই খাতে বাণিজ্যের কোন সুনির্দিষ্ট নীতিমালা এখন পর্যন্ত নেই, যা অদূর ভবিষ্যতে ই-কমার্সের বিকাশে প্রতিবন্ধকতা তৈরি করবে। ই-কমার্সের বর্তমান হালচাল নিয়ে প্রথম আলোর গবেষণা প্রতিবেদন পড়ুন এখানে
  • ব্যবসার ট্রেড লাইসেন্স নবায়ন করার আর মাত্র ৭ দিন বাকি। ই-কমার্স ব্যবসায়ীদেরও এই সময়ের মধ্যে ট্রেড লাইসেন্স নবায়ন করতে হবে। ট্রেড লাইসেন্স এর বিস্তারিত এবং কিভাবে নবায়ন করবেন জানতে পড়ুন এই ব্লগ আর্টিকেলটি।

এই ছিল গেল সপ্তাহের ই-কমার্সের হালচাল। আগামী শুক্রবার নতুন সপ্তাহের খবরাখবর নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আর আপনাদের নিজেদের কোন অনলাইন শপের ইভেন্ট নিউজ বা কোন চালু অফার থাকলে তা আমাদের কে জানাতে পারেন এখানে। সবার ছুটি আনন্দে কাটুক।

(Visited 162 times, 1 visits today)
0

Comments