* গুগল অ্যাডসেন্সে যুক্ত হলো বাংলা ভাষা * পরিবর্তন এসেছে ফেসবুকের বিজ্ঞাপন নীতিমালায় * অ্যামাজনের সাথে এক দম্পতির অভিনব প্রতারণা

দেশ-বিদেশের ইকমার্স খবরাখবর সম্বলিত সাপ্তাহিক আয়োজন স্টোরিয়া ইকমার্স ডাইজেস্ট। ইকমার্সের আলোচিত খবর, পত্রিকার লিংক, ইভেন্টের লিংক, সাক্ষাৎকার এখন পাবেন এক জায়গাতেই। চলুন এবার দেখে নেই এক নজরে গত ৭ দিনে ঘটে যাওয়া এবং আসছে সপ্তাহের ইকমার্সের হালচাল।

আলোচিত ইকমার্স খবরঃ

  • দেশে অনলাইন ব্যবসার প্রচারণায় ফেসবুক সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। তবে ফেসবুক বিজ্ঞাপনদাতারা আগের মতো আর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, লেখাপড়ার ক্ষেত্র, চাকরিদাতা প্রতিষ্ঠানের নাম এবং চাকরিজীবীর পদ টার্গেট করে বিজ্ঞাপন দিতে পারবেন না। গত মাসের ২২ তারিখে ফেসবুকের প্রোডাক্ট ম্যানেজার এমি অকস ডান এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। ফেসবুক বলেছে, আপত্তিকর স্ব-রিপোর্টের ওপর ভিত্তি করে তারা বিজ্ঞাপনের টার্গেটিং অপশন হিসেবে আসা ৩০ লাখের বেশি টার্মস এবং টার্গেটিং অপশন সরিয়ে দিয়েছে। বিস্তারিত এখানে
  • গুগল অ্যাডসেন্স সমর্থিত ভাষার তালিকায় যুক্ত হয়েছে বাংলা, গত ২৬ সেপ্টেম্বর গুগল অ্যাডসেন্স এর পক্ষ থেকে এক ঘোষণায় এ তথ্য প্রকাশ করা হয়। বেশ কয়েক বছর ধরে বিভিন্ন সাইট ও ব্লগে বাংলা ভাষার কনটেন্ট বাড়ছে। এমন অবস্থায় বাংলা কনটেন্ট নির্মাতাদের অর্থ উপার্জনে সহায়তার লক্ষ্যে অ্যাডসেন্স এই পদক্ষেপ নিলো। এখন বিজ্ঞাপনদাতারাও ক্রমবর্ধমান বাংলা ভিজিটরদের সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞাপন দিয়ে যুক্ত হওয়ার সুযোগ পাবেন বলে গুগল অ্যাডসেন্সের অফিশিয়াল ব্লগে উল্লেখ করা হয়েছে। বিস্তারিত পড়ুন বিডিনিউজ২৪ এ।
  • জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস আজকের ডিলে এখন থেকে পাওয়া যাবে ওয়ালটনের সকল পণ্য। গত ৫ অক্টোবর আজকের ডিল এবং ওয়ালটনের মাধ্যমে এক চুক্তি সাক্ষর হয়। খবর দেখুন এখানে
  • ই-কমার্স সাইট দারাজে ৬ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে নয় দিনব্যাপী (১৪ই অক্টোবর পর্যন্ত) ‘টেন টেন মেগা সেল’ অফার। অফার চলাকালীন সময়ে পছন্দের পণ্যে ৬৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাওয়া যাবে। ৮ থেকে ১৪ অক্টোবরের মধ্যে বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে থাকবে ১৫% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক সুবিধা। এছাড়াও দারাজের পেমেন্ট পার্টনার ব্যাংকগুলোর কার্ডে পেমেন্ট করলে ক্রেতাদের জন্য থাকছে ইন্টারেস্টবিহীন ইএমআই সুবিধা। বিস্তারিত প্রিয় ডট কমের খবরে
  • কোনো পণ্য নিয়ে গ্রাহক সেবা এজেন্টের সঙ্গে কথা বললে আর কয়েকটি প্রশ্নের জবাব দিলে বড় কোনো তদন্ত ছাড়াই ফেরত দেওয়া পণ্য নিয়ে নতুন পণ্য দিয়ে দেওয়া হয়। মার্কিন বিচার বিভাগ ডিপার্টমেন্ট অফ জাস্টিস-এর পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের এক দম্পতি এই নীতিমালার সুযোগ নিয়ে ১২ লাখ ডলার মূল্যের ইলেকট্রনিকস পণ্যে চুরি করেছেন বলে অভিযোগ উঠেছে। অভিনব এই প্রতারণার বিস্তারিত জানুন এখানে
  • ইক্যাব ইউথ ফোরাম এবং ব্রেকবাইটের আয়োজনে আগামী ৭ অক্টোবর ইউ আই ইউ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্টার্ট আপ টক।  ৫টি সফল স্টার্ট আপ স্টোরি, ১০টি নতুন উদ্যোক্তাদের পিচিং এবং ওয়ার্কশপের মাধ্যমে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিস্তারিত দেখুন এখানে
  • জনপ্রিয় গ্রোসারি অনলাইন শপ চালডাল ডট কম সম্প্রতি তাদের হেড অফ গ্রোথ হিসেবে নিয়োগ দিয়েছে ই-কমার্স ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ মিঃ ওমর শরীফকে। ওমর শরীফ ইতিমধ্যে জেটাবাইট, টিকটক সহ আরো কিছু প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন।  বিস্তারিত এখানে
  • গুগল মাই বিজনেসে নিজের ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে লিপিবদ্ধ করবেন জানতে সহায়ক আর্টিকেল পড়ুন এখানে

এই ছিল গেল সপ্তাহের ই-কমার্সের হালচাল। আগামী শুক্রবার নতুন সপ্তাহের খবরাখবর নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আর আপনাদের নিজেদের কোন অনলাইন শপের ইভেন্ট নিউজ বা কোন চালু অফার থাকলে তা আমাদের কে জানাতে পারেন এখানে। সবার ছুটি আনন্দে কাটুক।

(Visited 142 times, 1 visits today)
0

Comments