* বাংলাদেশে পেপ্যাল-জুমের কার্যক্রম শুরু  * বাগডুমের বিক্রেতাদের জন্য এসএমই ঋণ দিবে ব্র্যাক ব্যাংক 

দেশ-বিদেশের ই-কমার্স খবরাখবর সম্বলিত সাপ্তাহিক আয়োজন স্টোরিয়া ই-কমার্স ডাইজেস্ট। ই-কমার্সের আলোচিত খবর, পত্রিকার লিংক, ইভেন্টের লিংক, সাক্ষাৎকার এখন পাবেন এক জায়গাতেই। চলুন এবার দেখে নেই এক নজরে গত ৭ দিনে ঘটে যাওয়া এবং আসছে সপ্তাহের ই-কমার্সের হালচাল।

আলোচিত ই-কমার্স খবরঃ

  • পেপ্যাল-জুম মাধ্যমে দেশে অর্থ আনার নতুন সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।ফলে এখন হতে এই সেবার মাধ্যমে বিদেশের যেকোনো একজন ক্লাইন্ট দেশের যেকোনো একজন ফ্রিল্যান্সার বা প্রাপকের অ্যাকাউন্টে সরাসরি স্বল্প খরচে, স্বল্প সময়ে টাকা পাঠাতে পারবেন।বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে ফ্রিল্যান্সার সম্মেলনে প্রধান অতিথি থেকে এই সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।বিস্তারিত জানুন এখানে
  • গত ১৯ অক্টোবর পেপ্যাল-জুমের মাধ্যমে অর্থ আনার সেবা চালু হলেও এ নিয়ে দেশে বিভিন্ন মহলে বিতর্ক চলছেই। ‘বিতর্ক ও প্রশ্নবাণে’ জর্জরিত তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক টেকশহরডটকমের আয়োজনে বিশেষ সাক্ষাতকারে দেশে পেপ্যাল-জুমের সত্য-অসত্য, প্রচার-অপপ্রচার নিয়ে বিস্তারিত কথা বলেছেন। তার সাক্ষাতকার পড়ুন এখানে
  • জনপ্রিয় মার্কেটপ্লেস বাগডুম ডটকমের বিক্রেতাদের জন্য এসএমই ঋণ সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক। ঋণ সুবিধা দেওয়ার প্ল্যাটফর্মটির নাম দেওয়া হয়েছে ‘এম্পাওয়ার’।এই প্ল্যাটফর্মের মাধ্যমে এখন ব্র্যাক ব্যাংকের কাছ থেকে সর্বনিম্ন জামানতে এবং স্বল্প সুদের হারে এই এসএমই ঋণ সুবিধা নিতে পারবেন বাগডুমের পণ্য বিক্রেতারা।ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে বুধবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাগডুম ডটকম ও ব্র্যাক ব্যাংকের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বিস্তারিত টেকশহরের খবরে
  • বাংলাদেশি প্রকাশক ও ব্র্যান্ডগুলোর জন্য লোকাল অ্যাড নেটওয়ার্ক কোম্পানি উইজার্ডস নিয়ে এসেছে ডিজিটাল বিজ্ঞাপন প্ল্যাটফর্ম। অনলাইন ভিত্তিক সকল বিজ্ঞাপন, ডিজিটাল মিডিয়া প্ল্যানিং ও বিক্রয় স্কিম নিয়ে সকল প্রকার সমস্যার সমাধান মিলবে উইজার্ডসে। গত শনিবার রাজধানীর অভিজাত লা মেরিডিয়ান হোটেলে ডিজিটাল মার্কেটিং সামিট ২০১৭ সম্মেলনে উইজার্ডসের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। বিস্তারিত এখানে
  • এবার বাংলাদেশ হতে ব্যবসা গোটানোর পথে অনলাইনে হোটেল বুকিংয়ের মার্কেটপ্লেস জোভাগো ।দেশে রকেট ইন্টারনেটের সপ্তম ভেঞ্চার হিসেবে ২০১৫ সালের ৩০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে জোভাগো কার্যক্রম শুরু করেছিল। জানা গেছে, ২০১৭ সালের ডিসেম্বরের মধ‍্যে জোভাগো বাংলাদেশের কার্যক্রম গুটিয়ে নেবে।এখন জোভাগো ডটকমের ওয়েবসাইট চালু থাকলেও এতে কোনো হোটেল বুকিং করা যাচ্ছে না। বিস্তারিত পড়ুন এখানে
  • ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের নতুন সেবা ক্যাশবিহীন ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘ইউপে’ এর যাত্রা শুরু হয়েছে। স্মার্টফোনকে ডিজিটাল ওয়ালেট হিসাবে ব্যবহার করে অথবা ইন্টারনেট সংযুক্ত ব্যক্তিগত কমপিউটার ব্যবহার করে ইউপে গ্রাহকেরা তাদের ইউসিবি অ্যাকাউন্ট থেকে সকল প্রকার ব্যাংকিং লেনদেন সম্পন্ন করতে পারবেন।ইউপের মাধ্যমে অনলাইনে কেনাকাটা বা যে কোন ই-কমার্স ট্রান্সেকশনও করা যাবে। বিস্তারিত পড়ুন এখানে
  • নাগরিক ব্যস্ততাকে পুঁজি করে দিন দিন বিস্তৃতি ঘটছে অনলাইন ব্যবসার। স্বল্প মূলধনে শুরু করা এই ব্যবসা উদ্যোক্তাদের কাছে খুলে দিচ্ছে সম্ভাবনার দুয়ার। কিন্তু সেই সাথে বাড়ছে প্রতারণা। মানুষের বিশ্বাসকে কাজে লাগিয়ে কিছু অনলাইন ব্যবসায়ী টাকা হাতিয়ে নিচ্ছে ক্রেতাদের কাছ থেকে। ব্যবসায়ীরা বলছেন, নিবন্ধনে কড়াকড়ি আরোপ করলে কমতে পারে এইসব প্রতারণার ঘটনা। আর পুলিশ বলছে, বিশেষায়িত আইন দ্বারা এসব অপরাধ দমনের জন্য তৎপর রয়েছে সাইবার ক্রাইম ইউনিট। অনলাইন ব্যবসায় প্রতারণা এবং করণীয় সম্পর্কে সময় টিভির প্রতিবেদন দেখুন এখানে
  • অনলাইন মার্কেটপ্লেস দারাজ ডট কম আয়োজন করতে যাচ্ছে অনলাইন ফ্যাশন উইক- ২০১৭। সপ্তাহব্যাপী মেগা ফ্যাশন ইভেন্টটি চলবে ২০ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত। ৭৫% পর্যন্ত ছাড় থাকবে দারাজের সকল ফ্যাশন পণ্যে। বিকাশে পেমেন্ট করলে থাকছে ২০% পর্যন্ত ক্যাশব্যাক। বিস্তারিত জানুন এখানে
  • মার্কেটিং বিষয়ের সফল প্রফেসর হিসেবে পরিচিত প্রফেসর ড. মীজানুর রহমান। সম্প্রতি বিজনেস নিউজ পোর্টাল অর্থসূচকের মুখোমুখি হয়েছিলেন তিনি। কথা বলেছেন মার্কেটিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে। তার সাক্ষাতকারে রয়েছে উদ্যোক্তাদের মার্কেটিং তথা ব্যবসা জানার এবং শেখার অনেক উপাদান। বিস্তারিত পড়ুন এখানে

এই ছিল গেল সপ্তাহের ই-কমার্সের হালচাল। আগামী শুক্রবার নতুন সপ্তাহের খবরাখবর নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আর আপনাদের নিজেদের কোন অনলাইন শপের ইভেন্ট নিউজ বা কোন চালু অফার থাকলে তা আমাদের কে জানাতে পারেন এখানে। সবার ছুটি আনন্দে কাটুক।

(Visited 193 times, 1 visits today)
0

Comments