* ই-ক্যাবের ৩ বছর এবং ৭০০ মেম্বার পূর্তির উৎযাপনের খবর * ই-ক্যাব মেম্বারদের জন্য মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক-ই-ক্যাব কো-ব্র্যান্ডেড কার্ড আসছে * ব্যবসা-বান্ধব ই-কমার্স নীতিমালার খসরার কাজ চলছে * ১৩টি ই-কমার্স শপে চলছে বিকাশের ক্যাশব্যাক অফার * বিকাশের শেয়ার কিনতে আগ্রহ প্রকাশ করেছে চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবা * 

দেশ-বিদেশের ই-কমার্স খবরাখবর সম্বলিত সাপ্তাহিক আয়োজন স্টোরিয়া ই-কমার্স ডাইজেস্ট। ই-কমার্সের আলোচিত খবর, পত্রিকার লিংক, ইভেন্টের লিংক, সাক্ষাৎকার এখন পাবেন এক জায়গাতেই। চলুন এবার দেখে নেই এক নজরে গত ৭ দিনে ঘটে যাওয়া এবং আসছে সপ্তাহের ই-কমার্সের হালচাল।

আলোচিত ই-কমার্স খবরঃ 

  • গত ৮ নভেম্বর ২০১৭ বুধবার মহাখালী ডিওএইচএসে রাওয়া ক্লাবে ই- কর্মাস অ্যাসোসিয়েশন অব বাংলাদশেরে (ই-ক্যাবের) তিন বছর পূর্তি এবং ৭০০ মেম্বার উৎযাপন উপলক্ষে আয়োজিত হয় এক বিশেষ অনুষ্ঠান। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ই-কমার্সের উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ গৃহীত সব পদক্ষেপ ও পরিকল্পনার কথা তুলে ধরেন এবং সবাইকে জাতীয় স্বার্থে ই-কমার্সের উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান। উক্ত অনুষ্ঠানে ই-ক্যাব মেম্বারদের জন্য মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক- ই-ক্যাব কো-ব্র্যান্ডেড কার্ড চালুর ঘোষণাও দেওয়া হয়। বিস্তারিত বাংলাট্রিবিউনের খবরে
  • ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ই-কমার্স খাতের বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ খাতের বিকাশে ব্যবসা-বান্ধব নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্ব দিয়েছে। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে পেমেন্ট সিস্টেম, লজিস্টিকস, ডেলিভারি এবং নিরাপত্তার দিকটিতে বিশেষ গুরুত্ব দিয়ে নীতিমালা প্রণয়ণ করা উচিত বলে এফবিসিসিআই মত প্রকাশ করেছে। গত ৭ নভেম্বর এফবিসিসিআই সম্মেলন কক্ষে ‘ই-কমার্স সুযোগ এবং চ্যালেঞ্জ ’ শীর্ষক এক কর্মশালায় এসব মতামত উঠে আসে। বর্তমানে ই-কমার্স নীতিমালাটি খসড়া পর্যায়ে রয়েছে, যা শিগগিরই সংসদে আলোচনার মাধ্যমে ‘নীতিমালা’ এবং পরবর্তীতে ‘বিধিমালা’ (অ্যাক্ট) হিসেবে চূড়ান্ত হবে। বিস্তারিত জানুন এখানে
  • সম্প্রতি ই-কমার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ এর অঙ্গসংস্থা ওম্যান এন্ড ই-কমার্স ( উই ) যাত্রা শুরু করে। রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এই আয়োজনে নারী উদ্যোক্তাদের সম্মিলিতভাবে কর্মক্ষেত্র এবং সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে উই কাজ করবে বলে সংস্থার কর্মকর্তারা জানায়। বর্তমানে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আছেন নাসিমা আক্তার নিশা। বিস্তারিত কালেরকন্ঠের খবরে
  • বাগডুম ডটকম নিয়ে এলো অতুলনীয় ডিস্কাউন্ট ও সব টপ ব্র্যান্ড এ ভরপুর বিশাল এক মেলার আয়োজন – BAGDOOM WINTER FAIR. বাগডুম অফিসে ৩ দিনের এই দারুন মেলাতে থাকছে ট্রেন্ডি সব শীতের পোশাক, স্কিন কেয়ার আইটেম, হোম ডেকোর, গ্যাজেট, ইলেকট্রনিক্স, ফ্যাশন আইটেম ও আরও অনেক পণ্যের উপর বিশেষ মূল্যছাড়। এছাড়াও থাকছে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডশপের পণ্য। মেলা চলবে ১১ নভেম্বর রাত ৯ টা পর্যন্ত। বিস্তারিত দেখুন তাদের ইভেন্টে
  • বিখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড হিরো এবং দেশের জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম পিকাবু ডট কম এক বছরের একটি অনলাইন বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির দরুন আগামী এক বছর পিকাবু এক্সক্লুসিভ অনলাইন পার্টনার হিসেবে হিরো মোটরসাইকেল তাদের ওয়েবসাইটে বিক্রি করবে। বাংলাদেশে প্রথমবারের মতো গ্রাহকগণ প্রতিটি হিরো মোটরসাইকেল ৬ মাসের ইন্টারেস্টবিহীন কিস্তিতে ১৯টি ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনতে পারবেন। বিস্তারিত জানুন এখানে
  • জনপ্রিয় মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস বিকাশের ক্যাশব্যাক অফারের আওতায় তেরটি অনলাইন শপে চলছে বিকাশ পেমেন্টে সর্বোচ্চ ২০% পর্যন্ত ক্যাশব্যাকের সুযোগ। এই অফার চলবে আগামী ২০ নভেম্বর ২০১৭ পর্যন্ত। ক্যাম্পেইন চলাকালে ১টি বিকাশ একাউন্টে সর্বোচ্চ ৫০০ টাকা এবং প্রতি ট্রানজ্যাকশনে সর্বোচ্চ ৩০০ টাকা ক্যাশব্যাক পাবেন। কোন কোন ই-কমার্স শপে বিকাশের এই অফার পাবেন জানতে ভিজিট করুন এখানে
  • সম্প্রতি ই-কমার্স মার্কেটপ্লেস বাগডুম ডট কম এবং অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে। চুক্তির ফলে এসিআই ইলেকট্রনিক্সের সব পণ্য এখন থেকে বাগডুম ডট কম ওয়েবসাইটে পাওয়া যাবে। বিস্তারিত এখানে
  • ব্র্যাক ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান মোবাইল ব্যাংকিং কোম্পানি বিকাশের অংশীদার হতে আগ্রহী অনলাইন ব্যবসায় বিশ্বের দ্বিতীয় শীর্ষ কোম্পানি আলীবাবা। চীনভিত্তিক এ জায়ান্ট বাংলাদেশে মোবাইল ব্যাংকিং ব্যবসার শীর্ষ কোম্পানি বিকাশের মালিকানায় আসতে আগ্রহী। আলীবাবা এরই মধ্যে বিকাশের সম্পদ পুনর্মূল্যায়ন করেছে। তবে বিকাশ বা ব্র্যাক ব্যাংকের কোনো কর্মকর্তা এ বিষয়ে এখনই কোনো কথা বলতে রাজি নন। বিস্তারিত জানুন সমকালের সংবাদে
  • দেশের মানুষের মধ্যে অনলাইন কেনাকাটার প্রবণতা বেড়েছে। যারা ঘরে বসে ই-কমার্স সাইটে পণ্যের অর্ডার দিচ্ছেন, অনলাইনে অর্থ পরিশোধ করছেন এবং কাঙ্ক্ষিত পণ্যের ডেলিভারি নিচ্ছেন, তারা এক্ষেত্রে কতটা সচেতন? অনলাইন কেনাকাটা এবং ডিজিটাল চ্যানেল ব্যবহার করে যেকোনো ধরনের আর্থিক লেনদেনের সময় সাবধানতার অংশ হিসেবে করণীয় নিয়ে সম্প্রতি বণিকবার্তায় একটি প্রতিবেদন ছাপা হয়। পড়ুন এখানে
  • বিশ্বের শীর্ষ ধণী ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা এবং সিইও জেফ বেজোস। সম্প্রতি তার অ্যামাজন, ব্যবসা, জীবন-জীবিকা, অনুপ্রেরণা, উদ্যোক্তাজীবন ইত্যাদি নিয়ে একটি সাক্ষাতকার প্রকাশিত হয় টেকক্রাঞ্চে। পড়ুন এখানে
  • মার্কেটিং বিষয়ের সফল প্রফেসর হিসেবে পরিচিত প্রফেসর ড. মীজানুর রহমান। সম্প্রতি বিজনেস নিউজ পোর্টাল অর্থসূচকের মুখোমুখি হয়েছিলেন তিনি। কথা বলেছেন মার্কেটিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে। তার সাক্ষাতকারে রয়েছে উদ্যোক্তাদের মার্কেটিং তথা ব্যবসা জানার এবং শেখার অনেক উপাদান। বিস্তারিত পড়ুন এখানে

এই ছিল গেল সপ্তাহের ই-কমার্সের হালচাল। আগামী শুক্রবার নতুন সপ্তাহের খবরাখবর নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আর আপনাদের নিজেদের কোন অনলাইন শপের ইভেন্ট নিউজ বা কোন চালু অফার থাকলে তা আমাদের কে জানাতে পারেন এখানে। সবার ছুটি আনন্দে কাটুক।

(Visited 143 times, 1 visits today)
1

Comments