দেশ-বিদেশের ই-কমার্স খবরাখবর নিয়ে স্টোরিয়ার সাপ্তাহিক আয়োজন “ই-কমার্স ডাইজেস্ট“। ই-কমার্সের আলোচিত খবর, পত্রিকার লিংক, ইভেন্টের লিংক, সাক্ষাৎকার এখন পাবেন এক জায়গাতেই। চলুন এবার দেখে নেই এক নজরে গত ৭ দিনে ঘটে যাওয়া এবং আসছে সপ্তাহের ই-কমার্সের হালচাল।

আলোচিত ই-কমার্স খবরঃ 

  • পেইজ ফলোয়ারদের সঙ্গে আরও যোগাযোগ বাড়াতে যে সকল পেইজ অ্যাডমিন পোস্টে লাইক, কমেন্ট ও শেয়ার করার জন্য পোস্টে অনুরোধ করেন, তাদের সকল পোস্টের রিচ কমিয়ে দেবে ফেইসবুক। ফেসবুকের মতে এগুলা সব ই একধরণের ধোঁকাবাজি অডিয়েন্স এর সাথে নিজেদের পেজ এর এনগেজমেন্ট বাড়ানোর জন্য এবং এজন্য এখন থেকে এই ৫ ধরণের ধোঁকাবাজি যেসব পেজ করবে (কমেন্ট করতে উৎসাহ দেয়া, ট্যাগ করতে উৎসাহ দেয়া, ভোট করতে উৎসাহ দেয়া, রিএক্ট ইমোশন গুলো দিতে উৎসাহ দেয়া বা শেয়ার করতে উৎসাহ দেয়া) তাদের নিউজফিড রিচ কমিয়ে দেয়া হবে। বিস্তারিত জানুন এখানে
  • অনলাইন মার্কেট প্লেস দারাজের তাদের মোবাইল ফোনের জন্য সার্ভিস সেন্টার চালু করেছে। গত সোমবার বিকালে মিরপুর ১ নম্বর সেকশনে সার্ভিস সেন্টারটি উদ্বোধন হয় বলে দারাজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। দারাজের নিজস্ব ব্র্যান্ডের মোবাইল ফোনগুলো যেমন ইনফিনিক্স, জেনারেল মোবাইল ইত্যাদির বিক্রয় পরবর্তী সার্ভিসিং সেবা দেওয়া হবে এই সেন্টারে। বিস্তারিত পড়ুন এখানে
  • বিজয়ের ৪৬ বছর উদযাপনে দেশের জনপ্রিয় মার্কেটপ্লেস ‘আজকেরডিল’ ও দেশের সবচেয়ে বড় মোবাইল পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’ যৌথভাবে আয়োজন করেছে ক্যাশব্যাক উৎসব। গত ১১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে আজকেরডিল মার্কেটপ্লেস থেকে যেকোনো প্রোডাক্ট ‘বিকাশ’ পেমেন্টের মাধ্যমে কিনলে থাকছে ২৫ শতাংশ থেকে ৪৬ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক। বিস্তারিত ইত্তেফাকের খবরে

Storrea-Ajkerdeal-Ad

  • অনলাইন লাইফস্টাইল মার্কেটপ্লেস বাগডুম ডটকম ও বেস্ট ইলেকট্রনিক্সের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা বেস্ট ইলেকট্রনিক্সের পণ্য এখন থেকে বাগডুমের ওয়েবসাইটে পাবেন। এই চুক্তির মাধ্যমে গ্রাহকরা যেকোনো পণ্য কিনে পাবেন ১০শতাংশ মূল্যছাড় এবং সকল পণ্যে বাগডুম ডটকমের মাধ্যমে সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি। বিস্তারিত টেকশহরের খবরে
  • কিওয়ে এর মোটরসাইকেল এবং এর যন্ত্রাংশ অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডটকম এ বিক্রির জন্য প্রতিষ্ঠান দুটির মাঝে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করেছে। গ্রাহকরা বিক্রয় থেকে কিওয়ে মোটরসাইকেল কিনে পাবেন এক্সক্লুসিভ হেলমেট এবং আকর্ষণীয় গিফ্ট হ্যাম্পার। সাথে থাকছে ০% ইন্টারেস্টে কিস্তিতে মোটরসাইকেল কেনারও সুযোগ। বিস্তারিত এখানে
  • ডেভেলপারদের জন্য অ্যালেক্সা টেস্ট সিমুলেটর উন্মুক্ত করেছে অ্যামাজন। ডেভেলপাররা যাতে আরও নিখুঁত অ্যাপ বানাতে ও পরীক্ষা করতে পারেন এবং এর ফলে যাতে তাদের দক্ষতা বাড়ে সে কারণেই গত শুক্রবার নতুন এই টুলটি উন্মোচন করা হয়েছে । বিস্তারিত এখানে
  • বাজার আইন অমান্য করায় ফ্রান্স ই-কমার্স জায়ান্ট অ্যামাজন ডটকমের বিরুদ্ধে আদালতে মামলা করেছে। গতকাল ফ্রান্সের অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফ্রান্সের অর্থ মন্ত্রণালয় জানায়, অ্যামাজনের প্লাটফর্মে ব্যাপক অসামঞ্জস্য খুঁজে পাওয়া গেছে। এ কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করা হয়েছে। এতে অ্যামাজনের বিরুদ্ধে ১ কোটি ১৮ লাখ ডলার জরিমানা আদায়ের আবেদন করা হয়েছে। বিস্তারিত বণিকবার্তায়
  • আলোচনা শুরু হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের পরবর্তী (২০১৯-২০২২) টিভিস্বত্ব চুক্তি নিয়ে। গুঞ্জন রয়েছে, প্রিমিয়ার লিগের টিভিস্বত্ব পাওয়ার দৌড়ে শামিল হতে পারে আমেরিকান ই-কমার্স কোম্পানি অ্যামাজন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিখ্যাত সাইট ফেসবুক। প্রতিযোগিতায় আসতে পারে গুগল, টুইটার এবং নেটফ্লিক্সও। ডব্লিউপিপি অ্যাডভার্টাইজিংয়ের প্রধান নির্বাহী স্যার মার্টিন সোরেল ও ম্যানচেস্টার ইউনাইটেডের নির্বাহী ভাইস চেয়ারম্যান এড উডওয়ার্ড এরকমই ইঙ্গিত দিয়েছেন। বিস্তারিত জানুন বণিকবার্তার খবরে
  • প্রযুক্তির যুগে গুগল-ফেসবুক এখন প্রাত্যহিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। ইন্টারনেট ব্যবহারকারীরা এখন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে বিজ্ঞাপন দেখতে আগ্রহী। দিন দিন এর ব্যবহার বাড়ছে। বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও। এ সুযোগে বিজ্ঞাপন প্রদর্শন করে দেশ থেকে কোটি কোটি ডলার নিয়ে যাচ্ছে ইন্টারনেট জায়ান্ট এ দুই প্রতিষ্ঠান। বিপুল অঙ্কের অর্থ কামিয়ে নিলেও সরকারকে এক পয়সাও রাজস্ব দিচ্ছে না। ডিজিটাল প্লাটফর্মগুলোতে বিজ্ঞাপণ নিয়ে বিশ্লেষনী প্রতিবেদন পড়ুন যুগান্তরের খবরে
  • চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। কোনো মতে স্কুলের গণ্ডি পাড়ি দিয়েছিলেন জ্যাক। পেশাজীবনে ৩০ বার চাকরির চেষ্টা করে বাদ পড়েছেন। শেষ পর্যন্ত ১৯৯৯ সালে প্রতিষ্ঠা করেন ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা। সফল হতে হলে কী করা উচিত, নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বিভিন্ন সময় এ প্রসঙ্গে তরুণদের পরামর্শ দিয়েছেন তিনি। একটি প্রতিবেদন ছাপা হয়েছে প্রথম আলোতে।

    এই ছিল গেল সপ্তাহের ই-কমার্সের হালচাল। আগামী শুক্রবার নতুন সপ্তাহের খবরাখবর নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আর আপনাদের নিজেদের কোন অনলাইন শপের ইভেন্ট নিউজ বা কোন চালু অফার থাকলে তা আমাদের কে জানাতে পারেন এখানে। সবার ছুটি আনন্দে কাটুক।

 

নিজের একটি অনলাইন ব্যবসা হোক আজই

(Visited 168 times, 1 visits today)
0

Comments