শুরু হলো নতুন বছর। নতুন প্রযুক্তি, নতুন উদ্যোগে আবার চারপাশ মুখরিত হবার পালা। নতুন বছর নিয়ে এসেছে নতুন সম্ভাবনা। নতুন অনেক পরিবর্তন। বছরের প্রথম দিন থেকেই শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ব্যবসায়ীমহল থেকে শুরু করে সরকারের নীতিনির্ধারক মহলে সবারই প্রত্যাশা, এই মেলার মধ্য দিয়ে রপ্তানি বাণিজ্য বাড়বে বিগত বছরের চেয়েও বহুগুণে। এছাড়াও  বছর শুরু হয়েছে তথ্যপ্রযুক্তি অঙ্গনের প্রিয়মুখ মোস্তফা জব্বার এর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী হওয়ার মধ্য দিয়ে। দেশের তথ্যপ্রযুক্তি খাতের জন্যে যা এক বিরাট আশির্বাদ হিসেবেই দেখছেন এই খাত সংশ্লিষ্ট লোকজন।

দেশ-বিদেশের ই-কমার্স খবরাখবর নিয়ে স্টোরিয়ার সাপ্তাহিক আয়োজন “ই-কমার্স ডাইজেস্ট“। ই-কমার্সের আলোচিত খবর, পত্রিকার লিংক, ইভেন্টের লিংক, সাক্ষাৎকার এখন পাবেন এক জায়গাতেই। চলুন এবার দেখে নেই এক নজরে গত ৭ দিনে ঘটে যাওয়া এবং আসছে সপ্তাহের ই-কমার্সের হালচাল।

আলোচিত ই-কমার্স খবরঃ 

  • বহির্বিশ্বে “Back To School” ক্যাম্পেইন অনেক দিন ধরেই জনপ্রিয় ধারণা। সাধারণত Fall Session(যা শুরু হয় আগস্ট অথবা সেপ্টেম্বরে) এ সামার ভ্যাকেশনের পরে স্কুল শুরু হওয়ার প্রাক্কালে এই অফার ঘোষণা করা হয়। আমাদের দেশে যেহেতু নতুন বছরের সাথে সাথেই শিক্ষাবর্ষ শুরু হয় তাই ডিসেম্বরই “ব্যাক টু স্কুল” ক্যাম্পেইনের যথার্থ সময়।

ই-কমার্স পোর্টাল দারাজ বিডি প্রথমবারের মতো আয়োজন করেছে স্কুল শিক্ষার্থীদের জন্য ‘ব্যাক টু স্কুল’ ক্যাম্পেইন। ক্যাম্পেইনের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে লাইফবয়।ইভেন্টটিতে স্কুল ইউনিফর্মের কাপড়, স্টেশনারি পণ্য, বই-খাতা, ল্যাপটপ, প্রিন্টার,স্ক্যানারসহ রকমারি পণ্যে থাকছে ৭০% পর্যন্ত মূল্যছাড়। ক্যাম্পেইনটি চলে ২ জানুয়ারী ২০১৮ পর্যন্ত। বিস্তারিত এখানে

  • ই-বাণিজ্যে সম্ভাবনাময় দেশ বাংলাদেশ। ২০১০ সালে শুরু পর থেকেই ই-কমার্স ব্যবসা বাংলাদেশে ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে। ইতোমধ্যে তরুণ প্রজন্মের অনেক উদ্যোক্তা ই-কমার্স ব্যবসায় নিজেকে মেলে ধরতে সক্ষম হয়েছেন। ডিজিটাল বাংলাদেশের রুপরেখায় সম্ভাবনাময় এ খাতকে এগিয়ে নিতে সরকার মনোযোগী হাতে নেওয়া হয়েছে ই-সার্ভিস রোডম্যাপ-২০২১। ই-সার্ভিস রোডম্যাপ বাজেটে আইসিটি খাতে বরাদ্দ রাখা হয়েছে ১১ হাজার ৬৪১ কোটি টাকা। ই-কমার্সের সম্ভাবনা নিয়ে একটি প্রতিবেদন পড়ুন এখানে
  • দেশের সর্ববৃহৎ মার্কেটপ্লেস আজকেরডিলে শুরু হয়েছে চরম শীতে গরম অফার!! সারাদেশে শীত যেভাবে জাঁকিয়ে বসেছে তার সাথে পাল্লা দিয়ে আজকেরডিলে মিলছে অবিশ্বাস্য রকম ছাড়ে হুডি, সোয়েটার, জ্যাকেটের এক বিরাট কালেকশন। ফ্ল্যাট ১৮% ছাড়ে শীতের কাপড় কিনতে আজকেরডিলে ঢু মারতে পারেন সবাই।

Storrea-Ajkerdeal-Ad

  • ই-জেনারেশন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এবং অফিস সরঞ্জাম সরবরাহকারী বি-টু-বি ই-কমার্স প্লাটফর্ম জেমসক্লিপ সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় মার্কেটিং ও ম্যানুফ্যাকচারিং কম্পানি রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।চুক্তির ফলে এখন থেকে জেমসক্লিপ তাদের ওয়েবসাইট এর মাধ্যমে রেকিট বেনকিজার বাংলাদেশের গৃহস্থালি সামগ্রী এবং টয়লেট্রিজ পণ্যসমূহ সরাসরি তাদের গ্রাহকদের কাছে বিক্রয় করতে পারবে।বিস্তারিত এখানে
  • তথ্যপ্রযুক্তিবিদ মোস্তফা জব্বার কে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী হিসেবে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়াতে তথ্যপ্রযুক্তি খাতের সাথে সংশ্লিষ্ট সবাই নতুন আশায় বুক বাঁধছেন। দায়িত্ব নিয়ে এই বর্ষীয়ান প্রযুক্তিবিদ শুনিয়েছেন আশার কথা। তার সমস্যা ও সম্ভাবনা নিয়ে সম্প্রতি যুগান্তরে কলাম লিখেছেন বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় জব পোর্টাল বিডিজবস  ও জনরপ্যি মার্কেটপ্লেস আজকেরডিলের প্রতিষ্ঠাতা ফাহিম মাশরুর। লেখাটি পড়তে পারবেন এখানে
  • ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর নতুন ইসি কমিটি ঘোষণা করা করেছে । শমী কায়সার সভাপতি এবং আব্দুল ওয়াহেদ তমাল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২ বছর মেয়াদের কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয় ২০১৮ এর প্রথম দিন। সাবেক সভাপতি রাজিব আহমেদ বর্তমান কমিটিতে আছেন ডিরেক্টর ইন্টারনেশনাল অ্যাফেয়ার্স হিসেবে। বিস্তারিত এখানে
  • বৈশ্বিক ই-কমার্স ব্যবসায় অ্যামাজন ও আলিবাবা পরস্পরের প্রতিদ্বন্দ্বী। উভয় প্রতিষ্ঠান ব্যবসা সম্প্রসারণে বহুমুখী পদক্ষেপ নিচ্ছে। তবে আগামী কয়েক বছরের মধ্যে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন ডটকমকে বাজার মূলধনে ছাড়িয়ে যাবে চীনভিত্তিক আলিবাবা। ২০২০ সাল নাগাদ আলিবাবার বাজার মূলধন ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছানোর প্রত্যাশা করা হচ্ছে। এতে করে অ্যামাজনের আগেই আলিবাবা ১ ট্রিলিয়ন ডলার বাজার মূলধন অর্জনে সক্ষম হবে।গবেষণা প্রতিষ্ঠান এমকেএম পার্টনারস এক পূর্বাভাসে এমনটাই জানিয়েছে। বিস্তারিত বণিকবার্তার খবরে
  • কেমন গেলো ২০১৭ সাল? ইকমার্স খাতে কতদূর এগোল বাংলাদেশ? নতুন এই প্রযুক্তির বাজার অবস্থান ও সামগ্রিক হালচাল নিয়ে লিখেছেন জনপ্রিয় মার্কেটপ্লেস কিকশা ডটকমের স্বত্বাধিকারী জীশান কিংশুক হক। তার ভাষ্যমতে, “২০১৭ সালে যে খবরটা খুব বেশি ‘খবর’ হয়ে আসেনি, কিন্তু এই ইন্ডাস্ট্রির জন্য প্রবল আশা-জাগানিয়া বিষয়- সেটা হচ্ছে ই-কমার্সে বিদেশি বিনিয়োগ। এত কিছুর পরও বিদেশি উদ্যোক্তারা আসছেন। এর মানে, এই বাজারটা অনেক প্রতিশ্রুতিশীল এবং যারা অন্য দেশে অন্য ভেঞ্চারে বিনিয়োগ করে হাত পাকিয়েছেন, তারা এখানে নিশ্চিত রিটার্ন দেখছেন। সব মিলিয়ে ২০১৭ অনলাইনে কেনাকাটার জন্য একটা ঝড়ের বেগে এগিয়ে চলার বছর ছিল। ২০১৮ আমার কাছে আরও উজ্জ্বল, আরও অনেক বেশি সম্ভাবনাময়!বিস্তারিত পড়ুন এখানে

এই ছিল গেল সপ্তাহের ই-কমার্সের হালচাল। আগামী শুক্রবার নতুন সপ্তাহের খবরাখবর নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আর আপনাদের নিজেদের কোন অনলাইন শপের ইভেন্ট নিউজ বা কোন চালু অফার থাকলে তা আমাদের কে জানাতে পারেন এখানে। সবার ছুটি আনন্দে কাটুক।

নিজের একটি অনলাইন ব্যবসা হোক আজই

(Visited 167 times, 1 visits today)
0

Comments