কি চলছে ই-কমার্সে সর্বশেষ? দেশ-বিদেশের ই-কমার্স খবরাখবর নিয়ে স্টোরিয়ার সাপ্তাহিক আয়োজন “ই-কমার্স ডাইজেস্ট”। ই-কমার্সের আলোচিত খবর, পত্রিকার লিংক, ইভেন্টের লিংক, সাক্ষাৎকার এখন পাবেন এক জায়গাতেই। চলুন এবার দেখে নেই এক নজরে গত ৭ দিনে ঘটে যাওয়া এবং আসছে সপ্তাহের ই-কমার্সের হালচাল।

আলোচিত ই-কমার্স খবরঃ 

  • গত ২৭ জানুয়ারী রাজধানীর কারওয়ান বাজারস্থ জনতা টাওয়ারের সফটওয়্য়ার টেকনোলজি পার্কের সেমিনার কক্ষে প্রেনিউর ল্যাব, ই-ক্যাব এবং ফেসবুক ডেভেলপারস সার্কেল ঢাকার যৌথ উদ্যোগে আয়োজিত ‘মেসেঞ্জার বটস ফর ই-কমার্স : ফ্রি বটস ফর ই-ক্যাব মেম্বারস’ শীর্ষক ওয়ার্কশপে ই-কমার্স উদ্যোক্তা এবং ই-ক্যাব মেম্বারদের জন্য বিনামূল্যে মেসেঞ্জার বট তৈরির কলাকৌশল শেখানো হয়। বিস্তারিত টেকজুমের খবরে
  • আগামী ১৬ই ফেব্রুয়ারি, ২০১৮ হতে যাচ্ছে ই-ক্যাবের পিকনিক। ঢাকার অদূরে গাজীপুরের কালিয়াকৈর এ “রাঙ্গামাটি ওয়াটারফ্রনট রিসোর্ট” এ হবে এবারের ই-ক্যাব পিকনিক। বিস্তারিত এখানে দেখুন।
  • জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস আজকের ডিলের মোবাইল অ্যাপের মাধ্যমে যে কোন প্রোডাক্ট কিনলেই ঢাকার মধ্যে ডেলিভারী চার্জ একদম ফ্রি অফার চলছে। তবে সময় ও স্টক সীমিত। আজকের ডিল এর অ্যাপ টি ডাউনলোড করতে যেতে হবে এখানে

Storrea-Ajkerdeal-Ad

  • ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে অনলাইন শপিং সাইট প্রিয়শপ ডটকমে কেনাকাটা করে হেলিকপ্টারে ঢাকা ভ্রমণের অফার দেওয়া হয়েছে। চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। ৯৯৯ টাকা বা তার অধিক টাকার পণ্য কিনলে এ অফার পাওয়া যাবে। বিস্তারিত এখানে
  • বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে দ্বিতীয়বারের মত ‘ভ্যালেন্টাইনস ডে ক্যাম্পেইন’ নিয়ে এলো অনলাইন শপিং প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ। চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। নানা ধরণের পণ্যে আকর্ষণীয় মূল্যছাড় নিয়ে হাজির হয়েছে এই সেলস ইভেন্টটি।ক্যাম্পেইন চলাকালে, প্রতিদিন মধ্যরাতে আনলক হবে বিশেষ ক্যাটাগোরির বিশেষ ডিল। বিস্তারিত জানুন
  • দেশের অর্থনীতিকে আরো চাঙ্গা করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই নিয়ে এলো ই-কমার্স মার্কেট প্লেস “এক-শপ”। যেখানে একই ছাতার নিচে সারাদেশের সব ই-কমার্স প্রতিষ্ঠান সংযুক্ত থাকবে। ফলে দেশের যেকোনো প্রান্তের মানুষ সারা বিশ্বে তার পণ্যের কথা ছড়িয়ে দিতে পারবে খুব সহজেই। গত ৩১ জানুয়ারী “এক-শপ” পাইলট প্রোজেক্টের উদ্বোধন করা হয়। দেখুন এটুআইয়ের ফেসবুক পোস্ট
  • ফেসবুক সরাসরি পণ্য কেনাবেচার জন্য নতুন ফিচার যোগ করেছে ফেসবুক মার্কেটপ্লেস। বেশ কিছু দেশে ফিচারটি উন্মুক্ত করা হয়েছে, তবে বাংলাদেশে তা এখনো চালু হয়নি। ফেসবুক মার্কেটপ্লেস সম্পর্কে জানুন এখান থেকে।
  • বিশ্বের সর্ববৃহৎ রিটেইলার শপ ওয়ালমার্ট ভারতের ইকমার্স সাইট ফ্লিপকার্টের ২০ শতাংশ শেয়ার কিনে নিতে যাচ্ছে। আগামী মার্চে চুক্তির পুরো প্রক্রিয়াটি শেষ হবে। তবে এ ব্যাপারে অফিসিয়াল কোন প্রতিক্রিয়া জানায়নি কোন পক্ষই। বিস্তারিত টেকশহরের খবরে
  • দেশের ই-কমার্স উদ্যোক্তারা সবাই কমবেশি ফেসবুকে পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপণ দিয়ে থাকে। ২০১৭ সালের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ফেসবুকের রাজস্ব আয় ১ হাজার ২৯৭ কোটি ডলারে পৌঁছেছে, যা এক বছর আগের একই প্রান্তিকের ৮৮১ কোটি ডলারের চেয়ে ৪৭ শতাংশ বেশি। বিশ্বব্যাপী মোবাইল বিজ্ঞাপন বিক্রি বৃদ্ধি পাওয়ায় রাজস্ব আয় বেড়েছে সোস্যাল মিডিয়া জায়ান্টটির। বিস্তারিত বণিকবার্তায়
  • মার্কিন সাময়িকী টাইমসে সম্প্রতি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা এবং বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধণী বিল গেটসের একটি সাক্ষাতকার প্রকাশিত হয়। তার বাংলা অনুবাদ পড়ুন প্রথমআলো থেকে।
    এই ছিল গেল সপ্তাহের ই-কমার্সের হালচাল। আগামী শুক্রবার নতুন সপ্তাহের খবরাখবর নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আর আপনাদের নিজেদের কোন অনলাইন শপের ইভেন্ট নিউজ বা কোন চালু অফার থাকলে তা আমাদের কে জানাতে পারেন এখানে। সবার ছুটি আনন্দে কাটুক।

নিজের একটি অনলাইন ব্যবসা হোক আজই

(Visited 179 times, 1 visits today)
0

Comments