কি চলছে ই-কমার্সে সর্বশেষ? দেশ-বিদেশের ই-কমার্স খবরাখবর নিয়ে স্টোরিয়ার সাপ্তাহিক আয়োজন “ই-কমার্স ডাইজেস্ট”। ই-কমার্সের আলোচিত খবর, পত্রিকার লিংক, ইভেন্টের লিংক, সাক্ষাৎকার এখন পাবেন এক জায়গাতেই। চলুন এবার দেখে নেই এক নজরে গত ৭ দিনে ঘটে যাওয়া এবং আসছে সপ্তাহের ই-কমার্সের হালচাল।

আলোচিত ই-কমার্স খবরঃ 

  • বেসিস সফটএক্সপো প্রদর্শনীতে বৃহস্পতিবার সন্ধ্যায় ‘নেট নিউট্রালিটি’ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, ইন্টারনেট প্রদানকারী প্রতিষ্ঠান যদি ই-কমার্স এ যুক্ত হয় তবে সত্যিকারে যারা ই-কমার্স সেবা প্রদান করছে তাদের জন্য বিষয়টি চ্যালেঞ্জিং। কারণ ইন্টারনেট সেবা দানকারীদের ক্রেতা সন্তুষ্টি, সাধারণ ই-কমার্স সেবাদান কারীদের চেয়ে বেশি হবে। যেহেতু ইন্টারনেট গতি এবং অন্যান্য বিষয়ের নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকে। ফলে বাজার প্রতিযোগিতা ই-কমার্স প্রতিষ্ঠানের জন্য আরো চ্যালেঞ্জিং। এজন্য নেট নিউট্রালিটির বিষয়টি গুরুত্বপূর্ণ। বিস্তারিত পড়ুন এখানে
  • পেমেন্ট বাধা দূর করতে পারলে দেশের ই-কমার্স খাত খুব দ্রুত প্রসারিত হবে বলে বলেছেন সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ী ও সংগঠনের নেতারা। বৃহস্পতিবার রাজধানীল গুলশানের একটি হেটেলে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এবং সফটওয়্যার শপ লিমিটেড বা এসএসএল এর যৌথ উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়। বিস্তারিত জানুন এখানে
  • দিন দিন বেড়ে চলেছে ব্যবসাগুলোর ডিজিটাল মার্কেটিং ব্যয়। ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের টার্গেট কাস্টমারের কাছে পৌছাতে গত এক বছরে প্রায় ১০০০ কোটি টাকা গুগল এবং ফেসবুকের পেছনে খরচ করেছে এমনটাই প্রকাশিত হয়েছে ডেইলি স্টারের একটি প্রতিবেদনে। তবে এই অংক কিছু কম বেশি হতে পারে কারণ গুগল বা ফেসবুক তাদের পেছনে ব্যয়কৃত অর্থের পরিমান প্রকাশ করতে আগ্রহী নয়। ডিজিটাল মার্কেটিংয়ে ব্যয় আরো বাড়বে এবং এই বছর তা দ্বিগুনও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে এই খাতে বিদেশি বিজ্ঞাপণী প্রতিষ্ঠান গুলো কোন ধরণের করের আওতায় পরছে না। এই বিপুল অর্থ লেনদেনের প্রক্রিয়াটি নীতিমালার অধিনে নেয়া উচিত বলে বিশেষজ্ঞরা জানান। বিস্তারিত এখানে

Storrea-Ajkerdeal-Ad

  • এফ কমার্স প্লাটফর্ম শপআপ সম্প্রতি ডিএইচএল এক্সপ্রেস কুরিয়ারের সাথে একটি চুক্তি সম্পন্ন করেছে। এই চুক্তির ফলে শপআপের নিবন্ধিত ফেসবুক উদ্যোক্তাগণ দেশের বাইরের কাস্টমারদের ডেলিভারি দিতে সক্ষম হবে। বিস্তারিত এখানে
  • শেয়ার মূল্যে রেকর্ড গড়েছে অ্যামাজন। বুধবার প্রথমবারের মতো ১৫০০ মার্কিন ডলার ছাড়িয়েছে প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের মূল্য। দিন শেষে মার্কিন ই-কমার্স জায়ান্ট প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য বেড়েছে প্রায় ১.৪ শতাংশ। এতে ১৪৮২.৯২ মার্কিন ডলার থেকে অ্যামাজনের শেয়ার মূল্য দাঁড়িয়েছে ১৫০৩.৪৯ ডলারে। বিডিনিউজ২৪ এ পড়ুন বিস্তারিত
  • জিরো গ্র্যাভিটি ভেঞ্চারস লিমিটেডের অধীন বিটুবি ই-কমার্স সাইট সিন্দাবাদ ডট কম এবং অনলাইন মার্কেটপ্লেস কিকশা ডট কম এর ব্যবসা সম্প্রসারণে ৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে ফ্রন্টিয়ার ফান্ড বাংলাদেশ লিমিটেড। বিস্তারিত দেখুন এখানে

এই ছিল গেল সপ্তাহের ই-কমার্সের হালচাল। আগামী শুক্রবার নতুন সপ্তাহের খবরাখবর নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আর আপনাদের নিজেদের কোন অনলাইন শপের ইভেন্ট নিউজ বা কোন চালু অফার থাকলে তা আমাদের কে জানাতে পারেন এখানে। সবার ছুটি আনন্দে কাটুক।

নিজের একটি অনলাইন ব্যবসা হোক আজই

(Visited 129 times, 1 visits today)
0

Comments