বাংলাদেশের অনলাইন উদ্যোক্তারা স্টোরিয়াতে স্টোর খোলার সময় বেশ কিছু সুনির্দিষ্ট ঝামেলায় পড়েন। যেহেতু তারা অনেক ক্ষেত্রেই টেকনিক্যাল জ্ঞান রাখেন না তাই সেসব সমস্যা সমাধানে তাদেরকে বেশ বেগ পেতে হয়। তাদের কে সাহায্যের হাত বাড়িয়ে দিতেই আমাদের এই নতুন প্রচেষ্টা; “এসো নিজে করি” সিরিজ।

আগের পর্বগুলো পড়ুন এখানেঃ
এসো নিজে করিঃ পর্ব ১ (কিভাবে অনলাইন স্টোর তৈরি করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ২( কিভাবে লোগো ও ব্যানার আপলোড করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ৩(কিভাবে ওয়েবসাইটের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমের সংযোগ করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ৪(কিভাবে প্রোডাক্ট ক্যাটাগরি তৈরি করবেন(সাব ক্যাটাগরি সহ)?)

এসো নিজে করিঃ পর্ব ৫ (কিভাবে প্রোডাক্ট আপলোড করবেন)

এসো নিজে করিঃ পর্ব ৬ (কিভাবে প্রোডাক্ট ভ্যারিয়ান্ট ব্যবহার করবেন? ভ্যারিয়ান্ট ইনভেন্টরি, প্রাইসিং সহ)

এসো নিজে করিঃ পর্ব ৭(কিভাবে প্রোডাক্ট ইনভেন্টরি ম্যানেজ করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ৮(কিভাবে শিপিং মেথড কনফিগারেশন করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ৯(কিভাবে পেমেন্ট মেথড সেটাপ করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ১০ (কিভাবে ট্যাক্স রেট কনফিগার করবেন)

আজকের পর্বে আমরা দেখাবো কি করে নিজের স্টোরের জন্য কাস্টম পেইজ তৈরি করা যায়। কাস্টম পেইজ দিয়ে সাধারণত যেকোন স্টোর তার কোম্পানি সংক্রান্ত বিশেষ তথ্য ক্রেতাদের সাথে শেয়ার করে থাকেন। একটি কাস্টম পেইজ হতে পারে About Us টাইপের, অথবা Terms & Conditions দিয়ে, অথবা Transfer Policy নিয়েও আলাদা পেইজ তৈরি করতে পারেন। সেই পেইজ আপনার চাহিদা অনুযায়ী হেডার অথবা ফুটার এর মেন্যুতে অ্যাড করে দিতে পারেন সহজেই।

 

প্রথম ধাপঃ আপনার সাইটের এডমিন প্যানেলে লগিন করুন।

দ্বিতীয় ধাপঃ ড্যাশবোর্ড থেকে “Store” অপশনে ক্লিক করে ড্রপডাউন মেনু থেকে “Pages” এ ক্লিক করুন।

ab-1

তৃতীয় ধাপঃ “Pages for your Store” নামে নতুন একটি উইন্ডো আসবে। সেখান থেকে “Add New Page” বাটনে ক্লিক করুন।

ab-2

 

চতুর্থ ধাপঃ এই পেজ এ আপনার কাস্টম পেজের “Page Title” , “Content”  এডিট করে নিন।

ab-3

বিঃদ্রঃ আপনার কারেন্ট প্ল্যান যদি “Shopno” হয়ে থাকে আপনি নতুন পেজ অ্যাড করতে পারবেন না।নতুন পেজ অ্যাড করার জন্য আপনাকে “Shahosh”  অথবা “Shofol” প্যাকেজে অন্তর্ভুক্ত হতে হবে। বিস্তারিত জানতে স্টোরিয়ার প্রাইসিং পেইজটি ঘুরে আসতে পারেন।

 

চাই নিজের অনলাইন স্টোর

(Visited 495 times, 1 visits today)
0

Comments