আমাদের অনলাইন উদ্যোক্তারা স্টোরিয়াতে স্টোর খোলার সময় বেশ কিছু সুনির্দিষ্ট ঝামেলায় পড়েন। যেহেতু তারা অনেক ক্ষেত্রেই টেকনিক্যাল জ্ঞান রাখেন না তাই সেসব সমস্যা সমাধানে তাদেরকে বেশ বেগ পেতে হয়। তাদের কে সাহায্যের হাত বাড়িয়ে দিতেই আমাদের এই নতুন প্রচেষ্টা; “এসো নিজে করি” সিরিজ।

আগের পর্বগুলো পড়ুন এখানেঃ
এসো নিজে করিঃ পর্ব ১ (কিভাবে অনলাইন স্টোর তৈরি করবেন?)

এসো নিজে করি ঃ পর্ব ২( কিভাবে লোগো ও ব্যানার আপলোড করবেন?)

এসো নিজে করি ঃ পর্ব ৩(কিভাবে ওয়েবসাইটের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমের সংযোগ করবেন?)

এসো নিজে করি ঃ পর্ব ৪(কিভাবে প্রোডাক্ট ক্যাটাগরি তৈরি করবেন(সাব ক্যাটাগরি সহ)?)

এসো নিজে করি ঃ পর্ব ৫ (কিভাবে প্রোডাক্ট আপলোড করবেন)

এসো নিজে করি ঃ পর্ব ৬ (কিভাবে প্রোডাক্ট ভ্যারিয়ান্ট ব্যবহার করবেন? ভ্যারিয়ান্ট ইনভেন্টরি, প্রাইসিং সহ)

এসো নিজে করি ঃ পর্ব ৭(কিভাবে প্রোডাক্ট ইনভেন্টরি ম্যানেজ করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ৮(কিভাবে শিপিং মেথড কনফিগারেশন করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ৯(কিভাবে পেমেন্ট মেথড সেটাপ করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ১০ (কিভাবে ট্যাক্স রেট কনফিগার করবেন)

এসো নিজে করিঃ পর্ব ১১ (কিভাবে কাস্টম পেজ অ্যাড করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ১২ (কিভাবে About us এবং Terms and Services কনফিগার করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ১৩ (কিভাবে ওয়েবসাইটের Header/Footer  নেভিগেশন করবেন?)

 

দুইভাবে ফেসবুক স্টোর খোলা যেতে পারে। আপনি চাইলে নিজে নিজে কনফিগার করে নিতে পারেন ইন্সট্রাকশন দেখে অথবা  Storrea আপনার সাইটে পেজটি ইন্টিগ্রেট করে দিবে। Storrea দিয়ে তৈরি করার মূল সুবিধাটি হলো আপনার ওয়েবসাইটের যেকোন পরিবর্তন খুব সহজেই ফেইসবুকে অটমেটিক্যালি আপডেটেড হয়ে যাবে।

আপনি যদি Storrea এর মাধমে ফেসবুক স্টোর খুলতে চান তাহলেঃ

প্রথম ধাপঃ সাইটের এডমিন পেজে লগিন করুন।

দ্বিতীয় ধাপঃ ড্যাশবোর্ডে গিয়ে “Plans” বাটনে ক্লিক করুন, লিস্ট থেকে “View Storrea Add-ons”-এ ক্লিক করুন।

fb-4

তৃতীয় ধাপঃ সেখানে একটি লিস্ট দেখতে পাবেন এভেইলেবল অ্যাডঅন সমূহের। সেখান থেকে “Facebook Store Integration”  এর পাশে থাকা “Send Request to Subscribe” বাটনে ক্লিক করুন। একটি পপ-আপ উইন্ডো শো করবে, “Send request” এ চেপে কনফার্ম করুন।

fb-2

আপনি যদি ম্যানুয়ালি কনফিগার করতে চানঃ

প্রথম ধাপঃ সাইটের এডমিন পেজে লগিন করুন।

দ্বিতীয় ধাপঃ সাইটের একদম উপরে ডান পাশে থাকা “Get FB Store” বাটনে ক্লিক করুন। এছাড়া “Apps” এ গিয়ে ড্রপ ডাইন লিস্ট থেকে “Facebook Store” বাটনেও ক্লিক করতে পারেন।

fb-3

তৃতীয় ধাপঃ এবার আপনার সামনে কিছু ইন্সট্রাকশন আসবে এবং আপনাকে ফেসবুকে লগিন করতে বলা হবে। লগিন করে নিজের পেজটিকে খুব সহজেই ইন্টিগ্রেট করে নিতে পারবেন।

fb-1

(Visited 360 times, 1 visits today)
0

Comments