বাংলাদেশের অনলাইন উদ্যোক্তারা স্টোরিয়াতে স্টোর খোলার সময় বেশ কিছু সুনির্দিষ্ট ঝামেলায় পড়েন। যেহেতু তারা অনেক ক্ষেত্রেই টেকনিক্যাল জ্ঞান রাখেন না তাই সেসব সমস্যা সমাধানে তাদেরকে বেশ বেগ পেতে হয়। তাদের কে সাহায্যের হাত বাড়িয়ে দিতেই আমাদের এই নতুন প্রচেষ্টা; “এসো নিজে করি” সিরিজ।

আগের পর্বগুলো পড়ুন এখানেঃ
এসো নিজে করিঃ পর্ব ১ (কিভাবে অনলাইন স্টোর তৈরি করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ২( কিভাবে লোগো ও ব্যানার আপলোড করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ৩(কিভাবে ওয়েবসাইটের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমের সংযোগ করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ৪(কিভাবে প্রোডাক্ট ক্যাটাগরি তৈরি করবেন(সাব ক্যাটাগরি সহ)?)

এসো নিজে করিঃ পর্ব ৫ (কিভাবে প্রোডাক্ট আপলোড করবেন)

এসো নিজে করিঃ পর্ব ৬ (কিভাবে প্রোডাক্ট ভ্যারিয়ান্ট ব্যবহার করবেন? ভ্যারিয়ান্ট ইনভেন্টরি, প্রাইসিং সহ)

এসো নিজে করিঃ পর্ব ৭(কিভাবে প্রোডাক্ট ইনভেন্টরি ম্যানেজ করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ৮(কিভাবে শিপিং মেথড কনফিগারেশন করবেন?)
আপনার সুবিধামত কাস্টমারদের জন্য পেমেন্ট মেথড সিলেক্ট করা জরুরি। Storrea আপনাকে দিচ্ছে খুব সহজেই আপনার পছন্দমত পেমেন্ট অপশন বেছে নেওয়ার সুযোগ।

প্রথম ধাপঃ

আপনার সাইটের এডমিন প্যানেলে লগিন করুন।

দ্বিতীয় ধাপঃ

ড্যাশবোর্ড থেকে “Settings” এ ক্লিক করুন। ড্রপডাউন লিস্ট থেকে “Payment Method” সিলেক্ট করুন।

41

তৃতীয় ধাপঃ

আপনার সামনে একটি নতুন উইন্ডো আসবে। আপনার পছন্দের মেথডটিতে ক্লিক করে এক্টিভেট করুন।

42

চতুর্থ ধাপঃ

43

আপনার কাছে একটি নোটিফিকেশন আসবে পেমেন্ট মেথড কনফার্ম করে। পালটানোর জন্য কারেন্ট মেথড ডিএক্টিভেট করে আরেকটি এক্টিভেট করুন।

 

Storrea এর নতুন সংযোজন Bkash পেমেন্ট সিস্টেম। কিন্তু এটি এক্টিভেট করতে হলে আপনাকে নির্দিষ্ট মূল্য পরিশোধ করতে হবে(মাসে ১৯৯ টাকা)। কিংবা Shahosh অথবা Shofol প্যাকেজে ফ্রিতেই আপনি এই সুবিধা পেতে পারেন। এছাড়াও  Shofol প্যাকেজে আপনি পাবেন SSLCommerz এর মাধ্যমে যেকোন কার্ড পেমেন্ট এর সুযোগ। বিস্তারিত জানতে স্টোরিয়ার প্রাইসিং পেইজটি ঘুরে আসতে পারেন।

 

 

চাই নিজের অনলাইন স্টোর

 

(Visited 518 times, 1 visits today)
1

Comments