বাংলাদেশের অনলাইন উদ্যোক্তারা স্টোরিয়াতে স্টোর খোলার সময় বেশ কিছু সুনির্দিষ্ট ঝামেলায় পড়েন। যেহেতু তারা অনেক ক্ষেত্রেই টেকনিক্যাল জ্ঞান রাখেন না তাই সেসব সমস্যা সমাধানে তাদেরকে বেশ বেগ পেতে হয়। তাদের কে সাহায্যের হাত বাড়িয়ে দিতেই আমাদের এই নতুন প্রচেষ্টা; “এসো নিজে করি” সিরিজ।

আগের পর্বগুলো পড়ুন এখানেঃ
এসো নিজে করিঃ পর্ব ১ (কিভাবে অনলাইন স্টোর তৈরি করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ২( কিভাবে লোগো ও ব্যানার আপলোড করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ৩(কিভাবে ওয়েবসাইটের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমের সংযোগ করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ৪(কিভাবে প্রোডাক্ট ক্যাটাগরি তৈরি করবেন(সাব ক্যাটাগরি সহ)?)

প্রথম ধাপঃ

আপনার সাইটের অ্যাডমিন প্যানেলে লগিন করুন।

দ্বিতীয় ধাপঃ

ড্যাশবোর্ডে “Products” অপশনে ক্লিক করুন, ড্রপ ডাউন লিস্ট থেকে “Add New Product” অপশনে ক্লিক করুন।

9

“Create New Product”এ ক্লিক করার আগে নিচের কাজ গুলো করে নিতে হবে।

. প্রোডাক্টের নাম এবং ডেসক্রিপশন প্রদানঃ

10

উপরের ছবিতে দেখতে পাচ্ছেন যে Product name এবং Product Description নামে দুটি বক্স আছে। Product name ফিল আপ না করে আপনি কোন প্রোডাক্ট আপলোড করতে পারবেন না।

Product Description একটু সময় নিয়ে করবেন। কথা সংক্ষিপ্ত রেখে যথাসম্ভব আকর্ষণীয় করার চেষ্টা করবেন।

 

.প্রোডাক্ট স্পেসিফিকেশনঃ

1. ড্যাশবোর্ড থেকে “Products” অপশনে গিয়ে “All products” অপশনে ক্লিক করুন।

112. যেকোন একটি Product সিলেক্ট করুন। নতুন উইন্ডোতে আসার পর স্ক্রল করে নিচে নামুন।

123. “Add new Attribute” বাটনে ক্লিক করুন। সেখানে “Attribute name” এবং “Attribute value” ফিল আপ করুন। এভাবে যতবার “Add new attribute” ক্লিক করবেন নতুন Attribute সংযুক্ত হবে।

15

4. শেষে “Update Product” এ ক্লিক করতে ভুলবেন না।

16

সবশেষে আপনার স্টোরে কেমন দেখাবে তার একটি Sample দেয়া হলঃ

17

৩.প্রোডাক্টের মুল্য এড করা

প্রথমে আপনাকে ‘General settings’ থেকে কারেন্সি সেট করতে হবে।

. Cost price : আপনাকে প্রোডাক্টের cost price/ক্রয় মুল্য দিতে হবে। গ্রাহকেরা বা Storrea এর admin রা এটি দেখতে পারবে না। যদিও এটা ফিল-আপ করা বাধ্যতামূলক নয় তবে যদি আপনি এটা না দেন তাহলে আপনি কোন Revenue Statement বা Report পাবেন না Storrea থেকে।

. Sales price: যে মূল্যে আপনি আপনার প্রোডাক্ট বিক্রি করতে চান। এটি অবশ্যই দিতে হবে। যদি আপনি বিক্রয় মূল্য না দেন তাহলে ওই প্রোডাক্ট টি ওয়েবসাইট এ দেখানো হবেনা।

. Compare at price: যদি আপনার প্রোডাক্টটি sale or discount এ থাকে তাহলে আপনাকে অবশ্যই discount এর পূর্বের মূল্যটিও উল্লেখ করতে হবে।

** যদি প্রোডাক্টটি sale বা discount এ থাকে তাহলে ‘On Sale’ এ ক্লিক করুন।

উদাহরণঃ বর্তমান হ্রাসকৃত মুল্য ১২০০ টাকা যা আগে ছিল ১৩৫০ টাকা।

. ট্যাক্স রেটঃ যদি প্রোডাক্টটির উপর ট্যাক্স থাকে তাহলে ‘Tax Rates’ সিলেক্ট করুন।

ট্যাক্স রেট বসাতে নিম্নের ধাপগুলি অনুসরণ করুনঃ

18

 

আপনি একের অধিক ট্যাক্স রেট উপরের ধাপগুলি অনুসরণ করে বসাতে পারবেন।

. ওজনঃ প্রোডাক্টটির ওজন উল্লেখ করুন। এটি খুবই প্রয়োজনীয় কারন শিপিং রেট ওজনের উপর নির্ভর করে। ্যদি আপনি ওজন উল্লেখ না করেন তাহলে গ্রাহকদের শিপিং রেট দেখানো হবে না।

যদি ওজন গ্রাম এ হয় তাহলে সংখ্যার আগে দশমিক ব্যবহার করুন।

19

প্রোডাক্টের ছবি আপলোড করার জন্য ‘Browse’ বাটন এ ক্লিক করুন এবং ‘image source’ এ সিলেক্ট করুন। এরপর পপ-আপ উইন্ডোর এর ‘Open’ বাটন এ ক্লিক করুন। (এ ফিচারে একটির বেশি ছবি আপনি আপ-লোড করতে পারবেন)।

একটির বেশি ছবি আপলোড করার জন্য ‘Add New Image’ অপশনটি সিলেক্ট করুন। বাকি সব ধাপ আগের মত করে অনুসরণ করুন। ছবি ডিলেট করার জন্য X প্রতীকে ক্লিক করুন।

প্রথমটি ফিচার্ড ইমেজঃ

20

এভাবেই একটির পর একটি ধাপ তৈরি করে আপনি আপনার স্টোরে প্রোডাক্ট আপলোড এর কাজটি সেরে ফেলতে পারেন। একটি প্রোডাক্ট আপলোড করে দেখুন আপনার সাইট এ কেমন দেখাচ্ছে উপরের Go To My Store বাটনে ক্লিক করে।

চাই নিজের অনলাইন স্টোর

 

 

 

 

 

 

 

(Visited 722 times, 1 visits today)
0

Comments