দেশ-বিদেশের ইকমার্স খবরাখবর সম্বলিত সাপ্তাহিক আয়োজন স্টোরিয়া ইকমার্স ডাইজেস্ট। ইকমার্সের আলোচিত খবর, পত্রিকার লিংক, ইভেন্টের লিংক, সাক্ষাৎকার এখন পাবেন এক জায়গাতেই। চলুন এবার দেখে নেই এক নজরে গত ৭ দিনে ঘটে যাওয়া এবং আসছে সপ্তাহের ইকমার্সের হালচাল।

আলোচিত ইকমার্স খবরঃ

  • বৃহস্পতিবার ফোর্বসের সর্বশেষ জরিপে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসকে হঠিয়ে বিশ্বের শ্রেষ্ঠ ধনী হলেন জায়ান্ট ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ৫৩ বছর বয়েসী জেফ বেজোস। তাঁর বর্তমান সম্পদের পরিমাণ ৯০ দশমিক ৭ বিলিয়ন ডলার। বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় সাত লাখ সাড়ে ৩১ হাজার কোটি টাকা। বৃহস্পতিবার দিনের শুরুতে অ্যামাজনের শেয়ার মূল্য ২ দশমিক ৪ শতাংশ বাড়ায় বিল গেটসের চাইতে ৭০০ মিলিয়ন ডলার বেশি অর্থের মালিক হয়ে যান বেজোস। তবে সর্বশেষ খবরে জানা যায় দিনশেষে অ্যামাজনের শেয়ারের মূল্য আবার পরে যাওয়ায় শীর্ষস্থান ফিরে পান বিল গেটসই। অবশ্য এই লড়াইয়ে বেজোস অচিরেই পাকাপোক্ত করবেন নিজের শীর্ষস্থান এমনটাই বিশেষজ্ঞরা বলছেন। বিস্তারিত ফোর্বসের খবরে
  • অবশেষে ভারতীয় ই-কমার্স জায়ান্ট ফ্লিপকার্টের প্রস্তাবিত বাড়তি দরে বিক্রি হতে যাচ্ছে প্রতিদ্বন্দী প্রতিষ্ঠান স্ন্যাপডিল। সূত্রমতে স্ন্যাপডিলের পরিচালনা পর্ষদ ফ্লিপকার্টের ৯৫০ মিলিয়ন ডলারের অফারে সম্মতি জানিয়েছে। অফিসিয়াল ঘোষনা এখনো না আসলেও ধারণা করা হচ্ছে মাসখানেকের মধ্যেই চুক্তি এবং প্রতিষ্ঠানের হাতবদল হয়ে যাবে। এর ফলে ফ্লিপকার্টের স্ন্যাপডিল অধিগ্রহণই হবে ভারতীয় ই-কমার্স খাতে সবচেয়ে বড় অধিগ্রহণ চুক্তি। এ নিয়ে বিস্তারিত পড়ুন টেকইনএশিয়ায়
  • ফ্লিপকার্টের কাছে ইতিমধ্যে স্ন্যাপডিলের বিক্রির বন্দোবস্ত হয়ে গেছে তা তো আগের খবরেই জানলেন। সেই সাথে স্ন্যাপডিলের থেকে মোবাইল পেমেন্ট ওয়ালেট প্রোভাইডার ‘ফ্রি-চার্য’কে ৩৮৫ কোটি রুপির বিনিময়ে কিনে নিচ্ছে এক্সিস ব্যাংক। চুক্তি এবং হস্তান্তর প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে সম্পন্ন হবে। এখানে উল্লেখ্য ভারতে ডিজিটাল পেমেন্ট প্লাটফর্মগুলির মধ্যে পেটিএম এর পরেই ফ্রি-চার্যের অবস্থান। এই ই-ওয়ালেটের মাধ্যমে প্রতিদিন ১০-১৫ লক্ষ রুপির লেনদেন হয়ে থাকে। খবরে বিস্তারিত।
  • দেশের ২০টি জেলায় চাল, ডাল, মসলা, তেলসহ আরো অনেক পণ্যে ৩৫ শতাংশ ছাড় দিচ্ছে দেশের বৃহত্তম ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ ডটকমবিডি। বৃহস্পতিবার দারাজের ‘মাসের বাজার’ ক্যাম্পেইনের মধ্য দিয়ে শুরু হয় ‘গ্রোসারি মহোৎসব’। দারাজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, রংপুর, রাজশাহী, বরিশাল, যশোর, ময়মনসিংহ, কুষ্টিয়া, দিনাজপুর, ফেনীসহ মোট ২০টি জেলায় থাকবে এই ছাড়। বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে থাকবে ১০% পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক আগামী ৩ মাস প্রতি ২৭ তারিখে আয়োজিত হবে দেশব্যাপী এই গ্রোসারি মহোৎসব। বিস্তারিত পড়ুন বিডিনিউজ২৪ এ।
  • ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সদস্য হওয়ার প্রক্রিয়া শুরু করেছে মোবাইল অপারেটর বাংলালিংক। এ প্রসঙ্গে ই-ক্যাব সভাপতি জনাব রাজিব আহমেদ বলেন, বাংলালিংক সরাসরি ই-কমার্স ব্যবসা করবে এমনটা নাও হতে পারে। ই-কমার্সের সহায়ক হিসেবে নিজেদের ‘ইজি পেমেন্ট’ দিয়ে ই-কমার্স লেনদেন সেবা দিতে পারে। তবে তাদের যেসব পণ্য বিক্রির অনুমোদন আছে সেগুলোও বেচতে পারে প্রতিষ্ঠানটি। দেশের সর্ববৃহৎ মোবাইল অপারেটর গ্রামীণ ফোন ইতিমধ্যে ই-ক্যাবের সদস্য হয়েছে। বিস্তারিত টেকশহরের খবরে
  • সম্প্রতি ই-কমার্স জব সাইট কিনলেজবস ডট কমের প্রথম বর্ষপূর্তি পালিত হয়েছে। ই-কমার্স সেক্টরে সৃষ্ট কর্মসংস্থানের সুযোগগুলোকে মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে এক বছর আগে ‘চাকরিই খুঁজছে আপনাকে’ শ্লোগান নিয়ে যাত্রা শুরু করেছিল কিনলেজবস ডট কম। জব সাইটটিতে ৩০০ এরও অধিক ই-কমার্স প্রতিষ্ঠান রেজিস্টার্ড আছে এবং ই-কমার্স জবে আগ্রহী অর্ধলক্ষাধিক সিভি সংগৃহীত আছে। আরো জানতে পড়ুন এখানে
  • সম্প্রতি বাংলাদেশের জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ ডট কম তার ক্রেতাদের সুদবিহীন ইএমআই স্কিম দেওয়ার লক্ষ্যে সিটি ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ব্যাংক এশিয়া এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। কাস্টমাররা স্মার্টফোন, টিভি, অ্যাপ্লায়েন্স, ফিটনেস ইত্যাদি পণ্য কেনার সময় তিন এবং ছয় মাসে বিনা সুদে ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন। বিস্তারিত বাংলাট্রিবিউনে
  • বাংলাদেশের প্রথম ভেঞ্চার ক্যাপিটাল বিডিভেঞ্চারের ব্যবস্থাপনা পরিচালক জনাব শওকত হোসেন সম্প্রতি বনিকবার্তায় অনলাইন ব্যবসার নানান দিক তথা সার্বিক ব্যবসা এবং উদ্যোক্তাদের করণীয় সম্পর্কে ‘ক্রেতাস্বার্থ রক্ষা করুন হে বিক্রেতা আপনার স্বার্থেই’ শিরোনামে একটি আর্টিকেল প্রকাশ করেন যা পড়ে যে কোন আগ্রহী উদ্যোক্তা উপকৃত হবেন বোধ করি। বিস্তারিত পড়তে যেতে হবে এই লিঙ্কে
  • যে কোন অনলাইন উদ্যোক্তা মানেই জানেন এবং বুঝেন, তার ব্যবসায়িক ডোমেইন তার ব্যবসার সবচেয়ে প্রথম পরিচয়. কিন্তু আমাদের দেশের অনলাইন ব্যবসায়ীদেরকে তাদের ব্যবসায়িক ডোমেইন নিয়ে আপাতদৃষ্টে উদাসীন মনে হয়। ব্যবসায়ীর অসচেতনতা এবং খামখেয়ালিপনায় অনেক সময় নিজের ব্যবসার ডোমেইনের কর্তৃত্ব হারাতে হয়, অনেক সময় ডোমেইন এক্সপায়ার হয়ে মালিকানা বদল হয়ে যায়। ব্যবসার ডোমেইনের গুরুত্ব, ডোমেইন কেনা এবং মেইনটেনেন্সের বিস্তারিত নিয়ে সম্প্রতি স্টোরিয়া ব্লগে একটি আর্টিকেল প্রকাশিত হয়। পড়ে নিতে পারেন এখান থেকে।
  • শুরু হয়েছে যে কোন ব্যবসার ট্রেড লাইসেন্স নবায়ন করার সময়। ট্রেড লাইসেন্স এর মেয়াদ জুলাই মাসের ১ তারিখ থেকে শুরু হয়ে পরের বছরের জুন মাসের ৩১ তারিখ শেষ হয়। তাই জুলাই মাসের ১ তারিখ থেকে সেপ্টেম্বরের ৩০ তারিখের মধ্যে নবায়ন ফি দিয়ে আপনাকে লাইসেন্স নবায়ন করে নিতে হবে। ই-কমার্স ব্যবসায়ীদেরও এই সময়ের মধ্যে ট্রেড লাইসেন্স নবায়ন করতে হবে। ট্রেড লাইসেন্স এর বিস্তারিত এবং কিভাবে নবায়ন করবেন জানতে পড়ুন এই ব্লগ আর্টিকেলটি।

এই ছিল গেল সপ্তাহের ই-কমার্সের হালচাল। আগামী শুক্রবার নতুন সপ্তাহের খবরাখবর নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আর আপনাদের নিজেদের কোন অনলাইন শপের ইভেন্ট নিউজ বা কোন চালু অফার থাকলে তা আমাদের কে জানাতে পারেন এখানে। সবার ছুটি আনন্দে কাটুক।

(Visited 200 times, 1 visits today)
0

Comments