* একদিনে অনলাইন কেনাকাটার রেকর্ড আলিবাবার * ইন্ডিয়া টাইমসে বাংলাদেশের ই-কমার্স সেক্টরে সম্ভাবনার খবর * ই-কমার্স মার্কেটপ্লেসগুলোর অফারের খবর * বাংলা ভাষায় অ্যাডসেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন ডিসেম্বরে *

দেশ-বিদেশের ই-কমার্স খবরাখবর সম্বলিত সাপ্তাহিক আয়োজন স্টোরিয়া ই-কমার্স ডাইজেস্ট। ই-কমার্সের আলোচিত খবর, পত্রিকার লিংক, ইভেন্টের লিংক, সাক্ষাৎকার এখন পাবেন এক জায়গাতেই। চলুন এবার দেখে নেই এক নজরে গত ৭ দিনে ঘটে যাওয়া এবং আসছে সপ্তাহের ই-কমার্সের হালচাল।

আলোচিত ই-কমার্স খবরঃ 

  • আগামী ৪ ডিসেম্বর ঢাকায় বাংলা ভাষায় অ্যাডসেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করবে গুগল। বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলা ভাষার ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এসব কিছু বিবেচনা করে বাংলায় গুগল অ্যাডসেন্স চালু করার ঘোষণা দেয়া হয় গত সেপ্টেম্বরে। বর্তমানে বিশ্বের প্রায় দেড় কোটি ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স ব্যবহার করা হচ্ছে। বাংলা ভাষায় অ্যাডসেন্স চালু হওয়ার ফলে এ সংখ্যায় নতুনমাত্রা যুক্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত টেকজুমের খবরে
  • অনলাইন মার্কেটপ্লেস আজকের ডিল এ প্রতি শনিবার থাকছে “শনিবারের বউনি অফার”। আকর্ষণীয় এই বউনি অফারের আওতা থেকে আজকের ডিল এর বাছাই করা ২০ হাজারের বেশি পণ্য ২০-৫০ শতাংশ ছাড়ে কেনা যাবে। ইলেক্ট্রনিক্স, মোবাইল, পোশাক, জুতা, ঘড়ি, গ্যাজেট আইটেম, ঘর সাজানোর জিনিস সহ আরো নানা ধরণের পণ্যের সমারোহ থাকছে এই অফারে। বিকাশে পেমেন্টের ক্ষেত্রে ২০% ক্যাশব্যাকও থাকছে। ভিজিট করতে হবে এখানে
  • চীনে সিঙ্গেলস ডে উপলক্ষে বিক্রির নতুন রেকর্ড গড়েছে ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা। সিঙ্গেলস ডে কে চীনের সর্ববৃহৎ অনলাইন শপিং ইভেন্ট হিসেবে গণ্য করা হয়। গত বছর এই দিনে আলিবাবার বিক্রি ১ হাজার ৭৮০ কোটি ডলারে পৌঁছেছিল। এবার বিক্রি শুরুর প্রথম কয়েক ঘণ্টাতেই সেই রেকর্ড ভেঙে যায় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। শুরুতে মাত্র ১৫ মিনিটেই বিক্রির পরিমাণ ৫০০ কোটি ডলার ছাড়িয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। বিস্তারিত বণিকবার্তার খবরে
  • দারাজ বাংলাদেশ লিমিটেডের ‘ফাটাফাটি ফ্রাইডে’ অফারে ৩০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়ে বিভিন্ন ক্যাটেগরির আনুমানিক ৬০০০০ পণ্য বিক্রির ঘোষণা দেওয়া হয়েছে। তৃতীয় বারের মত এই ইভেন্ট আয়োজন করছে দারাজ বাংলাদেশ। প্রতি তিন হাজার টাকার লেনদেনে থাকছে পাঁচশো টাকার ভাউচার এবং প্রতিদিন ১৫০০০ টাকা পর্যন্ত ভাউচার পাওয়া সম্ভব। দারাজ ২৪, ২৫ ও ২৬ নভেম্বর দিচ্ছে ফ্ল্যাশ সেল। এছাড়াও বিশেষ আর্কষণ হিসেবে থাকছে ফেইসবুক-মেসেঞ্জারে কিউআর কোড ডিসকাউন্ট, ৯৯ টাকা ডলি, হুইল অফ ফরচুন, ফেসবুক লাইভ গিভঅ্যাওয়েসহ নানা কার্যক্রম। ১৭ নভেম্বর থেকে শুরু হওয়া ১১ দিনের এই ইভেন্টটি চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। বিস্তারিত বিডিনিউজ২৪ এ।
  • অনলাইন মার্কেটপ্লেস বাগডুমে চলছে উইন্টার উইক অফার। শীতের বিভিন্ন সামগ্রীতে থাকছে সর্বোচ্চ ৫৬% পর্যন্ত ছাড়। ২০০০ টাকার শপিং করলেই পাওয়া যাবে ৩০০ টাকার ফ্রি ভাউচার এবং ঢাকার মধ্যে ফ্রি পণ্য ডেলিভারি। অফার চলবে ১৩ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত। বিস্তারিত এখানে
  • মার্কিন ই-কমার্স জায়ান্ট কোম্পানি অ্যামাজন তার ভারতের কার্যক্রম অ্যামাজন ইন্ডিয়াতে আরো ২৯০০ কোটি রুপি বিনিয়োগ করতে যাচ্ছে। ইতিমধ্যে ২ বিলিয়ন ডলার অ্যামাজন ইন্ডিয়াতে বিনিয়োগ হয়েছে এবং তা পরবর্তিতে ৫ বিলিয়ন ডলারে উন্নিত হবে বলে ঘোষণা দেয়া হয়েছে। অ্যামাজন ইন্ডিয়া এবং ফ্লিপকার্টের মধ্যে ভারতে ই-কমার্স ব্যবসায় প্রতিদ্বন্দীতা চলছে। বিস্তারিত এখানে পড়ুন।
  • ইন্ডিয়া টাইমসে শুক্রবার বাংলাদেশের ই-কমার্স সেক্টরের সম্ভাবনা এবং বিনিয়োগকারিদের মনোভাব নিয়ে এবং ই-কমার্স স্টার্ট আপগুলোর অগ্রগতি এবং সম্ভাবনা নিয়ে একটি ফিচার প্রকাশিত হয়। সেখানে গ্রোসারি ই-কমার্স কোম্পানি চালডালের যাত্রার বিস্তারিত তুলে ধরেন চালডালের সিইও জনাব ওয়াসিম আলিম। উঠে আসে বিভিন্ন চ্যালেঞ্জ এবং করণীয় সম্পর্কে আলাপচারিতা। পড়ুন এখানে
  • ভারতের ই-কমার্স জায়ান্ট ফ্লিপকার্ট স্মার্টফোন ব্যবসায় নাম লিখিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের বিলিয়ন ব্র্যান্ডের প্রথম ফোন ক্যাপচার প্লাস উন্মুক্ত করেছে। ফ্লিপকার্ট চলতি বছরের জুলাই মাসে নিজস্ব ব্র্যান্ড বিলিয়ন উন্মুক্ত করে। এই ব্র্যান্ডের অধীনে বিশেষভাবে ভারতীয় বাজারের জন্য তৈরি পণ্য বিক্রি করা হবে। বিস্তারিত এখানে
  • মার্কেটিং বিষয়ের সফল প্রফেসর হিসেবে পরিচিত প্রফেসর ড. মীজানুর রহমান। সম্প্রতি বিজনেস নিউজ পোর্টাল অর্থসূচকের মুখোমুখি হয়েছিলেন তিনি। কথা বলেছেন মার্কেটিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে। তার সাক্ষাতকারে রয়েছে উদ্যোক্তাদের মার্কেটিং তথা ব্যবসা জানার এবং শেখার অনেক উপাদান। বিস্তারিত পড়ুন এখানে

এই ছিল গেল সপ্তাহের ই-কমার্সের হালচাল। আগামী শুক্রবার নতুন সপ্তাহের খবরাখবর নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আর আপনাদের নিজেদের কোন অনলাইন শপের ইভেন্ট নিউজ বা কোন চালু অফার থাকলে তা আমাদের কে জানাতে পারেন এখানে। সবার ছুটি আনন্দে কাটুক।

(Visited 184 times, 1 visits today)
0

Comments