বাংলাদেশের অনলাইন উদ্যোক্তারা স্টোরিয়াতে স্টোর খোলার সময় বেশ কিছু সুনির্দিষ্ট ঝামেলায় পড়েন। যেহেতু তারা অনেক ক্ষেত্রেই টেকনিক্যাল জ্ঞান রাখেন না তাই সেসব সমস্যা সমাধানে তাদেরকে বেশ বেগ পেতে হয়। তাদের কে সাহায্যের হাত বাড়িয়ে দিতেই আমাদের এই নতুন প্রচেষ্টা; “এসো নিজে করি” সিরিজ।

পর্ব ১ পড়ুন এখানে।

Storrea তে আপনার ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন করতে আপনাকে কোনো ওয়েব ডিজাইনার, ডেভলপার বা প্রোগ্রামার হতে হবে না। আপনার যদি কোডিং এর উপর নূন্যতম জ্ঞানও না থাকে তাহলেও আপনি খুব সহজেই Storrea তে আপনার ওয়েবসাইটটি আকর্ষণীয় রূপে ডিজাইন করতে পারবেন।

প্রথম ধাপঃ

Storrea সাইটে গিয়ে এডমিন প্যানেলে লগিন করুন।

1

দ্বিতীয় ধাপঃ

ড্যাশবোর্ড থেকে Theme Customization অপশনটি সিলেক্ট করুন। Navigation -> Store -> Theme customization

2

 

তৃতীয় ধাপঃ

থিম কাস্টমাইজেশন পেজে আপনার স্টোরের লোগো (১৬০x৬০ পিক্সেল), ফ্যাভিকন (১৬x১৬ পিক্সেল), স্লাইড ব্যানার (২০৪০x৭৬০ পিক্সেল) সিলেক্ট করুন এবং Update Theme এ ক্লিক করুন। আপনার যদি ফ্যাভিকন না থেকে থাকে তাহলে আপনি http://www.favicon.cc থেকে ক্রিয়েট করে নিতে পারেন।

3

ইমেজ সাইজ এমন ভাবে সিকেক্ট করবেন যেন দেখতে আকর্ষণীয় হয়। বাজে কোয়ালিটির ছবি আপলোড করবেন না। এছাড়াও আপনি চাইলে লোগো বা ব্যানার নির্দিষ্ট মূল্যে ডিজাইন করিয়ে নিতে পারেন।

চাই নিজের অনলাইন স্টোর

 

(Visited 1,154 times, 1 visits today)
0

Comments