বাংলাদেশের অনলাইন উদ্যোক্তারা স্টোরিয়াতে স্টোর খোলার সময় বেশ কিছু সুনির্দিষ্ট ঝামেলায় পড়েন। যেহেতু তারা অনেক ক্ষেত্রেই টেকনিক্যাল জ্ঞান রাখেন না তাই সেসব সমস্যা সমাধানে তাদেরকে বেশ বেগ পেতে হয়। তাদের কে সাহায্যের হাত বাড়িয়ে দিতেই আমাদের এই নতুন প্রচেষ্টা; “এসো নিজে করি” সিরিজ।

আগের পর্বগুলো পড়ুন এখানেঃ

এসো নিজে করিঃ পর্ব ১ (কিভাবে অনলাইন স্টোর তৈরি করবেন?)

এসো নিজে করি ঃ পর্ব ২( কিভাবে লোগো ও ব্যানার আপলোড করবেন?)

এসো নিজে করি ঃ পর্ব ৩(কিভাবে ওয়েবসাইটের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমের সংযোগ করবেন?)

এসো নিজে করি ঃ পর্ব ৪(কিভাবে প্রোডাক্ট ক্যাটাগরি তৈরি করবেন(সাব ক্যাটাগরি সহ)?)

এসো নিজে করি ঃ পর্ব ৫ (কিভাবে প্রোডাক্ট আপলোড করবেন)

এসো নিজে করি ঃ পর্ব ৬ (কিভাবে প্রোডাক্ট ভ্যারিয়ান্ট ব্যবহার করবেন? ভ্যারিয়ান্ট ইনভেন্টরি, প্রাইসিং সহ)

এসো নিজে করি ঃ পর্ব ৭(কিভাবে প্রোডাক্ট ইনভেন্টরি ম্যানেজ করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ৮(কিভাবে শিপিং মেথড কনফিগারেশন করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ৯(কিভাবে পেমেন্ট মেথড সেটাপ করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ১০ (কিভাবে ট্যাক্স রেট কনফিগার করবেন)

এসো নিজে করিঃ পর্ব ১১ (কিভাবে কাস্টম পেজ অ্যাড করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ১২ (কিভাবে About us এবং Terms and Services কনফিগার করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ১৩ (কিভাবে ওয়েবসাইটের Header/Footer  নেভিগেশন করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ১৪ (কিভাবে ফেসবুক স্টোর কনফিগার করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ১৫ (কিভাবে সাইটে Live Chat এবং Google Analytics ইন্টিগ্রেট করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ১৬ (কিভাবে সাইটে Popup Window শো করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ১৭ (কিভাবে অর্ডার প্রসেসিং করবেন?)

এসো নিজে করিঃ পর্ব ১৮ (কিভাবে বিজনেস রিপোর্ট ব্যবহার করবেন(ভিজিটর ও সেলস রিপোর্টসহ))

এসো নিজে করিঃ পর্ব ১৯ (কিভাবে ওয়েবসাইটে কাস্টমার রেজিস্ট্রেশন করবেন?)

 

সাইটে প্রোডাক্টের ভিডিও দেখে ক্রেতা প্রোডাক্ট সম্পর্কে অল্প সময়ে একটি ভাল ধারনা পেয়ে থাকে। বেশীরভাগ সময়ই দেখা যায় ক্রেতাদের একটি বড় অংশ কিনার আগে পণ্যের বিস্তারিত জানতে চায়। সেক্ষেত্রে প্রোডাক্ট ডেসক্রিপশনে পণ্যের একটি ভিডিও ক্রেতাকে কিনার ক্ষেত্রে আরও বেশি আকৃষ্ট করতে পারে। স্টোরিয়া এডমিন প্যানেল থেকে সহজেই এই কাজটি করতে পারবেন।

 

১ম স্টেপঃ প্রোডাক্ট ভিডিওটিকে ইউটিউবে আপলোড করে নিন।

২য় স্টেপঃ  Add to products থেকে new products > products description এ আসবেন অথবা আপলোডেড যে প্রোডাক্টে  ভিডিও দেখাতে চান সে প্রোডাক্টের নামের উপর ক্লিক করে প্রোডাক্ট ডেসক্রিপশনে আসুন।

৩য় স্টেপঃ Products details এর source এ ক্লিক করে নিন্মোক্ত কোডটি পেস্ট করুন।

<div class=”embed-responsive embed-responsive-16by9″><iframe allowfullscreen=”” class=”embed-responsive-  item” src=”#”></iframe></div>

 

2

৪র্থ স্টেপঃ ইউটিউব ভিডিওটিকে এম্বেডেড করুন।

1

৫ম স্টেপঃ কোডটি কপি করুন।

৫ম স্টেপঃ এখন ইউটিউবের এম্বেডেড কোড থেকে শুধুমাত্র  src=”” এর লিংকটুকু নিয়ে উপরের কোডের  src”#”  এখানে

সেভ করুন। ব্যাস! হয়ে গেল প্রোডাক্ট ডেসক্রিপশনে ভিডিও এড করা।

ডেস্কটপ ভিউতে..

4

মোবাইল ভিউ থেকে…

3

(Visited 277 times, 1 visits today)
1

Comments